রেশমি মিত্রর পরিচালিত ছবি মানেই নতুন কোনও গল্প, নতুন কোনও কনসেপ্ট। ক্যারিয়ার শুরু করেছিলেন ২০১২ সালে। 'মাচো মাস্তানা', 'হঠাৎ দেখা', 'বারান্দা'-র মতো ছবি তৈরি করেছেন তিনি। খুব সম্প্রতি শেষ করেছেন 'লাইমলাইট' ছবির শুটিং ও ডাবিং। এই মাসের শেষেই শুরু হবে তাঁর নতুন ছবি 'শ্লীলতাহানি'-র শুটিংও। ছবির মধ্য়েই থাকেন রেশমি। তবে কীসের আক্ষেপ তাঁর?
সবকিছু ঠিকঠাক থাকলে 'চার অধ্যায়' তাঁর ক্যারিয়ারের প্রথম ছবি হতে পারত। রেশমি অনেক দূরে ভেবও ফেলেছিলেন সেই ছবি নিয়ে। তিনি নিজেই জানালেন এই কথা। ছবির মুখ্য চরিত্রে থাকার কথা ছিল ঋতুপর্ণা সেনগুপ্তর। প্রিপ্রোডাকশনের কাজও অনেকটা এগিয়ে ফেলেছিলেন রেশমি। দেখুন কয়েকটি পরিকল্পিত স্কেচের ছবি।
তৈরি হয়ে গেছিল ঋতুপর্ণার লুকও...
ছবিগুলি শেয়ার করে রেশমি বললেন, "ছবিটি আজও করতে চাই। কত যত্ন করে প্রস্তুতি নিয়েছিলাম। চার অধ্যায়...আমার প্রথম দেখা স্বপ্ন আর বাস্তব রূপ পেল না।" আক্ষেপটা রয়েই গেছে তাঁর।