কলকাতা : দেশে কোরোনা থাবা বসানোর সঙ্গে সঙ্গেই বন্ধ করে দেওয়া হয় সিনেমা হল । কয়েক মাস ধরেই বন্ধ হয়ে পড়ে রয়েছে সেগুলি । কবে হল খুলবে সে বিষয়ও নিশ্চিতভাবে কিছুই জানা যাচ্ছে না । এদিকে হল মালিকদের একগুচ্ছ প্রস্তাব দেওয়া হলেও তাতে খুব একটা লাভ হয়নি । সেই কারণেই এবার এই কঠিন পরিস্থিতিতে হল মালিকদের পাশে দাঁড়ালেন দেব । কেন্দ্রীয় সরকারের কাছে সিনেমা হল খোলার আবেদন জানিয়েছেন তিনি ।
শোনা গিয়েছিল, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে অগাস্টে সিনেমা হল খোলার আবেদন জানানো হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে । তবে অগাস্ট মাস শেষ হয়ে গেলেও তা কার্যকর হয়নি । এর আগে সুরক্ষাবিধি মেনে হল খোলার জন্য মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার তরফে কেন্দ্রীয় সরকারের কাছে বেশ কিছু প্রস্তাব দেওয়া হয় । তাতেও লাভের লাভ কিছুই হয়নি । এরপর শোনা যায়, সেপ্টেম্বর থেকে নাকি দেশে খুলতে পারে সিনেমা হল । কিন্তু, সেই আশার আলো এখনও পর্যন্ত কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না ।
এদিকে মার্চের মাঝামাঝি থেকে হলগুলি বন্ধ হয়ে থাকায় সমস্যায় পড়েছেন হল মালিকরা । কোনও আয় না থাকা সত্ত্বেও হলের রক্ষণাবেক্ষণ করতে হচ্ছে তাঁদের । এমনকী, কর্মচারীদের বেতনও দিতে হচ্ছে । তবে আয় না থাকায় কর্মচারীদের বেতন দিতে গিয়ে সমস্যায় পড়ছেন একাধিক হল মালিক । এদিকে হল খোলার কোনও আশা দেখতে না পেয়ে একাধিক বিগ বাজেটের ছবি মুক্তি পাচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে । যার কারণে আরও বেশি চিন্তিত হয়ে পড়ছেন হল মালিকরা ।
-
Requesting GOI to rethink about Opening of Cinema https://t.co/r3M9EL8Ufr many families are depending upon Cinema Hall.
— Dev (@idevadhikari) August 30, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Requesting @PrakashJavdekar ji to rethink about the decision 🙏🏻#SupportMovieTheaters #SaveCinemas pic.twitter.com/2r4VpZN6k6
">Requesting GOI to rethink about Opening of Cinema https://t.co/r3M9EL8Ufr many families are depending upon Cinema Hall.
— Dev (@idevadhikari) August 30, 2020
Requesting @PrakashJavdekar ji to rethink about the decision 🙏🏻#SupportMovieTheaters #SaveCinemas pic.twitter.com/2r4VpZN6k6Requesting GOI to rethink about Opening of Cinema https://t.co/r3M9EL8Ufr many families are depending upon Cinema Hall.
— Dev (@idevadhikari) August 30, 2020
Requesting @PrakashJavdekar ji to rethink about the decision 🙏🏻#SupportMovieTheaters #SaveCinemas pic.twitter.com/2r4VpZN6k6
এই পরিস্থিতিতে হল মালিকদের পাশে এগিয়ে এলেন দেব । টুইটারে সিনেমা হল বাঁচানোর আবেদন জানিয়েছেন তিনি । পাশপাশি তিনি লেখেন, "কেন্দ্র সরকারের কাছে সিনেমা হলগুলি খোলার আবেদন জানাচ্ছি । সিনেমা হলগুলির উপর বহু পরিবারের রুজিরুটি নির্ভর করে । প্রকাশ জাওড়েকরজিকে আবার বিষয়টি ভেবে দেখার অনুরোধ করছি ।"