ETV Bharat / sitara

দুর্গাপুজো মানেই প্রেম : নাইজেল আকারা - নাইজেল আকারা পুজো প্ল্যান

এইবছরটা নাইজেলের জন্য খুবই স্পেশাল। কারণ জানালেন নাইজেল।

Nigel Akara Pujo Plan
author img

By

Published : Sep 18, 2019, 10:28 PM IST

কলকাতা : নাইজেলের জন্য এই বছরটা 'গোত্র'ময়। তাঁর অভিনীত এই ছবি বক্স অফিসে সাড়া ফেলার সঙ্গে জিতেছে সমালোচকদের প্রশংসাও। পুজোতেও সিনেমা হলে গিয়ে 'গোত্র' দেখার আবেদন অভিনেতার।

কাজ তো থাকবেই সারা বছর। কিন্তু দুর্গাপুজো মানেই প্রেম, বন্ধুত্ব, পরিবারের সঙ্গে সময় কাটানো। পুজোর ক'টা দিন এইসবের বাইরে কিছুই ভাবতে পারেন না নাইজেল। পুজোয় কোনও ডায়েটও থাকে না তাঁর। চুটিয়ে খাওয়া দাওয়া করেন আর উপভোগ করেন প্রতিটা মুহূর্ত।

আর পুজোর শপিং? কী বললেন নাইজেল? দেখে নিন ভিডিয়োতে...

দেখে নিন ভিডিয়ো...

কলকাতা : নাইজেলের জন্য এই বছরটা 'গোত্র'ময়। তাঁর অভিনীত এই ছবি বক্স অফিসে সাড়া ফেলার সঙ্গে জিতেছে সমালোচকদের প্রশংসাও। পুজোতেও সিনেমা হলে গিয়ে 'গোত্র' দেখার আবেদন অভিনেতার।

কাজ তো থাকবেই সারা বছর। কিন্তু দুর্গাপুজো মানেই প্রেম, বন্ধুত্ব, পরিবারের সঙ্গে সময় কাটানো। পুজোর ক'টা দিন এইসবের বাইরে কিছুই ভাবতে পারেন না নাইজেল। পুজোয় কোনও ডায়েটও থাকে না তাঁর। চুটিয়ে খাওয়া দাওয়া করেন আর উপভোগ করেন প্রতিটা মুহূর্ত।

আর পুজোর শপিং? কী বললেন নাইজেল? দেখে নিন ভিডিয়োতে...

দেখে নিন ভিডিয়ো...
Intro:Body:

দুর্গাপুজো মানেই প্রেম : নাইজেল আকারা



এইবছরটা নাইজেলের জন্য খুবই স্পেশাল। কারণ জানালেন নাইজেল।



কলকাতা : নাইজেলের জন্য এই বছরটা 'গোত্র'ময়। তাঁর অভিনীত এই ছবি বক্স অফিসে সাড়া ফেলার সঙ্গে জিতেছে সমালোচকদের প্রশংসাও। পুজোতেও সিনেমা হলে গিয়ে 'গোত্র' দেখার আবেদন অভিনেতার।



কাজ তো থাকবেই সারা বছর। কিন্তু দুর্গাপুজো মানেই প্রেম, বন্ধুত্ব, পরিবারের সঙ্গে সময় কাটানো। পুজোর ক'টা দিন এইসবের বাইরে কিছুই ভাবতে পারেন না নাইজেল। পুজোয় কোনও ডায়েটও থাকে না তাঁর। চুটিয়ে খাওয়া দাওয়া করেন আর উপভোগ করেন প্রতিটা মুহূর্ত।



আর পুজোর শপিং? কী বললেন নাইজেল? দেখে নিন ভিডিয়োতে...




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.