কলকাতা : নাইজেলের জন্য এই বছরটা 'গোত্র'ময়। তাঁর অভিনীত এই ছবি বক্স অফিসে সাড়া ফেলার সঙ্গে জিতেছে সমালোচকদের প্রশংসাও। পুজোতেও সিনেমা হলে গিয়ে 'গোত্র' দেখার আবেদন অভিনেতার।
কাজ তো থাকবেই সারা বছর। কিন্তু দুর্গাপুজো মানেই প্রেম, বন্ধুত্ব, পরিবারের সঙ্গে সময় কাটানো। পুজোর ক'টা দিন এইসবের বাইরে কিছুই ভাবতে পারেন না নাইজেল। পুজোয় কোনও ডায়েটও থাকে না তাঁর। চুটিয়ে খাওয়া দাওয়া করেন আর উপভোগ করেন প্রতিটা মুহূর্ত।
আর পুজোর শপিং? কী বললেন নাইজেল? দেখে নিন ভিডিয়োতে...