কলকাতা : সৌমিত্র চট্টোপাধ্যায়কে চলচ্চিত্র জগতের অন্যতম একটা শক্ত স্তম্ভ বলে মনে করতেন অনেকেই । প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছে তিনি ছিলেন বাবার মতো । আর তাই এই কিংবন্তী অভিনেতার প্রায়াণে তাঁর নিজের অনেক ক্ষতি হয়ে গিয়েছে বলে মনে করেন তিনি ।
সৌমিত্রবাবুর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রসেনজিৎ । একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে তিনি বলেন, "তিনি আমার বাবার মতোই ছিলেন । বাংলা সিনেমা তথা ভারতীয় সিনেমা ও থিয়েটারে তাঁর অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে । এই শোক কাটিয়ে উঠতে আমার কিছুটা সময় লাগবে ।"
সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে একাধিক ছবিতে স্ক্রিন শেয়ার করেছেন প্রসেনজিৎ । তার মধ্যে 'ময়ূরাক্ষী', 'প্রাক্তন', 'গুরু শিষ্য', 'বাবা কেন চাকর', 'লাঠি', 'আতঙ্ক' উল্লেখযোগ্য ।
সেরা ফিচার ছবি হিসেবে 2018 সালে জাতীয় পুরস্কার জিতে নিয়েছিল অতনু ঘোষ পরিচালিত 'ময়ূরাক্ষী'।
কোরোনায় আক্রান্ত হওয়ায় 6 অক্টোবর মিন্টো পার্কের কাছে থাকা একটি বেসরকারি হাসপাতালের ভরতি করা হয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায়কে । টানা 40 দিন লড়াইয়ের পর গতকাল সেখানেই বেলা 12টা 15 মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ।