হায়দরাবাদ : 'বাহুবলী' স্টার প্রভাস কোরোনা মোকাবিলা করতে সরকারের তৈরি অনুদান প্রকল্পে দান করলেন 4 কোটি টাকা । IANS সূত্রে জানা যাচ্ছে এই খবর ।
প্রধানমন্ত্রীর ন্যাশনাল রিলিফ ফান্ডে প্রভাস দিয়েছেন 3 কোটি টাকা । এবং অন্ধ্রপ্রদেশ ও তেলাঙ্গানা এই দুই রাজ্যের মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে অভিনেতার অনুদান 50 লক্ষ টাকা করে ।
সম্প্রতি জর্জিয়া থেকে ফিরেছেন প্রভাস । সেখানে তিনি 'প্রভাস 20' ফিল্মের শুটিং করছিলেন পুজা হেজের সঙ্গে । যদিও ছবির নাম এখনও ফাইনাল নয় । দুই অভিনেতাই বিদেশ থেকে ফিরে 14 দিনের কোয়ারেন্টাইনে রয়েছেন ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এদিন প্রভাস ছাড়াও তেলুগু সুপারস্টার পবন কল্যান, রাম চরণ, চিরঞ্জিবী, মহেশ বাবুর মতো ব্য়ক্তিত্বরা কোরোনা মোকাবিলায় বড় অঙ্কের টাকা অনুদান দিয়েছেন । পবন কল্যান যেখানে 2 কোটি টাকা দান করেছেন, সেখানে তাই ভাইপো রাম চরণ 70 লক্ষ টাকা তুলে দিয়েছেন সরকারের হাতে । আবার রাম চরণের বাবা সুপারস্টার চিরঞ্জিবী 1 কোটি টাকা অনুদান দিয়েছেন ।
বর্তমান প্রজন্মের জনপ্রিয় তারকা মহেশ বাবুও পিছিয়ে নেই । এই সংকটপূর্ণ অবস্থায় তাঁর দান 1 কোটি টাকা ।