কলকাতা : কমলেশ্বর মুখার্জির ছবি মানেই সেখানে একটা চিন্তার ছাপ থাকবে, একটা বার্তা থাকবে। আর সেই বার্তাকে দর্শকের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব দেবের। কারণ তিনিই এই ছবির প্রযোজনা করছেন ও অভিনয়ও করছেন।
দেবের সঙ্গে এই ছবিতে অন্য়তম গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন রুক্মিনী, পরমব্রত চ্যাটার্জি ও পাওলি দাম। পরমব্রতকে এমন এক মেকআপে দেখা গেছে এই ছবিতে, যে চিনতে সময় লাগবে।
'পাসওয়ার্ড' সিনেমা হলে মুক্তি পাবে 2 অক্টোবর। এখন থেকেই দর্শকের মধ্যে প্রবল প্রত্যাশা তৈরি হয়েছে ছবিটি নিয়ে। আর ট্রেলার মুক্তি পাওয়ার পর তো সেটা প্রবলতর হয়ে উঠেছে।
দেখে নিন...
- " class="align-text-top noRightClick twitterSection" data="">