কলকাতা : পরমব্রত নাকি ব্যোমকেশ! এমনটাই শোনা যাচ্ছে ইন্ডাস্ট্রিতে কান পাতলে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প ব্যোমকেশ বক্সীর "মগ্ন মৈনাক" নিয়েই পরমব্রতর পরবর্তী ছবি। ছবিটি পরমব্রত নিজেই পরিচালনা করতে পারেন বলে শোনা যাচ্ছে। আবার এও শোনা যাচ্ছে, পরিচালনা করতে পারেন সায়ন্তন ঘোষাল।
একাধিক প্রযোজকের কাছে রয়েছে ব্যোমকেশ বক্সীর স্বস্ত। একেকজনের ব্যোমকেশ একেক রূপে এসেছে। এবং আসবেও। আর ব্যোমকেশ মানেই দর্শকের মনে আলাদা আগ্রহ। বক্স অফিসে ভালোই ফলাফল দেয় ব্যোমকেশের ছবি।
পাশাপাশি তৈরি হচ্ছে ব্যোমকেশের অন্যান্য ছবিও। অঞ্জন দত্তের পরিবর্তে পরবর্তী ব্যোমকেশ বানানোর দায়িত্ব দেওয়া হয়েছে ইন্দ্রনীল ঘোষকে। এবং সেই দায়িত্ব দিয়েছেন প্রযোজক কৌস্তব রায় নিজেই। সেই ছবি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অসমাপ্ত "বিশুপাল বধ"।
অন্যদিকে অরিন্দম শীল ব্যোমকেশকে নিয়ে তাঁর পরবর্তী চিত্রনাট্যর লেখার কাজ শুরু করে দিয়েছেন। এবার যদি পরমব্রতও ব্যোমকেশ হন, তাহলে ইন্ডাস্ট্রিতে নেহাতই আরও একটা কম্পিটিটর বাড়তে চলেছে বলেই মনে করছেন অনেকে।