ETV Bharat / sitara

Anupam Kher Focuses on Fitness : বুঢঢা হোগা তেরা বাপ ! 67 তম জন্মদিনে চমকে দিলেন অনুপম - on 67th birthday anupam kher focuses on fitness shares pics of toned body

67 তম জন্মদিনে নিজের সুঠাম দেহের ছবি শেয়ার করে সকলকে চমকে দিলেন অভিনেতা অনুপম খের (Anupam Kher 67th birthday)৷ জানালেন আগামীতে ফিটনেসের উপর মনোযোগ দেওয়াই তাঁর লক্ষ্য ৷

Anupam Kher Focuses on Fitness
বুডঢা হোগা তেরা বাপ ! 67 তম জন্মদিনে সকলকে চমকে দিল অনুপমের ফিটনেস
author img

By

Published : Mar 7, 2022, 10:54 AM IST

মুম্বই, 7 মার্চ: বয়সটা সত্য়িই তাঁর কাছে সংখ্যা ছাড়া আর কিছুই নয় ৷ এখনও তিনি দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন একের পর এক ছবিতে ৷ এবার নিজের 67 তম নিজের সুঠাম শরীরের ছবি দিয়ে নেটিজেনদের চমকে দিলেন অনুপম খের ৷ এই বয়সে অভিনেতার ফিটনেস লজ্জায় ফেলে দিতে পারে তরুণ প্রজন্মকে ৷

ছবির সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রামে জন্মদিনে নিজেকেই শুভেচ্ছা জানিয়েছেন এই বর্ষীয়াণ অভিনেতা ৷ লিখেছেন, "আমার জন্য শুভ জন্মদিন ! আজ যখন আমি আমার 67 তম বছর শুরু করছি, তখন নিজের জন্য একটি নতুন দৃষ্টিভঙ্গি সামনে রাখতে পেরে আমি অনুপ্রাণিত এবং উত্তেজিত ! এই ছবিগুলি গত কয়েক বছরে আমি ধীরে ধীরে যে অগ্রগতি করেছি তার একটি উদাহরণ । 37 বছর আগে আপনারা একজন তরুণ অভিনেতাকে দেখেছিলেন ৷ যাঁর এই জগতে অভিষেক হয়েছিল একদম অন্যরকমভাবে ৷ একজন 65 বছর বয়সী বুড়োর ভূমিকায় অভিনয় করে । আমার পুরো কেরিয়ার জুড়ে একজন শিল্পী হিসাবে প্রতিটি পথ খোঁজার চেষ্টা করেছি । কিন্তু একটি স্বপ্ন আছে যা আমার মধ্যে সবসময় ছিল, যদিও তা বাস্তবে পরিণত করার জন্য কখনও কিছুই করা হয়নি ৷"

আরও পড়ুন : 25শে পা শ্রীদেবী কন্যার, আজও মায়ের চিরুনি ব্য়বহার করেন জাহ্নবী

অনুপম আরও লেখেন, "স্বপ্নটা ছিল ফিটনেস বিষয়টিকে গুরুত্ব সহকারে নেওয়া এবং নিজেকে নিজের সেরা সংস্করণ হিসাবে উপস্থাপন করা (Anupam Kher On His New Fitness Goal )। আমি আমার ফিটনেসের জার্নি শুরু করেছি এবং আমি এর জন্য যা কিছু করছি আপনার সঙ্গে শেয়ার করতে চাই।" অনুপম খেরের কেরিয়ারে রয়েছে একাধিক জনপ্রিয় ছবি ৷ 1982 সালে 'আগমন' ছবি দিয়ে শুরু হয়েছিল তাঁর কেরিয়ার ৷ এরপর 'চাহাত', 'জনম', 'দিল ওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে', 'হাম আপকে হ্যায় কন'-এর মত একাধিক ছবিতে দাপিয়ে অভিনয় করেছেন তিনি ৷ আগামীদিনে তাঁকে দেখা যাবে 'দ্য কাশ্মীর ফাইলস' ছবিতে ৷

মুম্বই, 7 মার্চ: বয়সটা সত্য়িই তাঁর কাছে সংখ্যা ছাড়া আর কিছুই নয় ৷ এখনও তিনি দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন একের পর এক ছবিতে ৷ এবার নিজের 67 তম নিজের সুঠাম শরীরের ছবি দিয়ে নেটিজেনদের চমকে দিলেন অনুপম খের ৷ এই বয়সে অভিনেতার ফিটনেস লজ্জায় ফেলে দিতে পারে তরুণ প্রজন্মকে ৷

ছবির সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রামে জন্মদিনে নিজেকেই শুভেচ্ছা জানিয়েছেন এই বর্ষীয়াণ অভিনেতা ৷ লিখেছেন, "আমার জন্য শুভ জন্মদিন ! আজ যখন আমি আমার 67 তম বছর শুরু করছি, তখন নিজের জন্য একটি নতুন দৃষ্টিভঙ্গি সামনে রাখতে পেরে আমি অনুপ্রাণিত এবং উত্তেজিত ! এই ছবিগুলি গত কয়েক বছরে আমি ধীরে ধীরে যে অগ্রগতি করেছি তার একটি উদাহরণ । 37 বছর আগে আপনারা একজন তরুণ অভিনেতাকে দেখেছিলেন ৷ যাঁর এই জগতে অভিষেক হয়েছিল একদম অন্যরকমভাবে ৷ একজন 65 বছর বয়সী বুড়োর ভূমিকায় অভিনয় করে । আমার পুরো কেরিয়ার জুড়ে একজন শিল্পী হিসাবে প্রতিটি পথ খোঁজার চেষ্টা করেছি । কিন্তু একটি স্বপ্ন আছে যা আমার মধ্যে সবসময় ছিল, যদিও তা বাস্তবে পরিণত করার জন্য কখনও কিছুই করা হয়নি ৷"

আরও পড়ুন : 25শে পা শ্রীদেবী কন্যার, আজও মায়ের চিরুনি ব্য়বহার করেন জাহ্নবী

অনুপম আরও লেখেন, "স্বপ্নটা ছিল ফিটনেস বিষয়টিকে গুরুত্ব সহকারে নেওয়া এবং নিজেকে নিজের সেরা সংস্করণ হিসাবে উপস্থাপন করা (Anupam Kher On His New Fitness Goal )। আমি আমার ফিটনেসের জার্নি শুরু করেছি এবং আমি এর জন্য যা কিছু করছি আপনার সঙ্গে শেয়ার করতে চাই।" অনুপম খেরের কেরিয়ারে রয়েছে একাধিক জনপ্রিয় ছবি ৷ 1982 সালে 'আগমন' ছবি দিয়ে শুরু হয়েছিল তাঁর কেরিয়ার ৷ এরপর 'চাহাত', 'জনম', 'দিল ওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে', 'হাম আপকে হ্যায় কন'-এর মত একাধিক ছবিতে দাপিয়ে অভিনয় করেছেন তিনি ৷ আগামীদিনে তাঁকে দেখা যাবে 'দ্য কাশ্মীর ফাইলস' ছবিতে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.