কলকাতা, 13 সেপ্টেম্বর : 31/এ, দেবেন্দ্র ঘোষ রোড, ভবানীপুর, কলকাতা - 24 । পরিত্যক্ত প্রায় একটা বাড়ি কীভাবে ছবির সেট হয়ে ওঠে এই ঠিকানায় না গেলে জানা যেত না । শ্যুটিং চলছে 'ক্লাউন' (Clown)-এর ৷
বহু পুরনো একটি বাড়ি । খসে পড়ছে সিমেন্ট । সেট সংলগ্ন জায়গায় আবার বসবাসও করেন অনেকে । ছোট্ট একটা ঘর । দৃশ্যের প্রয়োজনে চারিদিক অন্ধকার । সেখানেই শটের অপেক্ষায় বসে আছেন অভিনেতা ওম সাহানি (Om Sahani) এবং অভিনেত্রী দেবলীনা কুমার (Devlina Kumar)। কোথায় দেখানো হবে ছবিটি ? প্রেক্ষাগৃহে নাকি ওটিটিতে ? সেটা সময় এবং পরিস্থিতি জানান দেবে । আপাতত শুটিংয়ের কাজে টিমকে নিয়ে বেজায় ব্যস্ত পরিচালক ঋক চট্টোপাধ্যায় ।
শুটিং হচ্ছে কলকাতাতেই । নারায়ণী স্টুডিয়ো এবং কিছু রিয়েল লোকেশনে ৷ সেই রিয়েল লোকেশনেই সে দিন পৌঁছে গিয়ে জানা যায়, ক্লাউন অর্থাৎ এক ভাঁড়ের চরিত্রে ধরা দেবেন ওম সাহানি । ওমকে দেখা গেল জোকারের লুকে । তবে তাঁর লুক এখনই প্রকাশ্যে আনতে নারাজ প্রযোজনা সংস্থা । তাই ছবি মেলেনি । তাঁকে কোনও বক্তব্যও পেশ করতেও দেওয়া হয়নি ।
আরও পড়ুন: Kathakali Chakraborty: ব্যোমকেশ হন আবির, আর আমি সত্যবতী : স্বপ্ন 'কাঞ্চি'র কথাকলির
প্রত্যেকের জীবনেই আলো এবং অন্ধকার দু‘টি দিক থাকে । কিন্তু সবাই আলোকেই ভালবাসে, আঁকড়ে ধরতে চায় । নিজেদের সঙ্গে অন্ধকারের কোনও ঘটনা ঘটলে প্রতিবাদ করে । কিন্তু একটা সময়ে যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখন সবাই কী করে ? সেটাই দেখানো হবে এই ছবিতে । ছবির কেন্দ্রে একজন ভাঁড় । সে জোকার সাজে । কেন সাজে ? সমাজের বুকে ঘটে চলা কিছু ঘৃণ্য অন্যায়ের প্রতিবাদ জানাতে । জোকারের সাজই হয়ে ওঠে তাঁর প্রতিবাদের ভাষা । তাঁর চোখের সামনেই তাঁর বোনকে ধর্ষণ করা হয় । তাঁর মায়ের প্রতি অবিচার করা হয় । সমাজের চোখে গল্পের নায়ক এখন জারজ সন্তান । এই তকমা ঘোঁচাতে নায়ক কী কী করে, সেটা দেখতে হলে অপেক্ষাই কাম্য ।
আরও পড়ুন: Taranga: অসুখওয়ালা পলাশের তরঙ্গে গা ভাসাবেন সোহিনী-রণজয়
কাহিনিকার, চিত্রনাট্যকার তথা পরিচালক ঋক চট্টোপাধ্যায় জানান, ক্লাউন একটি লড়াইয়ের গল্প । লড়াইয়ের শেষ কোথায় ? সেটাই দেখবেন দর্শকরা ।
দুটি মুখ্য চরিত্রে ওম আর দেবলীনাই কেন ? 'রঙ্গবতী' জুটির কথা কি মাথায় খেলেছিল ? এ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘‘একেবারেই না । এখানে একেবারে অন্য দেবলীনাকে দেখবেন দর্শকরা । এই দেবলীনাকে তাঁরা চেনেন না । আর ওম তো আরও অন্যরকম । আশা করি আগামী বছর যে প্ল্যাটফর্মেই হোক না কেন, রিলিজ করতে পারব ছবিটা । তাই এটা ফিল্ম নাকি ওয়েব ফিল্ম তা এখনই বলাটা ঠিক হবে না ।"
আরও পড়ুন: Dev Saswata: হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রীর নজরকাড়া ট্রেলার, দেবের প্রশংসায় দরাজ শাশ্বত
দেবলীনা এদিন বেজায় অসুস্থ ছিলেন। কণ্ঠস্বর বসে গিয়েছে । তাই সে ভাবে কথা বলতে পারেননি তিনি । তবে এহেন এক ডি-গ্ল্যাম চরিত্র নিয়ে আশাবাদী অভিনেত্রী । ছবির প্রযোজক ড. ইন্দ্রনীল চৌধুরী এই ছবিতে একটি চরিত্রে অভিনয়ও করেছেন । এমন একটি গল্প তাঁর মনে ধরেছে বলেই এই ছবির জন্য টাকা ঢালতে রাজি হয়েছেন বলে জানিয়েছেন তিনি । তাঁর কথায়, "ক্লাউন এমন একটা স্টোরি, যে স্টোরির উপর নির্ভর করে বাংলায় আগে ছবি হয়েছে বলে আমার জানা নেই । এমন একটি গল্প দর্শককে উপহার দেব বলেই আমি প্রযোজনা করলাম । এখানে ইন্সপেক্টর বিধান সেনের চরিত্রে আমি অভিনয় করব । মূলত এটা একটা ক্রাইম থ্রিলার । আগামী বছরেই মুক্তির সম্ভাবনা ।"
'সিনারিও ফিল্মস' প্রযোজিত এই ছবির সঙ্গীত পরিচালক রণদীপ রায় । গান গেয়েছেন রায়ান রায় । ওম সাহানি, দেবলীনা কুমার ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ড. বি ডি মুখোপাধ্যায়, বুলবুলি চৌবে পাঁজা ও ড. ইন্দ্রনীল চৌধুরী । আরও বেশ কয়েকদিনের শুটিং বাকি আছে বলে জানিয়েছেন পরিচালক ।
আরও পড়ুন: Koneenica Banerjee: সর্বজয়াকে টেক্কা দেবে সহচরী ? আশায় দেবশ্রীভক্ত কণীনিকা