ETV Bharat / sitara

জল্পনার অবসান, নুসরতকে ডিভোর্সের নোটিশ পাঠালেন নিখিল! - বিবাহবিচ্ছেদ

গুঞ্জন চলছিল বেশকিছুদিন ধরেই । এ বার জল্পনার অবসান হল । বিশেষ সূত্রে খবর মিলেছে যে, অভিনেত্রী-সাংসদ নুসরত জাহানকে বিবাহবিচ্ছেদের নোটিশ পাঠিয়েছেন তাঁরা স্বামী নিখিল জৈন ।

Nikhil Jain sent divorce notice to Nusrat Jahan
নুসরতকে ডিভোর্সের নোটিশ নিখিল জৈনের
author img

By

Published : Feb 23, 2021, 10:42 AM IST

কলকাতা, 23 ফেব্রুয়ারি: জল্পনার অবসান! ভাঙার পথে অভিনেত্রী নুসরত জাহান ও নিখিল জৈনের বিয়ে । তৃণমূল সাংসদকে ডিভোর্সের নোটিশ পাঠিয়েছেন তাঁর স্বামী নিখিল। বিশেষ সূত্রে এই খবর মিলেছে ।

নিখিল ও নুসরতের সম্পর্কে চিড় ধরার খবর উড়ে বেড়াচ্ছিল মাস দুয়েক ধরেই । নিজেরা এ বিষয়ে কখনও মুখ না-খুললেও পেজ থ্রি-র পাতায় নিয়মিত উঠে এসেছে তারকা দম্পতির দাম্পত্য জীবনে সমস্যার খবর। গুঞ্জন শুরু হয় নুসরতের জীবনে অভিনেতা যশ দাশগুপ্তের অনুপ্রবেশ নিয়ে । রাজস্থানে যশের সঙ্গে দেখা গিয়েছে অভিনেত্রী-সাংসদকে। তিনি যখন আজমেঢ় শরিফে গিয়েছেন, সেখানেও তাঁর পাশে দেখা যায় সতীর্থ অভিনেতা যশ দাশগুপ্তকে। সেই ছবি নুসরতের ফ্যানপেজে পোস্ট হতেই কানাঘুষো শুরু হয়ে যায় । 'ডিকশনারি'-র প্রিমিয়ারে নিখিলের বদলে রিউমর্ড বয়ফ্রেন্ড যশের সঙ্গেই দেখা গিয়েছে অভিনেত্রীকে ।

জল্পনা আরও বাড়ে নুসরত ও নিখিলের ছাদ আলাদা হওয়ায় । তাঁরা একে অপরের সোশ্যাল মিডিয়া আনফলোও করেন । এ বছর প্রেমদিবসে ইঙ্গিতবাহী একটি পোস্ট করেন নিখিল । পাহাড়ের কোলে বসা অবস্থায় নিজের একটি ছবি শেয়ার করেন নিখিল । উদাসীন দৃষ্টি ঢেকে রয়েছে সানগ্লাসে । তবে নজর কাড়ে তাঁর লেখা ক্যাপশনটি । নিখিল লেখেন, "তুমি আমায় যা প্রমিস করেছিলে, আমি সত্যি বলে ধরে নিয়েছিলাম । আজ তো একজন অন্য মানুষ হয়ে গেছে । যা-ই হোক..আমি সেই একই আছি ।"

আরও পড়ুন: "তুমিই বদলে গেলে, আমি একই আছি"

2019 সালে নুসরত-নিখিলের বিয়ে ছিল রূপকথার উপাখ্য়ান । 13 জুন কলকাতায় গায়ে হলুদের পর্ব মিটিয়ে 15 জুন নিখিল ও অন্যান্য প্রিয়জনদের সঙ্গে নিয়ে তুরস্কের উদ্দেশে পাড়ি দেন বসিরহাটের সাংসদ । বিয়ের পর সেখানে সেরে পরের মাসে, অর্থাৎ জুলাইয়ের 4 তারিখ কলকাতার ITC রয়াল বেঙ্গল হোটেলে ধুমধাম করে পালিত হয় ওয়েডিং রিসেপশন । সেই সম্পর্ক বেশিদিন আর হয়তো স্থায়ী হচ্ছে না । আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, নুসরতকে বিবাহবিচ্ছেদের নোটিশ পাঠিয়েছেন নিখিল। তাঁর কাছ থেকে নুসরত খোরপোষ দাবি করতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে । তবে এ ব্যাপারে কোনও প্রতিক্রিয়া জানাননি দু পক্ষই ।

কলকাতা, 23 ফেব্রুয়ারি: জল্পনার অবসান! ভাঙার পথে অভিনেত্রী নুসরত জাহান ও নিখিল জৈনের বিয়ে । তৃণমূল সাংসদকে ডিভোর্সের নোটিশ পাঠিয়েছেন তাঁর স্বামী নিখিল। বিশেষ সূত্রে এই খবর মিলেছে ।

নিখিল ও নুসরতের সম্পর্কে চিড় ধরার খবর উড়ে বেড়াচ্ছিল মাস দুয়েক ধরেই । নিজেরা এ বিষয়ে কখনও মুখ না-খুললেও পেজ থ্রি-র পাতায় নিয়মিত উঠে এসেছে তারকা দম্পতির দাম্পত্য জীবনে সমস্যার খবর। গুঞ্জন শুরু হয় নুসরতের জীবনে অভিনেতা যশ দাশগুপ্তের অনুপ্রবেশ নিয়ে । রাজস্থানে যশের সঙ্গে দেখা গিয়েছে অভিনেত্রী-সাংসদকে। তিনি যখন আজমেঢ় শরিফে গিয়েছেন, সেখানেও তাঁর পাশে দেখা যায় সতীর্থ অভিনেতা যশ দাশগুপ্তকে। সেই ছবি নুসরতের ফ্যানপেজে পোস্ট হতেই কানাঘুষো শুরু হয়ে যায় । 'ডিকশনারি'-র প্রিমিয়ারে নিখিলের বদলে রিউমর্ড বয়ফ্রেন্ড যশের সঙ্গেই দেখা গিয়েছে অভিনেত্রীকে ।

জল্পনা আরও বাড়ে নুসরত ও নিখিলের ছাদ আলাদা হওয়ায় । তাঁরা একে অপরের সোশ্যাল মিডিয়া আনফলোও করেন । এ বছর প্রেমদিবসে ইঙ্গিতবাহী একটি পোস্ট করেন নিখিল । পাহাড়ের কোলে বসা অবস্থায় নিজের একটি ছবি শেয়ার করেন নিখিল । উদাসীন দৃষ্টি ঢেকে রয়েছে সানগ্লাসে । তবে নজর কাড়ে তাঁর লেখা ক্যাপশনটি । নিখিল লেখেন, "তুমি আমায় যা প্রমিস করেছিলে, আমি সত্যি বলে ধরে নিয়েছিলাম । আজ তো একজন অন্য মানুষ হয়ে গেছে । যা-ই হোক..আমি সেই একই আছি ।"

আরও পড়ুন: "তুমিই বদলে গেলে, আমি একই আছি"

2019 সালে নুসরত-নিখিলের বিয়ে ছিল রূপকথার উপাখ্য়ান । 13 জুন কলকাতায় গায়ে হলুদের পর্ব মিটিয়ে 15 জুন নিখিল ও অন্যান্য প্রিয়জনদের সঙ্গে নিয়ে তুরস্কের উদ্দেশে পাড়ি দেন বসিরহাটের সাংসদ । বিয়ের পর সেখানে সেরে পরের মাসে, অর্থাৎ জুলাইয়ের 4 তারিখ কলকাতার ITC রয়াল বেঙ্গল হোটেলে ধুমধাম করে পালিত হয় ওয়েডিং রিসেপশন । সেই সম্পর্ক বেশিদিন আর হয়তো স্থায়ী হচ্ছে না । আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, নুসরতকে বিবাহবিচ্ছেদের নোটিশ পাঠিয়েছেন নিখিল। তাঁর কাছ থেকে নুসরত খোরপোষ দাবি করতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে । তবে এ ব্যাপারে কোনও প্রতিক্রিয়া জানাননি দু পক্ষই ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.