ETV Bharat / sitara

Nexflix on Russia Invasion : ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রভাব বিনোদন জগতে, রাশিয়ান কন্টেন্ট বয়কট করল নেটফ্লিক্স - nexflix Pauses their Russian projects

ইউক্রেনে রুশ হামলার প্রতিবাদের এবার সরব হল নেটফ্লিক্স ৷ আগামি দিনে আর কোনও রাশিয়ান কন্টেন্ট স্ট্রিমিং করবে না তারা (Nexflix Pauses their Russian projects) ৷

Nexflix on  Russian War
রাশিয়ার ইউক্রেন আক্রমণের প্রতিবাদে রাশিয়ান কন্টেন্ট বয়কটের সিদ্ধান্ত নিল নেটফ্লিক্স
author img

By

Published : Mar 3, 2022, 10:36 AM IST

ওয়াশিংটন, 3 মার্চ : এখন থেকে আর কোনও রাশিয়ান কন্টেন্ট স্ট্রিমিং করবে না ওটিটি মঞ্চ নেটফ্লিক্স ৷ রাশিয়ার ইউক্রেন আক্রমণের বিরুদ্ধে এভাবেই প্রতিবাদ জানাল স্ট্রিমিং সংস্থাটি ৷ ইউক্রেনে রুশ হামলার প্রতিবাদ করে সংস্থার তরফে জানানো হয়েছে, আগামীর সমস্ত রাশিয়ান প্রোজেক্ট স্থগিত রাখতে চলেছে তারা (Nexflix Pauses their Russian projects) ৷

প্রেসিডেন্ট পুতিনের আগ্রাসী আক্রমণের জেরে এই মুহূর্তে রীতিমত বেহাল দশা ইউক্রেনের ৷ ইতিমধ্য়েই একদিকে যেমন ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে জার্মানির মত দেশগুলি তেমন পাশে দাঁড়িয়েছে বিশ্বব্যাংকও ৷ এবার প্রতিবাদে সরব হল বিনোদন দুনিয়াও ৷ আগামি দিনে নেটফ্লিক্সের চারটি প্রোজেক্ট করার কথা ছিল রাশিয়ায় ৷ তবে ইউক্রেনের উপর রাশিয়ার হামলার পর পুতিনের দেশের কনটেন্ট স্ট্রিমিং না করার সিদ্ধান্ত নিয়েছে নেটফ্লিক্স ৷

রাশিয়ায় আপাতত নেটফ্লিক্সের প্রায় এক মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে ৷ অর্থাৎ দেশ জুড়ে এই স্ট্রিমিং প্ল্যাটফর্মটির যথেষ্ট চাহিদা রয়েছে ৷ শুধু নেটফ্লিক্স নয়, ডিজনি এবং ওয়ার্নার ব্রাদার্সও রাশিয়ার তাদের ছবি মুক্তি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ৷

পুতিনের একগুঁয়েমির খেসারত দিচ্ছে সেদেশের ক্রীড়াবিদরাও ৷ বিশ্বকাপে খেলতে পারবে না রাশিয়ার জাতীয় দল ৷ তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে ফিফা, উয়েফার মত সংস্থাগুলি ৷ একই পথে হেঁটে রাশিয়ান অ্যাথলিটদের বহিষ্কার করেছে বিশ্ব অ্যাথলিট সংস্থাও ৷ এবার প্রভাব পড়তে চলেছে বিনোদনের দুনিয়াতেও ৷

আরও পড়ুন : রুশ আগ্রাসন ঠেকাতে হাতে বন্দুক তুলে নিলেন ইউক্রেনীয় সুন্দরী

ওয়াশিংটন, 3 মার্চ : এখন থেকে আর কোনও রাশিয়ান কন্টেন্ট স্ট্রিমিং করবে না ওটিটি মঞ্চ নেটফ্লিক্স ৷ রাশিয়ার ইউক্রেন আক্রমণের বিরুদ্ধে এভাবেই প্রতিবাদ জানাল স্ট্রিমিং সংস্থাটি ৷ ইউক্রেনে রুশ হামলার প্রতিবাদ করে সংস্থার তরফে জানানো হয়েছে, আগামীর সমস্ত রাশিয়ান প্রোজেক্ট স্থগিত রাখতে চলেছে তারা (Nexflix Pauses their Russian projects) ৷

প্রেসিডেন্ট পুতিনের আগ্রাসী আক্রমণের জেরে এই মুহূর্তে রীতিমত বেহাল দশা ইউক্রেনের ৷ ইতিমধ্য়েই একদিকে যেমন ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে জার্মানির মত দেশগুলি তেমন পাশে দাঁড়িয়েছে বিশ্বব্যাংকও ৷ এবার প্রতিবাদে সরব হল বিনোদন দুনিয়াও ৷ আগামি দিনে নেটফ্লিক্সের চারটি প্রোজেক্ট করার কথা ছিল রাশিয়ায় ৷ তবে ইউক্রেনের উপর রাশিয়ার হামলার পর পুতিনের দেশের কনটেন্ট স্ট্রিমিং না করার সিদ্ধান্ত নিয়েছে নেটফ্লিক্স ৷

রাশিয়ায় আপাতত নেটফ্লিক্সের প্রায় এক মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে ৷ অর্থাৎ দেশ জুড়ে এই স্ট্রিমিং প্ল্যাটফর্মটির যথেষ্ট চাহিদা রয়েছে ৷ শুধু নেটফ্লিক্স নয়, ডিজনি এবং ওয়ার্নার ব্রাদার্সও রাশিয়ার তাদের ছবি মুক্তি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ৷

পুতিনের একগুঁয়েমির খেসারত দিচ্ছে সেদেশের ক্রীড়াবিদরাও ৷ বিশ্বকাপে খেলতে পারবে না রাশিয়ার জাতীয় দল ৷ তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে ফিফা, উয়েফার মত সংস্থাগুলি ৷ একই পথে হেঁটে রাশিয়ান অ্যাথলিটদের বহিষ্কার করেছে বিশ্ব অ্যাথলিট সংস্থাও ৷ এবার প্রভাব পড়তে চলেছে বিনোদনের দুনিয়াতেও ৷

আরও পড়ুন : রুশ আগ্রাসন ঠেকাতে হাতে বন্দুক তুলে নিলেন ইউক্রেনীয় সুন্দরী

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.