মুম্বই, 24 অক্টোবর : 45 বছরে পড়লেন বলিউডের অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত (Mallika Sherawat)৷ জন্মদিনে নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় উত্তাপ ছড়ালেন তিনি ৷ এই বয়সেও তিনি কতটা ফিট ও আকর্ষণীয় (Fit And Fabulous), তা বোঝাতে নিজের বিকিনি পরা কয়েকটি ছবি পোস্ট করেছেন মল্লিকা ৷ সেই ছবি দেখে আগুন ও ভালবাসার ইমোজিতে বানভাসি হয়েছে কমেন্ট বক্স ৷
নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে তিনটি ছবি পোস্ট করেছেন মল্লিকা শেরাওয়াত ৷ সেখানে তাঁকে হলুদ বিকিনি পরে দেখা গিয়েছে ৷ একটি পুলের পাশে কোনওটায় দাঁড়িয়ে, কোনওটায় শুয়ে উত্তেজক ভঙ্গিমায় পোজ দিয়েছেন তিনি ৷ ক্যাপশনে লিখেছেন, "বার্থ ডে গার্ল ৷ ফিট ও অসাধারণ ৷" এই ছবি দেখে কমেন্ট বক্সে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ভক্তরা ৷ অনেকেই আগুনের ইমোজি দিয়েছেন ৷ জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছা ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
বর্তমানে লস অ্যাঞ্জেলেসে থাকেন মল্লিকা ৷ বিভিন্ন সময়েই সোশ্যাল মিডিয়ায় নিজের আপডেট দিয়ে থাকেন ৷ শাড়ি পরে দেশি গার্লের লুকে ছবিও পোস্ট করেন ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন: Aryan Khan: আরিয়ানের মুক্তির জন্য ₹25 কোটি দাবি ! ঘুষ নিয়েছেন ওয়াংখেড়েও ?
তাঁর সহ-অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে তাঁর পুরনো ছবিও ভক্তদের জন্য পোস্ট করেছেন তিনি ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
2002 সালে জিনা সির্ফ মেরে লিয়ে দিয়ে বলিউডে কেরিয়ার শুরু করেন মল্লিকা শেরাওয়াত ৷ দু‘বছর পর ইমরান হাসমি ও অস্মিত প্যাটেলের সঙ্গে মার্ডার ফিল্মে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেন তিনি ৷ এ ছাড়াও পেয়ার কে সাইড এফেক্টস, ডরনা জরুরি হ্যায় ও ডাবল ধামালেও দর্শকদের মন জয় করে নিয়েছেন মল্লিকা ৷ বু সবকি ফটেগি নামে একটি ওয়েব সিরিজেও দেখা গিয়েছে তাঁকে ৷
আরও পড়ুন: Bangla TV Serial : করুণাময়ী রানি রাসমণি ধারাবাহিকের সেটে ইটিভি ভারত
এ ছাড়াও 2007 সালে হিট হয় তাঁর ফিল্ম ওয়েলকাম ৷ সেই ছবিতে তিনি ছাড়াও ছিলেন অনিল কাপুর, অক্ষয় কুমার ও নানা পাটেকর ৷ আন্তর্জাতিক ক্ষেত্রেও বেশ কয়েকটি ভাল কাজ করেছেন মল্লিকা ৷ জ্যাকি চ্যানের দ্য মিথ, উইলিয়াম ডিয়ারের ফিল্ম পলিটিক্স অফ লাভে অভিনয় করেছেন তিনি ৷ শেষবার তাঁকে দেখা গিয়েছে ওয়েব সিরিজ নাকাবে ৷
আরও পড়ুন: Oscars 2022 : মায়ের কোলে আশ্রয় খোঁজা ছোট্ট ছেলের গল্প, অস্কারমুখী তামিল ছবি ‘কুড়াঙ্গল’