ETV Bharat / sitara

মা হলেন কনীনিকা... - Television Actress

কনীনিকা ব্যানার্জি, টেলিভিশন ও টলিপাড়ার অন্যতম পরিচিত মুখ। আজ মা হলেন।

কনীনিকা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Jun 12, 2019, 4:53 PM IST

কলকাতা : আজ এক ফুটফুটে শিশু কন্যার জন্ম দিলেন জনপ্রিয় অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। কনীনিকা অভিনীত 'মুখার্জিদার বউ' ছবির প্রচারে তাঁর বেবি বাম্প দৃষ্টি এড়ায়নি কারোরই। আজ এল খুশির খবর।

কনীনিকার ঘনিষ্ঠ সূত্রে খবর, কনীনিকা এখন সুস্থ আছেন। তাঁর সদ্যোজাত কন্যা সন্তান সুস্থ আছে।

কনীনিকা বন্দ্যোপাধ্যায়
স্বামী সুরজিতের সঙ্গে কনীনিকা
কনীনিকার সঙ্গে সরাসরি যোগাযোগ করা যায়নি। কারণ তিনি এখন হাসপাতালে। ছোট্ট অতিথি আসায় যেমন আনন্দে পরিবার, তেমনই আনন্দে ইন্ডাস্ট্রি।কনীনিকা আর সুরজিতের সদ্যজাত সন্তানের জন্য ETV ভারত সিতারার পক্ষ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা।

কলকাতা : আজ এক ফুটফুটে শিশু কন্যার জন্ম দিলেন জনপ্রিয় অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। কনীনিকা অভিনীত 'মুখার্জিদার বউ' ছবির প্রচারে তাঁর বেবি বাম্প দৃষ্টি এড়ায়নি কারোরই। আজ এল খুশির খবর।

কনীনিকার ঘনিষ্ঠ সূত্রে খবর, কনীনিকা এখন সুস্থ আছেন। তাঁর সদ্যোজাত কন্যা সন্তান সুস্থ আছে।

কনীনিকা বন্দ্যোপাধ্যায়
স্বামী সুরজিতের সঙ্গে কনীনিকা
কনীনিকার সঙ্গে সরাসরি যোগাযোগ করা যায়নি। কারণ তিনি এখন হাসপাতালে। ছোট্ট অতিথি আসায় যেমন আনন্দে পরিবার, তেমনই আনন্দে ইন্ডাস্ট্রি।কনীনিকা আর সুরজিতের সদ্যজাত সন্তানের জন্য ETV ভারত সিতারার পক্ষ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা।
Intro:আজ ফুটফুটে শিশু কন্যার জন্ম দিলেন জনপ্রিয় অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। কনীনিকা অভিনীত মুখার্জিদার বউ ছবির প্রচারে কনীনিকার বেবি বাম্প দৃষ্টি এড়ায়নি কারোরই। আজ এল খুশির খবর।


Body:কনীনিকার ঘনিষ্ঠ সূত্রে খবর, কনীনিকা এখন সুস্থ আছেন। তার সদ্যোজাত কন্যা সন্তান সুস্থ আছে।







Conclusion:যদিও কনীনিকার সঙ্গে সরাসরিভাবে যোগাযোগ করা যায়নি। কেননা, তিনি এখন হাসপাতালে। আজ সকালে এসেছে কনীনিকা ও তাঁর স্বামী সুরজিৎ হরি প্রথম সন্তান। ছোট্ট অতিথি আশায় যেমন আনন্দে পরিবার, তেমনই আনন্দে ইন্ডাস্ট্রি।

কনীনিকা, সুরজিৎ ও তাঁদের সদ্যজাত সন্তানের জন্য ETV ভারতের অনেক অনেক শুভেচ্ছা।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.