ETV Bharat / sitara

এ কোন রূপে অবন্তিকা? - টলিউড

'রসগোল্লা' ছবির ক্ষীরোদামণিকে মনে আছে? অভিনেত্রী অবন্তিকা বিশ্বাস এই চরিত্রে অভিনয় করেছিলেন। এখন কী করছেন তিনি?

অবন্তিকা
author img

By

Published : Jul 4, 2019, 6:38 PM IST

কলকাতা : অবন্তিকা এখন ব্যস্ত একটি মিউজ়িক ভিডিয়োর কাজে। আর সেই জন্যই এই বিশেষ প্রস্থেটিক মেকআপ নিতে হয়েছে তাঁকে। সেই কাজের ডিটেল ETV ভারত সিতারার সঙ্গে শেয়ার করেলন অবন্তিকা।

অবন্তিকা জানালেন, "এই প্রথম প্রস্থেটিক মেকআপ নিয়ে আমি খুব এক্সাইটেড। প্রস্থেটিক মেকআপের সাহায্যে আমি ন্যাড়া হয়েছি। জানি না দর্শকের কেমন লাগবে।"

অবন্তিকা আরও বললেন, "এই মিউজ়িক ভিডিয়োতে আমার একটি ছোট্ট বন্ধু কাজ করেছে। অঙ্কন। ও 'রসগোল্লা' ছবিতেও কাজ করেছিল আমার ছেলের চরিত্রে। মানে, নবীন চন্দ্র দাসের ছেলে কেশবচন্দ্র দাসের চরিত্রে। বলা যেতে পারে, আমি আর আমার ছেলে আবার একসঙ্গে কাজ করছি।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
মিউজ়িক ভিডিয়োটি একটি নতুন প্রযোজনা সংস্থার। অবন্তিকা এইটুকু জানিয়েছেন যে, এখানে তাঁকে দেখা যাবে একজন ক্যানসার পেশেন্টের ভূমিকায়। সেই জন্যই তাঁর ন্যাড়া হওয়ার মেকআপ। আর বাকিটা ক্রমশ প্রকাশ্য।

কলকাতা : অবন্তিকা এখন ব্যস্ত একটি মিউজ়িক ভিডিয়োর কাজে। আর সেই জন্যই এই বিশেষ প্রস্থেটিক মেকআপ নিতে হয়েছে তাঁকে। সেই কাজের ডিটেল ETV ভারত সিতারার সঙ্গে শেয়ার করেলন অবন্তিকা।

অবন্তিকা জানালেন, "এই প্রথম প্রস্থেটিক মেকআপ নিয়ে আমি খুব এক্সাইটেড। প্রস্থেটিক মেকআপের সাহায্যে আমি ন্যাড়া হয়েছি। জানি না দর্শকের কেমন লাগবে।"

অবন্তিকা আরও বললেন, "এই মিউজ়িক ভিডিয়োতে আমার একটি ছোট্ট বন্ধু কাজ করেছে। অঙ্কন। ও 'রসগোল্লা' ছবিতেও কাজ করেছিল আমার ছেলের চরিত্রে। মানে, নবীন চন্দ্র দাসের ছেলে কেশবচন্দ্র দাসের চরিত্রে। বলা যেতে পারে, আমি আর আমার ছেলে আবার একসঙ্গে কাজ করছি।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
মিউজ়িক ভিডিয়োটি একটি নতুন প্রযোজনা সংস্থার। অবন্তিকা এইটুকু জানিয়েছেন যে, এখানে তাঁকে দেখা যাবে একজন ক্যানসার পেশেন্টের ভূমিকায়। সেই জন্যই তাঁর ন্যাড়া হওয়ার মেকআপ। আর বাকিটা ক্রমশ প্রকাশ্য।
Intro:সম্প্রতি জানা গেল, পরিচালক কৌশিক গাঙ্গুলী তাঁর একমাত্র ছেলে উজান গাঙ্গুলীর সঙ্গে একই ছবিতে কাজ করবেন। অর্থাৎ, বাবার পরিচালনায় ছেলের অভিনয়। ছবির নাম 'লক্ষ্মীছেলে'। প্রযোজনায় নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা উইন্ডোজ। উজানের প্রথম ছবি ছিল এই প্রযোজনা সংস্থারই প্রযোজিত পাভেল পরিচালিত 'রসগোল্লা'। ছবিটি দারুণ সাড়া ফেলেছিল দর্শক মনে। আর সেই ছবিতে সুজানের বিপরীতে অভিনয় করেছিলেন অবন্তিকা বিশ্বাস। উজান লক্ষ্মীছেলেতে কাজ করছেন, আর অবন্তিকা? তিনি এখন ব্যস্ত অন্য একটি কাজে। কী সেই কাজ জানালেন অবন্তিকা। ছবি আর ভিডিও শেয়ার করলেন ETV ভারত সিতারার সঙ্গে।


Body:একটি মিউজিক ভিডিওর জন্য অবন্তিকা প্রস্থেটিক মেকাপ নিয়েছেন। অবন্তিকা জানালেন, "এই প্রথম প্রস্থেটিক মেকআপ নিয়ে আমি খুব এক্সাইটেড। প্রস্থেটিক মেকআপের সাহায্যে আমি ন্যাড়া হয়েছি। জানি না দর্শকের কেমন লাগবে।"

অবন্তিকা আরও বললেন, "এই মিউজিক ভিডিওতে আমার একটি ছোট্ট বন্ধু কাজ করেছে। অঙ্কন। ও আমার সঙ্গে রসগোল্লা ছবিতেও কাজ করেছিল আমার ছেলের চরিত্রে। মানে, নবীন চন্দ্র দাসের ছেলে কেশবচন্দ্র দাসের চরিত্রে। বলা যেতে পারে, আমি আর আমার ছেলে আবার একসঙ্গে কাজ করছি।"




Conclusion:মিউজিক ভিডিওটি একটি নতুন প্রযোজনা সংস্থার। অবন্তিকা এইটুকু জানিয়েছেন, যে সেই মিউজিক ভিডিওতে তাঁকে দেখা যাবে একজন ক্যান্সার পেশেন্টের ভূমিকায়। সেই জন্যই তাঁর ন্যাড়া হওয়ার মেকআপ। বাকিটা ক্রমশ প্রকাশ্য।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.