কলকাতা, 25 ফেব্রুয়ারি : 28 ফেব্রুয়ারি থেকে টেলিভিশনের পর্দায় আসতে চলেছে নতুন ধারাবাহিক 'গুড্ডি' ৷ গুড্ডির চরিত্রে অভিনয় করছেন শ্যামৌপ্তি মুদলি । এই প্রথমবার লীনা গঙ্গোপাধ্যায়ের কাহিনিতে অভিনয় করবেন তিনি । শ্যামৌপ্তি অবশ্য় বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ । এই ধারাবাহিকের শ্য়ুটিং করতে দার্জিলিঙের আনাচে-কানাচে পাড়ি দিয়েছিল দল এবং পাহাড়ের কোলে নানা দৃশ্য শ্যুটিংয়ের দৌলতে প্রচুর ছুটতে হয়েছে শ্যামৌপ্তিকে । পাহড়ের কনকনে ঠাণ্ডায় সবাই যখন থরথর করে কাঁপছে শ্যামৌপ্তি তখন কোনও সোয়েটার মাফলার ছাড়াই ছুটছেন ৷ আসলে এই ধারাবাহিকের গানের জন্য শ্য়ুটিং হয়েছে পাহাড়ে । সাধারণত সিনেমাতে আমরা গানের জন্য নানা লোকেশনে গিয়ে গান শুট করতে দেখি । এই ঘটনা এবার ঘটল বাংলা ধারাবাহিকে ।
ধারাবাহিকের সম্প্রচার শুরু হলে দেখা যাবে প্রথম পাঁচ মিনিট কোনও কথা থাকবে না । থাকবে গান । এরকমই খবর সাংবাদিকদের দিলেন পরিচালক শৈবাল বন্দ্যোপাধ্যায় । দার্জিলিঙের নানা লোকেশনে গিয়ে শ্যুটিং হয়েছে । গুড্ডি পাহাড়ের মেয়ে । মা নেই তার । বাবাই সব তার কাছে । তার আছে এক দিদিয়া । দিদিয়াকে সে খুব ভালোবাসে । দিদিয়াও গুড্ডিকে স্নেহ করে খুব । গুড্ডি পুলিশ অফিসার হতে চায় । ইন্সপেক্টর অনুজ চট্টোপাধ্যায় তার আদর্শ । গুড্ডির দিদিয়া শিরিনের সঙ্গে অনুজের বিয়ে হওয়ার কথা । আশীর্বাদের দিন এমন এক পরিস্থিতির সৃষ্টি হয় যে গুড্ডিকে বাঁচাতে অনুজকে হাতে তুলে নিতে হয় সিঁদুর । কিন্তু সিঁদুর কি শেষ অবধি সে পরায় নাকি ঘটে অন্য ঘটনা ?
তা জানার জন্য অপেক্ষাই কাম্য । শ্যামৌপ্তির স্পিরিটকে স্যালুট জানিয়েছেন লীনা গঙ্গোপাধ্যায় ( leena gangopadhyay share their thoughts on guddi) । তিনি বলেন, "অবাক হয়ে গেছি মেয়েটাকে দেখে । কতবার যে হোঁচট খেয়ে পড়ে গিয়েছে, তাও থামেনি । ছুটে গেছে পাহাড়ের চড়াই-উতরাইয়ে ।"
![leena gangopadhyay on Guddi](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/leenagangopadhyaywithhergoodiesrushedtothehillsofdarjeelingwithoutanywinterclothes_25022022084953_2502f_1645759193_1106.jpeg)
শ্যামৌপ্তি বলেন, "এত ভাল টিম পেলে সব করা যায় । আমরা তো তবু ব্রেক পেতাম । টেকনিশিয়ান দাদারা সেটাও পেতেন না ।"গল্পের শিরিন অর্থাৎ মধুরিমা বসাক জানান, "এমনও সময় গেছে যখন দুটো বিস্কুট খেয়েও টেকনিশিয়ান দাদারা কাজ করেছেন । কারণ আকাশ পরিষ্কার থাকতে থাকতে শট নিতে হয়েছে । কখন যে আবার চারিদিক কুয়াশায় ঢেকে যায় কিংবা বরফ পড়তে শুরু করে সেই ভেবে । এই জার্নিতে একটা বড় পাওনা হল, ওখানকার অনেক লোক আমাদের চিনতে পেরে বলেছেন যে তাঁরা আমাদের টিভিতে দেখেন । এরকমটা শুনলে সব কষ্ট নিমেষে উধাও হয়ে যায় ।
অনুজ অর্থাৎ রণজয়ের কথায়, "কী প্রচণ্ড ঠাণ্ডায় যে তখন শুটিং করেছি তা আর বলার নয় । বরফ পড়ছে তার মধ্যেই হেঁটে হেঁটে আরও খানিকটা উপরে মহাকাল মন্দিরে উঠে শুট করেছি । টেকনিশিয়ান দাদারা শুটিংয়ের জিনিসপত্র হাতে নিয়ে উঠেছে উঁচুতে । এমনও হয়েছে কুয়াশার কারণে গোটা দিনটা শুটিং বন্ধ রাখতে হয়েছে । এটা যে একটা প্রোডাকশন হাউজের কাছে কতটা ক্ষতির তা বলার নয় । একটা দুটো টাকা তো নয় । লাখ লাখ টাকা জড়িয়ে আছে তার সঙ্গে ।"
আরও পড়ুন : 'চাকদা এক্সপ্রেস'-এর অনুশীলন শুরু করে দিলেন অনুষ্কা, প্রশংসা ঝুলনের
এই ধারাবাহিকের শুটিং হওয়ার কথা ছিল কাশ্মীরে । কিন্তু পরিস্থিতি অনুকূল না থাকায় তা বাতিল করতে হয় । আগামীতেও পাহাড়ের কোলে শুটিং করার প্ল্যান আছে । তবে, তা দার্জিলিঙেই হবে নাকি অন্য কোনওখানে তা এখনও স্থির হয়নি বলে জানিয়েছেন শৈবাল বন্দ্যোপাধ্যায় । রণজয়, মধুরিমা, শ্যামৌপ্তি ছাড়াও এখানে অভিনয় করেছেন সোহিনী সেনগুপ্ত, চন্দন সেন, সুদীপ মুখোপাধ্যায়, মালবিকা সেন, অম্বরীশ ভট্টাচার্য-সহ আরও অনেকে। এই ধারাবাহিকেও 'খড়কুটো'র মতো নায়কের ছোটকার ভূমিকাতে অম্বরীশ । এখানে তাঁকে নাকি রোম্যান্টিক সিনে পাবে দর্শক, জানালেন লীনা গঙ্গোপাধ্যায় । তবে, তাঁর বিপরীতে কাকে দেখা যাবে তা স্থির হয়নি এখনও।