ETV Bharat / sitara

শুক্রবার থেকে বন্ধ হচ্ছে কলকাতার সিঙ্গেল স্ক্রিনগুলি - মেনোকা

অতিমারির কারণে বিগত বছর থেকেই মার খাচ্ছিল সিনেমা হলগুলি । এরমধ্যে ওটিটি প্ল্যাটফর্মগুলির জনপ্রিয়তা আরও বেশি সংকটের মুখে ফেলেছিল সিনেমা হলগুলিকে । তবে করোনা আতঙ্ক কাটিয়ে ছন্দে ফিরছিল সিনেমা । ‌‌এরমধ্যে অতিমারির এই দ্বিতীয় ঢেউয়ের দাপটে ফের বন্ধ হতে চলেছে সিনেমা হল গুলি ।

বন্ধ হচ্ছে কলকাতার সিঙ্গেল স্ক্রীন গুলি
বন্ধ হচ্ছে কলকাতার সিঙ্গেল স্ক্রীন গুলি
author img

By

Published : Apr 20, 2021, 11:17 PM IST

কলকাতা, 20 এপ্রিল : মুম্বাই দিল্লি ছেড়ে কোভিডের বাড়বাড়ন্ত এবার কলকাতায়। একে একে সংক্রমিত হচ্ছে টলি তারকারা। জিৎ, শুভশ্রী, ঋতব্রত সংখ্যা দিন দিন বাড়ছে। কলকাতায় কোভিড পরিস্থিতি দিন দিন শঙ্কা জাগাচ্ছে। উদ্বগে বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। আসন্ন কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে সামনের শুক্রবার থেকে বন্ধ হচ্ছে কলকাতার সিঙ্গেল স্ক্রীন থিয়েটার গুলি যাদের মধ্যে রয়েছেন প্রিয়া, নবীনা, মেনকা ও বসুশ্রী ৷

অতিমারীর কারণে বিগত বছর থেকেই মার খাচ্ছিল সিনেমা হলগুলি । এরমধ্যে ওটিটি প্ল্যাটফর্মগুলির জনপ্রিয়তা আরও বেশি সংকটের মুখে ফেলেছিল সিনেমা হলগুলিকে । তবে করোনা আতঙ্ক কাটিয়ে ছন্দে ফিরছিল সিনেমা । ‌‌এরমধ্যে অতিমারির এই দ্বিতীয় ঢেউয়ের দাপটে ফের বন্ধ হতে চলেছে সিনেমা হলগুলি ।

নিউ নরমালে ধীরে ধীরে দর্শক সিনেমা হলমুখী হচ্ছিলেন ৷ কিন্তু কোভিডের বর্তমান পরিস্থিতি কথা মাথায় রেখে ও দর্শকদের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন হল মালিকরা । কোনও সরকারি নির্দেশিকা এখনও পর্যন্ত না আসলেও কোনও রকমের ঝুঁকি নিতে চাইছেন না হল মালিকরা । যার ফলে আগামী শুক্রবার থেকে বন্ধ হতে চলেছে প্রিয়া ,নবীনা, মেনকা, বসুশ্রী, পিভিআর এর মত প্রেক্ষাগৃহগুলি ‌‌। তবে এখনই বন্ধ হচ্ছেনা আইনক্স ।

রাজ্য সরকারের ওপর ক্ষোভ উগরে দিলেন প্রিয়া সিনেমা হলের মালিক অরিজিৎ দত্ত ৷ তিনি জানিয়েছেন, এই অতিমারির পরিস্থিতিতেও সরকারের কাছ থেকে কোনও রকমের সাহায্য পায়ননি তাঁরা ৷ কোনও রকমের করও মকুব করা হয়নি । এত তারকারা সিনেমা থেকে গেছেন রাজনীতির ময়দানে তবে সিনেমার জন্য সাহায্যের হাত বাড়াননি এই সমস্ত তারকারাও এমনটাই জানালেন অরিজিৎ দত্ত ।

করোনা পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হতে চলেছে কলকাতার সিনেমা হল গুলি

নবীনা সিনেমা হলের মালিক নবীন চোখানি জানান, সিনেমা ভাল ভাবে চললে কোনরকম সরকারি সাহায্যের প্রয়োজন পড়ে না তবে সরকার যথেষ্ট করেছেন ৷

মেনকা সিনেমা হলের মালিক প্রণবকুমার রায় বাবু জানান, আগামী সরকারি নির্দেশিকা না পাওয়া অবধি তারা হল খুলবেন না কারণ কর্মচারী ও দর্শকদের স্বাস্থ্য সবার আগে । কোনরকম কর্মী ছাঁটাইয়ের দিকে হাঁটতে চান না নবীনা সিনেমা হলে মালিকরা । প্রিয়া সিনেমা হল এর মালিক জানান পরিস্থিতির দিকে তাকে হয়তো কর্মী ছাঁটাইয়ের কথা ভাবতে হতে পারে । সব মিলিয়ে বাংলা সিনেমার ভবিষ্যৎ এখন অনিশ্চিত।

আরও পড়ুন :করোনায় আক্রান্ত শুভশ্রী, ছেলে ইউভান কেমন আছে ?

কলকাতা, 20 এপ্রিল : মুম্বাই দিল্লি ছেড়ে কোভিডের বাড়বাড়ন্ত এবার কলকাতায়। একে একে সংক্রমিত হচ্ছে টলি তারকারা। জিৎ, শুভশ্রী, ঋতব্রত সংখ্যা দিন দিন বাড়ছে। কলকাতায় কোভিড পরিস্থিতি দিন দিন শঙ্কা জাগাচ্ছে। উদ্বগে বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। আসন্ন কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে সামনের শুক্রবার থেকে বন্ধ হচ্ছে কলকাতার সিঙ্গেল স্ক্রীন থিয়েটার গুলি যাদের মধ্যে রয়েছেন প্রিয়া, নবীনা, মেনকা ও বসুশ্রী ৷

অতিমারীর কারণে বিগত বছর থেকেই মার খাচ্ছিল সিনেমা হলগুলি । এরমধ্যে ওটিটি প্ল্যাটফর্মগুলির জনপ্রিয়তা আরও বেশি সংকটের মুখে ফেলেছিল সিনেমা হলগুলিকে । তবে করোনা আতঙ্ক কাটিয়ে ছন্দে ফিরছিল সিনেমা । ‌‌এরমধ্যে অতিমারির এই দ্বিতীয় ঢেউয়ের দাপটে ফের বন্ধ হতে চলেছে সিনেমা হলগুলি ।

নিউ নরমালে ধীরে ধীরে দর্শক সিনেমা হলমুখী হচ্ছিলেন ৷ কিন্তু কোভিডের বর্তমান পরিস্থিতি কথা মাথায় রেখে ও দর্শকদের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন হল মালিকরা । কোনও সরকারি নির্দেশিকা এখনও পর্যন্ত না আসলেও কোনও রকমের ঝুঁকি নিতে চাইছেন না হল মালিকরা । যার ফলে আগামী শুক্রবার থেকে বন্ধ হতে চলেছে প্রিয়া ,নবীনা, মেনকা, বসুশ্রী, পিভিআর এর মত প্রেক্ষাগৃহগুলি ‌‌। তবে এখনই বন্ধ হচ্ছেনা আইনক্স ।

রাজ্য সরকারের ওপর ক্ষোভ উগরে দিলেন প্রিয়া সিনেমা হলের মালিক অরিজিৎ দত্ত ৷ তিনি জানিয়েছেন, এই অতিমারির পরিস্থিতিতেও সরকারের কাছ থেকে কোনও রকমের সাহায্য পায়ননি তাঁরা ৷ কোনও রকমের করও মকুব করা হয়নি । এত তারকারা সিনেমা থেকে গেছেন রাজনীতির ময়দানে তবে সিনেমার জন্য সাহায্যের হাত বাড়াননি এই সমস্ত তারকারাও এমনটাই জানালেন অরিজিৎ দত্ত ।

করোনা পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হতে চলেছে কলকাতার সিনেমা হল গুলি

নবীনা সিনেমা হলের মালিক নবীন চোখানি জানান, সিনেমা ভাল ভাবে চললে কোনরকম সরকারি সাহায্যের প্রয়োজন পড়ে না তবে সরকার যথেষ্ট করেছেন ৷

মেনকা সিনেমা হলের মালিক প্রণবকুমার রায় বাবু জানান, আগামী সরকারি নির্দেশিকা না পাওয়া অবধি তারা হল খুলবেন না কারণ কর্মচারী ও দর্শকদের স্বাস্থ্য সবার আগে । কোনরকম কর্মী ছাঁটাইয়ের দিকে হাঁটতে চান না নবীনা সিনেমা হলে মালিকরা । প্রিয়া সিনেমা হল এর মালিক জানান পরিস্থিতির দিকে তাকে হয়তো কর্মী ছাঁটাইয়ের কথা ভাবতে হতে পারে । সব মিলিয়ে বাংলা সিনেমার ভবিষ্যৎ এখন অনিশ্চিত।

আরও পড়ুন :করোনায় আক্রান্ত শুভশ্রী, ছেলে ইউভান কেমন আছে ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.