ETV Bharat / sitara

Puneeth Rajkumar: সিদ্ধার্থের পর অকালেই হার্ট অ্যাটাকে মৃত জনপ্রিয় কন্নড় অভিনেতা রাজকুমার - পুনিত রাজকুমারের খবর

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন 46 বছরের জনপ্রিয় কন্নড় অভিনেতা পুনিত রাজকুমার (Puneeth Rajkumar)৷ তাঁর মৃত্যুতে ভক্তদের সামলাতে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছে কর্নাটক সরকার (Karnataka govt)৷

kannada-actor-puneeth-rajkumar-dies-at-46-karnataka-govt-issues-high-alert
সিদ্ধার্থের পর অকালেই হার্ট অ্যাটাকে মৃত আরও এক জনপ্রিয় অভিনেতা
author img

By

Published : Oct 29, 2021, 3:44 PM IST

Updated : Oct 29, 2021, 4:27 PM IST

বেঙ্গালুরু, 29 অক্টোবর: সিদ্ধার্থ শুক্লার পর হার্ট অ্যাটাকে অকালেই চলে গেলেন আরও এক জনপ্রিয় অভিনেতা ৷ প্রয়াত 46 বছরের পাওয়ার স্টার পুনিত রাজকুমার (Puneeth Rajkumar) ৷ আজ সকালে বেঙ্গালুরুর হাসপাতালে তাঁর জীবনাবসান হয়েছে ৷ তাঁর মৃত্যুর পর ভক্তদের সামলাতে জেলা কমিশনার ও পুলিশকে নিরাপত্তা জোরদার করতে নির্দেশ দিয়েছে কর্নাটক সরকার (Karnataka govt)৷

বিক্রম হাসপাতালের ডা. রঙ্গনাথ নায়ক জানিয়েছেন, বেলা 11.30 নাগাদ পুনিত রাজকুমারকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷ বুকে ব্যথা নিয়ে তাঁকে যখন হাসপাতালে ভর্তি করা হয়, তখন তাঁর অবস্থা ছিল সঙ্কটজনক ৷ তাঁকে আইসিইউ-তে ভর্তি করা হয় ৷ জানা গিয়েছে, আজ সকালেই হৃদরোগে আক্রান্ত হন কন্নড় অভিনেতা ৷ তাঁকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গিয়ে সেখানে তাঁর ইসিজি করানো হয় ৷ সেখানেই স্পষ্ট হয় যে, তাঁর হার্ট অ্যাটাক হয়েছে ৷ সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় বিক্রম হাসপাতালে ৷

আরও পড়ুন: Sidharth Shukla's funeral: সিদ্ধার্থকে শেষবিদায় বিধ্বস্ত প্রেমিকা শেহনাজের, ভাইরাল ভিডিয়ো

খবর পেয়ে হাসপাতালে যান কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই ৷ এ ছাড়াও প্রাক্তন কয়েকজন মুখ্যমন্ত্রী ও বেশ কয়েকজন মন্ত্রী যান হাসপাতালে ৷ পুনিতের অসুস্থতার খবর জানাজানি হতেই হাসপাতালের বাইরে ভিড় জমান তাঁর ভক্তরা ৷ কন্নড় অভিনেতা যশ ও অন্যান্য তারকারাও চলে যান হাসপাতালে ৷ এর কিছু সময় পরই কর্নাটকের মুখ্যমন্ত্রী বলেন, "আমি গভীর ভাবে শোকাহত ৷ হার্ট অ্যাটাকে প্রয়াত হয়েছেন কন্নড় সেলিব্রিটি শ্রী পুনিত রাজকুমার ৷ কন্নড়দের প্রিয় অভিনেতা আপ্পুর প্রয়াণে কর্নাটকের বিরাট ক্ষতি হয়ে গেল ৷ ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, তাঁর আত্মা শান্তি পাক এবং তাঁর ভক্তরা এই যন্ত্রণা সহ্য করার শক্তি পান ৷"

আরও পড়ুন: Aryan Khan’s bail: আরিয়ানকে আজই বাড়ি ফেরাতে তৎপরতা শাহরুখের আইনজীবীদের

কন্নড় তারকার অকালপ্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সিনেদুনিয়ায় ৷ চিরঞ্জীবী থেকে শুরু করে মহেশ বাবু, সুধীর বাবু, পূজা হেগড়ে, হংসিকা, অভিষেক বচ্চন, সোনু সুদ-সহ আরও অনেকে টুইটে গভীর শোকপ্রকাশ করেছেন ৷

  • Shocking ,devastating & heartbreaking! #PuneethRajkumar gone too soon. 💔
    Rest in Peace! My deepest sympathies and tearful condolences to the family. A huge loss to the Kannada / Indian film fraternity as a whole.Strength to all to cope with this tragic loss!

    — Chiranjeevi Konidela (@KChiruTweets) October 29, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • Heartbreaking news! Gone too soon. #PuneethRajkumar
    My condolences to his family and his fans. You will be missed.

    — Abhishek Bachchan (@juniorbachchan) October 29, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • OMG!!!!!!!! Nooooooo. This can’t be true! How can this be? My deepest condolences to the family. May your soul rest in eternal peace. Gone too soon 💔 #PuneethRajkumar

    — Lakshmi Manchu (@LakshmiManchu) October 29, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • Cannot believe what I’m hearing 😔 Life is so unpredictable. Such a big loss for Indian Cinema. Sending out loads of love and light to his family and loved ones in these difficult times. R.I.P Puneeth Rajkumar. 💔😞

    — Pooja Hegde (@hegdepooja) October 29, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • I just can’t process this!! Such a passionate ,warm and humble human being !! this is so tragic . Deepest condolence to his family .may his soul rest in peace 💔 #PuneethRajkumar

    — Hansika (@ihansika) October 29, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • Shocked and deeply saddened by the tragic news of Puneeth Rajkumar's demise. One of the most humble people I've met and interacted with. Heartfelt condolences to his family and loved ones 🙏

    — Mahesh Babu (@urstrulyMahesh) October 29, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রবীণ অভিনেতা রাজকুমারের ছেলে পুনিত মানুষের কাছে জনপ্রিয় হন আপ্পু ছবির জন্য ৷ 2002 সালের সেই ছবিতেই প্রথম মুখ্য চরিত্রে অভিনয় করেন তিনি ৷ এ ছাড়াও তাঁর পাওয়ার স্টার তুমুল জনপ্রিয়তা পায় ৷ তাঁর দাদা শিব রাজকুমারও যথেষ্ট জনপ্রিয় অভিনেতা ৷ শিশু শিল্পী হিসেবে ফিল্মে কাজ করা শুরু পুনিতের ৷ 1976 সালে প্রেমাদা কানিকে ও আরাথিতে তাঁর আত্মপ্রকাশ ঘটে মাত্র 6 মাস বয়সে ৷ 2012 সালে টেলিভিশনে তাঁর অভিষেক ঘটে প্রেজেন্টার হিসেবে ৷ স্ত্রী অশ্বিনী রেবন্ত ও দুই সন্তানকে রেখে অকালেই চিরবিশ্রামে চলে গেলেন পুনিত রাজকুমার ৷

আরও পড়ুন: Actor Sidharth Shukla dead : হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লা

বেঙ্গালুরু, 29 অক্টোবর: সিদ্ধার্থ শুক্লার পর হার্ট অ্যাটাকে অকালেই চলে গেলেন আরও এক জনপ্রিয় অভিনেতা ৷ প্রয়াত 46 বছরের পাওয়ার স্টার পুনিত রাজকুমার (Puneeth Rajkumar) ৷ আজ সকালে বেঙ্গালুরুর হাসপাতালে তাঁর জীবনাবসান হয়েছে ৷ তাঁর মৃত্যুর পর ভক্তদের সামলাতে জেলা কমিশনার ও পুলিশকে নিরাপত্তা জোরদার করতে নির্দেশ দিয়েছে কর্নাটক সরকার (Karnataka govt)৷

বিক্রম হাসপাতালের ডা. রঙ্গনাথ নায়ক জানিয়েছেন, বেলা 11.30 নাগাদ পুনিত রাজকুমারকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷ বুকে ব্যথা নিয়ে তাঁকে যখন হাসপাতালে ভর্তি করা হয়, তখন তাঁর অবস্থা ছিল সঙ্কটজনক ৷ তাঁকে আইসিইউ-তে ভর্তি করা হয় ৷ জানা গিয়েছে, আজ সকালেই হৃদরোগে আক্রান্ত হন কন্নড় অভিনেতা ৷ তাঁকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গিয়ে সেখানে তাঁর ইসিজি করানো হয় ৷ সেখানেই স্পষ্ট হয় যে, তাঁর হার্ট অ্যাটাক হয়েছে ৷ সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় বিক্রম হাসপাতালে ৷

আরও পড়ুন: Sidharth Shukla's funeral: সিদ্ধার্থকে শেষবিদায় বিধ্বস্ত প্রেমিকা শেহনাজের, ভাইরাল ভিডিয়ো

খবর পেয়ে হাসপাতালে যান কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই ৷ এ ছাড়াও প্রাক্তন কয়েকজন মুখ্যমন্ত্রী ও বেশ কয়েকজন মন্ত্রী যান হাসপাতালে ৷ পুনিতের অসুস্থতার খবর জানাজানি হতেই হাসপাতালের বাইরে ভিড় জমান তাঁর ভক্তরা ৷ কন্নড় অভিনেতা যশ ও অন্যান্য তারকারাও চলে যান হাসপাতালে ৷ এর কিছু সময় পরই কর্নাটকের মুখ্যমন্ত্রী বলেন, "আমি গভীর ভাবে শোকাহত ৷ হার্ট অ্যাটাকে প্রয়াত হয়েছেন কন্নড় সেলিব্রিটি শ্রী পুনিত রাজকুমার ৷ কন্নড়দের প্রিয় অভিনেতা আপ্পুর প্রয়াণে কর্নাটকের বিরাট ক্ষতি হয়ে গেল ৷ ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, তাঁর আত্মা শান্তি পাক এবং তাঁর ভক্তরা এই যন্ত্রণা সহ্য করার শক্তি পান ৷"

আরও পড়ুন: Aryan Khan’s bail: আরিয়ানকে আজই বাড়ি ফেরাতে তৎপরতা শাহরুখের আইনজীবীদের

কন্নড় তারকার অকালপ্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সিনেদুনিয়ায় ৷ চিরঞ্জীবী থেকে শুরু করে মহেশ বাবু, সুধীর বাবু, পূজা হেগড়ে, হংসিকা, অভিষেক বচ্চন, সোনু সুদ-সহ আরও অনেকে টুইটে গভীর শোকপ্রকাশ করেছেন ৷

  • Shocking ,devastating & heartbreaking! #PuneethRajkumar gone too soon. 💔
    Rest in Peace! My deepest sympathies and tearful condolences to the family. A huge loss to the Kannada / Indian film fraternity as a whole.Strength to all to cope with this tragic loss!

    — Chiranjeevi Konidela (@KChiruTweets) October 29, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • Heartbreaking news! Gone too soon. #PuneethRajkumar
    My condolences to his family and his fans. You will be missed.

    — Abhishek Bachchan (@juniorbachchan) October 29, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • OMG!!!!!!!! Nooooooo. This can’t be true! How can this be? My deepest condolences to the family. May your soul rest in eternal peace. Gone too soon 💔 #PuneethRajkumar

    — Lakshmi Manchu (@LakshmiManchu) October 29, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • Cannot believe what I’m hearing 😔 Life is so unpredictable. Such a big loss for Indian Cinema. Sending out loads of love and light to his family and loved ones in these difficult times. R.I.P Puneeth Rajkumar. 💔😞

    — Pooja Hegde (@hegdepooja) October 29, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • I just can’t process this!! Such a passionate ,warm and humble human being !! this is so tragic . Deepest condolence to his family .may his soul rest in peace 💔 #PuneethRajkumar

    — Hansika (@ihansika) October 29, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • Shocked and deeply saddened by the tragic news of Puneeth Rajkumar's demise. One of the most humble people I've met and interacted with. Heartfelt condolences to his family and loved ones 🙏

    — Mahesh Babu (@urstrulyMahesh) October 29, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রবীণ অভিনেতা রাজকুমারের ছেলে পুনিত মানুষের কাছে জনপ্রিয় হন আপ্পু ছবির জন্য ৷ 2002 সালের সেই ছবিতেই প্রথম মুখ্য চরিত্রে অভিনয় করেন তিনি ৷ এ ছাড়াও তাঁর পাওয়ার স্টার তুমুল জনপ্রিয়তা পায় ৷ তাঁর দাদা শিব রাজকুমারও যথেষ্ট জনপ্রিয় অভিনেতা ৷ শিশু শিল্পী হিসেবে ফিল্মে কাজ করা শুরু পুনিতের ৷ 1976 সালে প্রেমাদা কানিকে ও আরাথিতে তাঁর আত্মপ্রকাশ ঘটে মাত্র 6 মাস বয়সে ৷ 2012 সালে টেলিভিশনে তাঁর অভিষেক ঘটে প্রেজেন্টার হিসেবে ৷ স্ত্রী অশ্বিনী রেবন্ত ও দুই সন্তানকে রেখে অকালেই চিরবিশ্রামে চলে গেলেন পুনিত রাজকুমার ৷

আরও পড়ুন: Actor Sidharth Shukla dead : হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লা

Last Updated : Oct 29, 2021, 4:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.