ETV Bharat / sitara

Kangana Ranaut: তেজসের শুটিং শেষে ভিডিয়োয় কী বললেন ফাইটার কঙ্গনা ! - কঙ্গনা রানাওয়াতের খবর

তেজসের (Tejas) শুটিং শেষ করে ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করলেন বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)৷ তাঁকে এই চরিত্র দেওয়ার জন্য পরিচালক ও প্রযোজকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি ৷

kangana-ranaut-shares-video after wrapping tejas shooting
তেজসের শুটিং শেষে ভিডিয়োয় কী বললেন ফাইটার কঙ্গনা !
author img

By

Published : Oct 31, 2021, 8:43 PM IST

মুম্বই, 31 অক্টোবর: তাঁর আপকামিং ফিল্ম তেজসের (Tejas) শুটিং শেষ করলেন বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)৷ নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে একটি ভিডিয়ো পোস্ট করে সেই খবর জানালেন তিনি ৷ সেই ভিডিয়োয় বায়ুসেনা অফিসারের পোশাকে দেখা গিয়েছে জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রীকে ৷

ইনস্টাগ্রামে আজ একটি ভিডিয়ো পোস্ট করেছেন কঙ্গনা রানাওয়াত ৷ ভিডিয়োর শুরুতে উর্দিধারী কঙ্গনাকে ক্লোজ-আপ শটে ধরা হয়েছে ৷ সৈকতে বালিতে আঁচড় কেটে নিজের আপকামিং ফিল্ম তেজসের নাম লিখছেন কঙ্গনা ৷ লেখা শেষে তিনি সমুদ্রের গা ঘেঁষে হাঁটতে শুরু করলেন ৷ আর ক্যামেরা দূরে যেতে যেতে একেবারে চলে গেল বার্ডস আই ভিউতে ৷

এই ভিডিয়ো পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, "আরও একটা সুন্দর সফরের সমাপ্তি ঘটল...তেজসের শুটিং শেষ হল ৷ কী অপূর্ব সফর ৷ সবকিছু ছাপিয়ে কী দারুণ সুযোগ ৷ এটি গোটা দেশকে গর্বিত করবে..."

এই ছবিতে তাঁকে মুখ্য চরিত্র হিসেবে বেছে নেওয়ার জন্য পরিচালক ও প্রযোজকদের ধন্যবাদও জানিয়েছেন কঙ্গনা ৷ তিনি লিখেছেন, "এই প্রজেক্টে যাঁরা কাজ করেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ ৷ এই জীবদ্দশায় একজন সৈনিক ও যুদ্ধের নায়ক হিসেবে অভিনয় করতে পেরে আমি কৃতজ্ঞ ৷ জয় হিন্দ...2022-এ সিনেমা হলে দেখা হচ্ছে ৷"

আরও পড়ুন: Urmila Matondkar : বলিউডে ফের করোনার থাবা, আক্রান্ত ঊর্মিলা মাতণ্ডকর

এই ছবিতে বায়ুসেনার পাইলট তেজস গিলের চরিত্রে দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে ৷ ফিল্মের চিত্রনাট্য লিখেছেন সর্বেশ মেওয়ারা ৷ পরিচালকও তিনিই ৷ 2016 সালে দেশের মধ্যে প্রথম প্রতিরক্ষা ক্ষেত্র হিসেবে যোদ্ধার পদে মহিলাদের নিয়োগ করে বায়ুসেনাই ৷ এই ঐতিহাসিক ঘটনার থেকে অনুপ্রেরণা নিয়েই ছবিটি তৈরি হয়েছে ৷ ব্লকব্লাস্টার মিলিটারি ড্রামা উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইকের প্রোডাকশন হাউস আরএসভিপি মুভিজ এই ছবির প্রযোজনা করেছে ৷

আরও পড়ুন : Puneeth Rajkumar Funeral: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন পুনিত রাজকুমারের

তেজস ছাড়াও পরবর্তীতে কঙ্গনাকে দেখা যাবে মণিকর্ণিকা রিটার্নস : দ্য লেজেন্ড অফ দিদ্দা, ইমার্জেন্সি, ধক্কড় ও দ্য ইনকারনেশন : সীতাতে ৷ সম্প্রতি তাঁর মণিকর্ণিকা : দ্য কুইন অফ ঝাঁসি (Manikarnika: Queen of Jhansi) এবং পাঙ্গা (Panga) ফিল্মের জন্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার গ্রহণ করেছেন কঙ্গনা রানাওয়াত ৷ এই দুটি ছবির মতোই তাঁর আসন্ন ছবিগুলির প্রতিটিতেই মুখ্য চরিত্রে একজন নারী, আর সেই চরিত্র ফুটিয়ে তুলতে দেখা যাবে বলিউডের কুইনকে ৷

আরও পড়ুন: National Film Awards: রজনীকান্তকে দাদাসাহেব ফালকে, পুরস্কৃত কঙ্গনা-মনোজ-ধনুশ

মুম্বই, 31 অক্টোবর: তাঁর আপকামিং ফিল্ম তেজসের (Tejas) শুটিং শেষ করলেন বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)৷ নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে একটি ভিডিয়ো পোস্ট করে সেই খবর জানালেন তিনি ৷ সেই ভিডিয়োয় বায়ুসেনা অফিসারের পোশাকে দেখা গিয়েছে জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রীকে ৷

ইনস্টাগ্রামে আজ একটি ভিডিয়ো পোস্ট করেছেন কঙ্গনা রানাওয়াত ৷ ভিডিয়োর শুরুতে উর্দিধারী কঙ্গনাকে ক্লোজ-আপ শটে ধরা হয়েছে ৷ সৈকতে বালিতে আঁচড় কেটে নিজের আপকামিং ফিল্ম তেজসের নাম লিখছেন কঙ্গনা ৷ লেখা শেষে তিনি সমুদ্রের গা ঘেঁষে হাঁটতে শুরু করলেন ৷ আর ক্যামেরা দূরে যেতে যেতে একেবারে চলে গেল বার্ডস আই ভিউতে ৷

এই ভিডিয়ো পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, "আরও একটা সুন্দর সফরের সমাপ্তি ঘটল...তেজসের শুটিং শেষ হল ৷ কী অপূর্ব সফর ৷ সবকিছু ছাপিয়ে কী দারুণ সুযোগ ৷ এটি গোটা দেশকে গর্বিত করবে..."

এই ছবিতে তাঁকে মুখ্য চরিত্র হিসেবে বেছে নেওয়ার জন্য পরিচালক ও প্রযোজকদের ধন্যবাদও জানিয়েছেন কঙ্গনা ৷ তিনি লিখেছেন, "এই প্রজেক্টে যাঁরা কাজ করেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ ৷ এই জীবদ্দশায় একজন সৈনিক ও যুদ্ধের নায়ক হিসেবে অভিনয় করতে পেরে আমি কৃতজ্ঞ ৷ জয় হিন্দ...2022-এ সিনেমা হলে দেখা হচ্ছে ৷"

আরও পড়ুন: Urmila Matondkar : বলিউডে ফের করোনার থাবা, আক্রান্ত ঊর্মিলা মাতণ্ডকর

এই ছবিতে বায়ুসেনার পাইলট তেজস গিলের চরিত্রে দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে ৷ ফিল্মের চিত্রনাট্য লিখেছেন সর্বেশ মেওয়ারা ৷ পরিচালকও তিনিই ৷ 2016 সালে দেশের মধ্যে প্রথম প্রতিরক্ষা ক্ষেত্র হিসেবে যোদ্ধার পদে মহিলাদের নিয়োগ করে বায়ুসেনাই ৷ এই ঐতিহাসিক ঘটনার থেকে অনুপ্রেরণা নিয়েই ছবিটি তৈরি হয়েছে ৷ ব্লকব্লাস্টার মিলিটারি ড্রামা উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইকের প্রোডাকশন হাউস আরএসভিপি মুভিজ এই ছবির প্রযোজনা করেছে ৷

আরও পড়ুন : Puneeth Rajkumar Funeral: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন পুনিত রাজকুমারের

তেজস ছাড়াও পরবর্তীতে কঙ্গনাকে দেখা যাবে মণিকর্ণিকা রিটার্নস : দ্য লেজেন্ড অফ দিদ্দা, ইমার্জেন্সি, ধক্কড় ও দ্য ইনকারনেশন : সীতাতে ৷ সম্প্রতি তাঁর মণিকর্ণিকা : দ্য কুইন অফ ঝাঁসি (Manikarnika: Queen of Jhansi) এবং পাঙ্গা (Panga) ফিল্মের জন্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার গ্রহণ করেছেন কঙ্গনা রানাওয়াত ৷ এই দুটি ছবির মতোই তাঁর আসন্ন ছবিগুলির প্রতিটিতেই মুখ্য চরিত্রে একজন নারী, আর সেই চরিত্র ফুটিয়ে তুলতে দেখা যাবে বলিউডের কুইনকে ৷

আরও পড়ুন: National Film Awards: রজনীকান্তকে দাদাসাহেব ফালকে, পুরস্কৃত কঙ্গনা-মনোজ-ধনুশ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.