কলকাতা : টলিউডের গন্ডি পেরিয়ে বলিউডে বেশ ভালো ভালো প্রজেক্টে দেখা যাচ্ছে জিশু সেনগুপ্তকে । কঙ্গনা রানাওয়াত, বিদ্যা বালান, রানি মুখার্জি, আলিয়া ভাটের মতো তারকাদের সঙ্গে স্ক্রিনশেয়ার করছেন তিনি । এবার কি সোনু সুদের সঙ্গে ?
সম্প্রতি সোনু সুদের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন জিশু । সেই ছবি দেখেই জোর জল্পনা শুরু হয়েছে, তাহলে কি দু'জনে একসঙ্গে কোনও প্রজেক্টে অভিনয় করবেন ? তবে বেশি কিছু খোলসা করেননি জিশু ।
তিনি লিখেছেন, "মসিহাঁ-র সঙ্গে । আজ কাজ করে কি আনন্দ পেলাম...খুব তাড়াতাড়ি আবার দেখা হবে আরও অনেক অ্যাকশন আর মজা নিয়ে ।" দেখে নিন জিশুর পোস্ট..
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
লকডাউন ও তার পরবর্তীকালে সোনু যেভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তাতে তাঁর একটি অন্য পরিচয় তৈরি হয়েছে দেশজুড়ে । মসিহাঁ, অর্থাৎ রক্ষাকর্তা । যদিও সোনু নিজেকে এই রূপে দেখতে চান না । তিনি মনে করেন যে, একই দেশের নাগরিক হিসেবে অন্য মানুষটার পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য ।
নিজের জীবন নিয়ে একটি বইও লিখছেন সোনু । তার নাম 'আই অ্যাম নো মসিহাঁ', সেখানেও সেই একই বার্তা দিতে চেয়েছেন অভিনেতা ।