ETV Bharat / sitara

Jacqueline Fernandez reaches ED office : সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে মামলায় ইডি অফিসে জ্যাকলিন - সুকেশ চন্দ্রশেখর মামলা

বেআইনি আর্থিক লেনদেনের মামলায় দিল্লির এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে (ED office) হাজিরা দিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez reaches ED office) ৷ সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে মামলায় (Sukesh Chandrashekhar) তাঁর বয়ান রেকর্ড করার কথা ৷

jacqueline-fernandez-reaches-ed-office-to-join-the-probe-in-pmla-case against Sukesh Chandrashekhar
সুকেশ চন্দ্রশেখর মামলায় ইডির অফিসে জ্যাকলিন
author img

By

Published : Dec 8, 2021, 1:11 PM IST

নয়াদিল্লি, 8 ডিসেম্বর: বেআইনি আর্থিক লেনদেনের মামলায় (money-laundering case) মধ্য দিল্লির এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে (ED office) হাজিরা দিলেন বলিউডের অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez reaches ED office)৷ মাল্টিমিলিয়নেয়ার সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে মামলায় (Sukesh Chandrashekhar) সাক্ষী হিসেবে তাঁর বয়ান রেকর্ড করা হবে ৷ আগেও এই মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি ৷

সূত্রের মারফৎ জানা গিয়েছে, এ বার ইডির প্রায় 50টি চোখা চোখা প্রশ্নের মুখোমুখি হতে হবে জ্যাকলিন ফার্নান্ডেজকে (Jacqueline Fernandez) ৷ তাঁর জবাব রেকর্ড করার সময় সেখানে ইডির পাঁচজন আধিকারিক ছাড়াও থাকবেন একজন মহিলা অফিসার ৷

গত 5 ডিসেম্বর দিল্লি যাওয়ার পথে মুম্বই বিমানবন্দরে আটকানো হয় অভিনেত্রীকে ৷ তিনি দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন এই আশঙ্কায় তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ সেই কারণেই বিমানবন্দরে জ্যাকলিনকে আটকায় অভিবাসন কর্তৃপক্ষ ৷ সেখানে তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর দিল্লি যেতে দেওয়া হয় ৷

আরও পড়ুন: Jacqueline Money Laundering case : কোটি টাকার প্রতারণা, মুম্বই বিমানবন্দরে আটকানো হল জ্যাকলিনকে

এরপর সোমবার ফের তাঁকে সমন পাঠায় ইডি ৷ গত শনিবার পিএমএলএ আইনে (PMLA case) একটি চার্জশিট দাখিল করে এই তদন্তকারী সংস্থা মামলার সাক্ষী হিসেবে জ্যাকলিন ফার্নান্ডেজ-সহ আরও কয়েকজন বলিউডের অভিনেতার নাম উল্লেখ করেছে বলে খবর ৷ সেই চার্জশিট সব অভিযুক্তকে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত ৷ এই চার্জশিট নিয়ে পরবর্তী শুনানি 13 ডিসেম্বর বলে জানা গেলেও, এ এব্যাপারে মুখ খুলতে চাননি ইডি আধিকারিকরা ৷ জ্যাকলিন ছাড়াও এই মামলায় সাক্ষী হিসেবে বয়ান রেকর্ড করা হয়েছে বলিউডের আর এক অভিনেত্রী নোরা ফতেহির ৷

আরও পড়ুন: Jacqueline summoned by ED : আর্থিক প্রতারণা কাণ্ডে ফের জ্যাকলিনকে তলব ইডি'র

নয়াদিল্লি, 8 ডিসেম্বর: বেআইনি আর্থিক লেনদেনের মামলায় (money-laundering case) মধ্য দিল্লির এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে (ED office) হাজিরা দিলেন বলিউডের অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez reaches ED office)৷ মাল্টিমিলিয়নেয়ার সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে মামলায় (Sukesh Chandrashekhar) সাক্ষী হিসেবে তাঁর বয়ান রেকর্ড করা হবে ৷ আগেও এই মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি ৷

সূত্রের মারফৎ জানা গিয়েছে, এ বার ইডির প্রায় 50টি চোখা চোখা প্রশ্নের মুখোমুখি হতে হবে জ্যাকলিন ফার্নান্ডেজকে (Jacqueline Fernandez) ৷ তাঁর জবাব রেকর্ড করার সময় সেখানে ইডির পাঁচজন আধিকারিক ছাড়াও থাকবেন একজন মহিলা অফিসার ৷

গত 5 ডিসেম্বর দিল্লি যাওয়ার পথে মুম্বই বিমানবন্দরে আটকানো হয় অভিনেত্রীকে ৷ তিনি দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন এই আশঙ্কায় তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ সেই কারণেই বিমানবন্দরে জ্যাকলিনকে আটকায় অভিবাসন কর্তৃপক্ষ ৷ সেখানে তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর দিল্লি যেতে দেওয়া হয় ৷

আরও পড়ুন: Jacqueline Money Laundering case : কোটি টাকার প্রতারণা, মুম্বই বিমানবন্দরে আটকানো হল জ্যাকলিনকে

এরপর সোমবার ফের তাঁকে সমন পাঠায় ইডি ৷ গত শনিবার পিএমএলএ আইনে (PMLA case) একটি চার্জশিট দাখিল করে এই তদন্তকারী সংস্থা মামলার সাক্ষী হিসেবে জ্যাকলিন ফার্নান্ডেজ-সহ আরও কয়েকজন বলিউডের অভিনেতার নাম উল্লেখ করেছে বলে খবর ৷ সেই চার্জশিট সব অভিযুক্তকে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত ৷ এই চার্জশিট নিয়ে পরবর্তী শুনানি 13 ডিসেম্বর বলে জানা গেলেও, এ এব্যাপারে মুখ খুলতে চাননি ইডি আধিকারিকরা ৷ জ্যাকলিন ছাড়াও এই মামলায় সাক্ষী হিসেবে বয়ান রেকর্ড করা হয়েছে বলিউডের আর এক অভিনেত্রী নোরা ফতেহির ৷

আরও পড়ুন: Jacqueline summoned by ED : আর্থিক প্রতারণা কাণ্ডে ফের জ্যাকলিনকে তলব ইডি'র

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.