কলকাতা, 11 জুন : সন্তানসম্ভবা নুসরত জাহান (Nusrat Jahan) ৷ এই খবর গত কয়েকদিনে প্রায় সব ঘরে ঘরে পৌঁছে গিয়েছে ৷ অভিনেত্রী নিজে এ ব্যাপারে মুখ না-খুললেও টলিপাড়ায় জোর খবর, 6 মাসের অন্তঃসন্ত্বা তিনি ৷ লোকের মুখে মুখে ঘোরাফেরা করছে তৃণমূল সাংসদের সন্তান প্রসবের তারিখও ৷ নুসরতের অন্তঃসত্ত্বা হওয়ার খবর একপ্রকার পাকা ধরে নিয়ে এ বার জোর চর্চা শুরু হয়েছে সন্তানের পিতা কে, তা নিয়ে ৷ লোকে তো রীতিমতো পাটিগণিতের হিসেব-নিকেশও করা শুরু করে দিয়েছেন ৷ আর হিসেবের ফল নাকি এটাই আসছে যে, হয়তো যশই নুসরতের সন্তানের বাবা ৷
নুসরতের সন্তান জন্মের তারিখ নিয়ে জল্পনা
গয় কয়েকদিন ধরেই টক অফ দ্য টাউন নুসরত জাহান ৷ সমাজ, রাজনীতি থেকে বিনোদনের সব খবর ছাপিয়ে উপরের সারিতে জায়গা করে নিয়েছে অভিনেত্রীর সন্তানসম্ভবা হওয়ার খবর, নিখিল জৈন ও যশ দাশগুপ্তের সঙ্গে তাঁর সম্পর্কের গভীরতার খবর ৷ এটাও কানাকানি শুরু হয়েছে যে, শহরেরই একটি বেসরকারি হাসপাতালে নাকি 10 সেপ্টেম্বর সন্তানের জন্ম দেবেন বসিরহাটের সাংসদ ৷ সেই খবর যদি সত্যি হয়, তাহলে হিসেব বলছে এখন নুসরত 6 মাসের অন্তঃসত্ত্বা ৷
আরও পড়ুন: নুসরতের বিয়ে নিয়ে সরব বিজেপি, কী বলছেন শ্রাবন্তী ?
নুসরতের সন্তানের বাবা কে ?
কিন্তু অভিনেত্রীর যে সন্তান আসছে, তার বাবা কে ? এই প্রশ্নেই সন্দিহান নেটিজেনরা ৷ নুসরত নিজে এখনও এই নিয়ে মুখ খোলেননি ৷ তবে এই গুঞ্জন শুরু হওয়ার পরপরই তাঁর স্বামী নিখিল জৈন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই খবর যদি সত্যি হয়, তবে তিনি সেই সন্তানের বাবা নন ৷ কারণ দীর্ঘদিন হল নুসরত তাঁর সঙ্গেই থাকেন না ৷ তাহলে প্রশ্ন, এই সন্তানের বাবা কি তবে অভিনেতা তথা বিজেপি নেতা যশ দাশগুপ্ত ? কারণ তিনিই বর্তমানে তৃণমূল সাংসদের চর্চিত বয়ফ্রেন্ড ৷ যশের সঙ্গেই যে তিনি এখন ডেটিং করছেন, তার ইঙ্গিত নানা সময়েই দিয়েছেন অভিনেত্রী ৷ তাঁর ও যশের ইঙ্গিতপূর্ণ নানা সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে ভক্তরা একপ্রকার নিশ্চিত তাঁরা প্রেমের জোয়ারে ভাসছেন ৷ রাজস্থানে বেড়াতে গিয়ে তাঁদের একসঙ্গে ছবি পোস্ট নিয়েও প্রচুর চর্চা হয়েছে ৷ এমনকী তাঁরা এখন একইসঙ্গে থাকেন বলেও জল্পনা চলছে নেটমাধ্যমে ৷
যশই নুসরতের সন্তানের বাবা ?
এই প্রশ্নের উত্তর পেতে রীতিমতো হিসেব নিকেশ শুরু করেছেন নেটিজেনরা ৷ তাঁদের যুক্তি, একজন নারী শেষবার রজঃশীলা হওয়ার সময় থেকে 40 সপ্তাহ পর্যন্ত তাঁর গর্ভের সন্তানের বেড়ে ওঠা, তারপরই শিশুর জন্ম হয় ৷ মুখের হিসেবে, 9 থেকে 10 মাস গর্ভাবস্থায় থাকার পর শিশু ভূমিষ্ঠ হয় ৷ 2019-এ বিয়ে হওয়ার বছরখানেক পর থেকেই নুসরতের সঙ্গে নিখিলের দূরত্ব বাড়তে থাকে বলে খবর ৷ এরপর তাঁরা আলাদা থাকা শুরু করেন ৷ গত প্রায় 6 মাস ধরেই নুসরত যশের সঙ্গে রয়েছেন বলে মনে করছেন তাঁর ভক্তরা ৷ আর জল্পনা যদি সত্যি হয়, তাহলে নুসরত এখন 6 মাসের অন্তঃসত্ত্বা ৷ এর থেকেই অঙ্ক দুয়ে দুয়ে চার করে মেলাচ্ছেন নেটিজেনরা ৷ তাঁদের দাবি, সময়ের হিসেব বলছে নুসরতের সন্তানের বাবা যশই ৷ অঙ্ক ও যুক্তি অন্তত তাই বলছে ৷
আরও পড়ুন: বিয়ে অবৈধ হলে কেন রিসেপশন ? কেন ছবি নেটমাধ্যমে ? প্রশ্নবাণে জর্জরিত নুসরত
তবে যাঁদের নিয়ে এত জল্পনা সেই নুসরত ও যশ অবশ্য এ নিয়ে মুখ খোলেননি ৷ এ দিকে, একটি সংবাদমাধ্যমে নুসরতের বেবি বাম্পের ছবি প্রকাশ্যে এসেছে ৷ যা দেখে তাঁর সন্তানসম্ভবা হওয়ার খবরে শিলমোহর দিচ্ছেন অনেকেই ৷ এ বার দেখা যাক, এ নিয়ে নিজে কবে ঘোষণা করেন তৃণমূল সাংসদ ৷