কলকাতা : দর্শককে ভালোবাসা ফিরিয়ে দিতে ইমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি একটি একক অনুষ্ঠানের আয়োজন করবেন। উচ্ছ্বসিত ইমন ETV ভারত সিতারাকে বললেন সেই কথাই।
ইমনের প্রথম একক অনুষ্ঠান! ETV ভারত সিতারাকে কী বললেন গায়িকা?
২০১৬ সালে প্রথম প্লেব্যাক করে জনপ্রিয় হয়েছিলেন গায়িকা ইমন চক্রবর্তী। সেই গানটি ছিল প্রাক্তন ছবির 'তুমি যাকে ভালোবাসো'। গানটি রাতারাতি ইমনকে বিখ্যাত করে তোলে। তার পরপরই অসংখ্য ছবিতে প্লেব্যাকের সুযোগ আসে ইমনের কাছে। দর্শক তাঁকে সাদরে গ্রহণ করে নেয়। অনেক ভালোবাসাও দেয়। এবার ইমনের ভালোবাসা দেওয়ার পালা দর্শককে।
ইমন চক্রবর্তী
কলকাতা : দর্শককে ভালোবাসা ফিরিয়ে দিতে ইমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি একটি একক অনুষ্ঠানের আয়োজন করবেন। উচ্ছ্বসিত ইমন ETV ভারত সিতারাকে বললেন সেই কথাই।
Intro:২০১৬ সালে প্রথম প্লেব্যাক করে জনপ্রিয় হয়েছিলেন গায়িকা ইমন চক্রবর্তী। সেই গানটি ছিল প্রাক্তন ছবির 'তুমি যাকে ভালোবাসো'। গানটি রাতারাতি ইমনকে বিখ্যাত করে তোলে। তার পরপরই অসংখ্য ছবিতে প্লেব্যাকের সুযোগ আসে ইমনের কাছে। দর্শক তাঁকে সাদরে গ্রহণ করে নেয়। অনেক ভালোবাসাও দেয়।
Body:দর্শককে সেই ভালোবাসা ফিরিয়ে দিতে ইমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি একটি একক অনুষ্ঠানের আয়োজন করবেন। উচ্ছ্বসিত ইমন ETV ভারত সিতারাকে বললেন সেই কথাই।
ইমন বললেন, "আমি বেশ কয়েক বছর ধরেই গান গাইছি। ২০১৬ সালে 'প্রাক্তন' মুক্তি পাওয়ার পরে, মানুষের কাছে আমার যতখানি গ্রহণযোগ্যতা বেড়েছে, তারপর যা যা গান করেছি এবং দর্শকের থেকে আমি যা পেয়েছি, তাতে মনে হয় সেটা ফিরিয়ে দেওয়ার একটা ছোট্ট সুযোগ এসেছে। আমার প্রথম একক ২৫ জুলাই রবীন্দ্রসদনে, সন্ধ্যে ০৬:৩০টায় অনুষ্ঠিত হবে। আপনারা প্লিজ আসবেন এবং ETV ভারতকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।"
Conclusion:এই একক অনুষ্ঠানটি হোস্ট করবেন ইমনই।
Body:দর্শককে সেই ভালোবাসা ফিরিয়ে দিতে ইমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি একটি একক অনুষ্ঠানের আয়োজন করবেন। উচ্ছ্বসিত ইমন ETV ভারত সিতারাকে বললেন সেই কথাই।
ইমন বললেন, "আমি বেশ কয়েক বছর ধরেই গান গাইছি। ২০১৬ সালে 'প্রাক্তন' মুক্তি পাওয়ার পরে, মানুষের কাছে আমার যতখানি গ্রহণযোগ্যতা বেড়েছে, তারপর যা যা গান করেছি এবং দর্শকের থেকে আমি যা পেয়েছি, তাতে মনে হয় সেটা ফিরিয়ে দেওয়ার একটা ছোট্ট সুযোগ এসেছে। আমার প্রথম একক ২৫ জুলাই রবীন্দ্রসদনে, সন্ধ্যে ০৬:৩০টায় অনুষ্ঠিত হবে। আপনারা প্লিজ আসবেন এবং ETV ভারতকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।"
Conclusion:এই একক অনুষ্ঠানটি হোস্ট করবেন ইমনই।
Last Updated : Jul 13, 2019, 8:16 PM IST