ETV Bharat / sitara

"কোনও দুর্ঘটনা ঘটেনি সুস্থ আছি", জানালেন দেব - dev accident

এদিকে গাড়ি দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই দেবকে ফোন করতে শুরু করেছিলেন ঘনিষ্ঠরা । পাশাপাশি সোশাল মিডিয়াতেও এ নিয়ে লেখালেখি করা শুরু হয়ে যায় । এরপর ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন অভিনেতা । লেখেন, "দুর্ঘটনা নিয়ে সকাল থেকে একাধিক ফোন পেয়েছি । আমার খোঁজ নেওয়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ ।"

sdf
sdf
author img

By

Published : Nov 24, 2020, 10:56 AM IST

চন্দ্রকোনা : চন্দ্রকোনায় গতকাল দুর্ঘটনার কবলে পড়ে দেবের গাড়ি । তবে পুরোপুরি সুস্থ রয়েছেন তিনি । সোশাল মিডিয়ায় পোস্ট করে একথা অনুরাগীদের জানান অভিনেতা ।

চন্দ্রকোনার ডুকিতে একটি ছবির শুটিং করছেন দেব । গতকাল তাঁকে শুটিং স্পটে ছেড়ে গাড়ি নিয়ে ফিরছিলেন চালক । এরপর 60 নম্বর জাতীয় সড়কের উপর ডুকি এলাকায় একটি ইঞ্জিন চালিত ভ্যানের সঙ্গে গাড়িটির ধাক্কা লাগে । তবে সেই মুহূর্তে গাড়িতে না থাকায় দুর্ঘটনা এড়িয়ে যান দেব ।

এদিকে গাড়ি দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই দেবকে ফোন করতে শুরু করেছিলেন ঘনিষ্ঠরা । পাশাপাশি সোশাল মিডিয়াতেও এ নিয়ে লেখালেখি করা শুরু হয়ে যায় । এরপর ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন অভিনেতা । লেখেন, "দুর্ঘটনা নিয়ে সকাল থেকে একাধিক ফোন পেয়েছি । আমার খোঁজ নেওয়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ ।"

এরপর তিনি আরও লেখেন, "কিন্তু, আমি দুর্ঘটনার মধ্যে পড়িনি । পুরোপুরি সুস্থ রয়েছি । আমার দুর্ঘটনা সংক্রান্ত যে খবর ঘোরাফেরা করছে তা সঠিক নয় । তাই এনিয়ে চিন্তা করবেন না । সব ঠিক আছে ।"

sdfsdf
দেবের পোস্ট

আর এই পোস্ট করা সঙ্গে সঙ্গেই সেখানে কমেন্ট করতে শুরু করেন অনুরাগীরা ।

ইতিমধ্যেই 'গোলন্দাজ'-এর শুটিং শুরু করেছেন দেব । সেখানে নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী চরিত্রে দেখা যাবে তাঁকে । এছাড়া ইশা সাহাকে দেখা যাবে নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর স্ত্রী কমলিনীর ভূমিক়ায় । দেবের অনস্ক্রিন বাবা, সূর্য কুমার সর্বাধিকারীর ভূমিকায় থাকবেন শ্রীকান্ত আচার্য । অন্যদিকে ইন্দ্রাশিস আচার্যকে দেখা যাবে জিতেন্দ্রর চরিত্রে । আর নগেন্দ্র প্রসাদের ভাই তথা বন্ধু বিনোদের চরিত্রে অভিনয় করছেন জন ভট্টাচার্য । এবং স্বাধীনতা সংগ্রামী ভার্গবের চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য ।

চন্দ্রকোনা : চন্দ্রকোনায় গতকাল দুর্ঘটনার কবলে পড়ে দেবের গাড়ি । তবে পুরোপুরি সুস্থ রয়েছেন তিনি । সোশাল মিডিয়ায় পোস্ট করে একথা অনুরাগীদের জানান অভিনেতা ।

চন্দ্রকোনার ডুকিতে একটি ছবির শুটিং করছেন দেব । গতকাল তাঁকে শুটিং স্পটে ছেড়ে গাড়ি নিয়ে ফিরছিলেন চালক । এরপর 60 নম্বর জাতীয় সড়কের উপর ডুকি এলাকায় একটি ইঞ্জিন চালিত ভ্যানের সঙ্গে গাড়িটির ধাক্কা লাগে । তবে সেই মুহূর্তে গাড়িতে না থাকায় দুর্ঘটনা এড়িয়ে যান দেব ।

এদিকে গাড়ি দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই দেবকে ফোন করতে শুরু করেছিলেন ঘনিষ্ঠরা । পাশাপাশি সোশাল মিডিয়াতেও এ নিয়ে লেখালেখি করা শুরু হয়ে যায় । এরপর ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন অভিনেতা । লেখেন, "দুর্ঘটনা নিয়ে সকাল থেকে একাধিক ফোন পেয়েছি । আমার খোঁজ নেওয়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ ।"

এরপর তিনি আরও লেখেন, "কিন্তু, আমি দুর্ঘটনার মধ্যে পড়িনি । পুরোপুরি সুস্থ রয়েছি । আমার দুর্ঘটনা সংক্রান্ত যে খবর ঘোরাফেরা করছে তা সঠিক নয় । তাই এনিয়ে চিন্তা করবেন না । সব ঠিক আছে ।"

sdfsdf
দেবের পোস্ট

আর এই পোস্ট করা সঙ্গে সঙ্গেই সেখানে কমেন্ট করতে শুরু করেন অনুরাগীরা ।

ইতিমধ্যেই 'গোলন্দাজ'-এর শুটিং শুরু করেছেন দেব । সেখানে নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী চরিত্রে দেখা যাবে তাঁকে । এছাড়া ইশা সাহাকে দেখা যাবে নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর স্ত্রী কমলিনীর ভূমিক়ায় । দেবের অনস্ক্রিন বাবা, সূর্য কুমার সর্বাধিকারীর ভূমিকায় থাকবেন শ্রীকান্ত আচার্য । অন্যদিকে ইন্দ্রাশিস আচার্যকে দেখা যাবে জিতেন্দ্রর চরিত্রে । আর নগেন্দ্র প্রসাদের ভাই তথা বন্ধু বিনোদের চরিত্রে অভিনয় করছেন জন ভট্টাচার্য । এবং স্বাধীনতা সংগ্রামী ভার্গবের চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.