কলকাতা : ওয়েব সিরিজ়ে ফেলুদা । তাও আবার সৃজিত মুখার্জির পরিচালনায় । 'ফেলুদা ফেরত' নিয়ে দর্শকের কৌতুহল অসীম । আর সেই কৌতুহলে আর একটু হাওয়া দিয়ে মুক্তি পেল সিরিজ়ের টাইটেল ট্র্যাক । সত্যজিতের জন্মদিন ছাড়া এই গান মুক্তির উপযুক্ত দিন কী হতে পারে ?
শ্রীজাতর লেখা এই গানে সুর দিয়েছেন জয় সরকার । গেয়েছেন অনুপম রায়, রূপম ইসলাম ও রূপঙ্কর বাগচি । সত্যজিতের আঁকা ফেলুদা স্কেচগুলোতে একটা 3D এফেক্ট দিয়ে বেশ ইন্টারেস্টিং সাজানো হয়েছে ভিডিয়োটিকে ।
ফেলুদার গল্প পুরোনো হলেও যেমন তার ধার কমে না এতটুকু, এই গানও তেমন ধারালো । শুনে নিন..
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
'ছিন্নমস্তার অভিশাপ' ও 'যত কাণ্ড কাঠমান্ডুতে '-এই দুই গল্পকে নিয়ে তৈরি হচ্ছে এবারের সিরিজ় । ফেলুদার ভূমিকায় টোটা রায়চৌধুরি ।