কলকাতা : শীতের আমেজ গায়ে মেখে সিনেমা হলে গিয়ে ফেলুদার ছবি দেখার আনন্দটা বেশ কয়েক বছর ধরে মিসিং । কিন্তু, এবার কিছুটা হলেও সেই রস আস্বাদন করতে পারবেন দর্শক । কারণ ওয়েব সিরিজ় 'ফেলুদা ফেরত' খুব তাড়াতাড়ি মুক্তি পাবে । তার আগে জানা গেল ট্রেলার মুক্তির তারিখ ।
আগামী 16 নভেম্বর মুক্তি পেতে চলেছে 'ফেলুদা ফেরত'-এর ট্রেলার । আড্ডাটাইমসের পেজ থেকে খবরটি জানানো হয়েছে ।
তোপসে, জটায়ুকে সঙ্গী করে 'ছিন্নমস্তার অভিশাপ'-এর রহস্যের সমাধান করবেন ফেলুদা টোটা রায়চৌধুরি । এই চরিত্রটি করতে পেরে যেন স্বপ্নপূরণ হয়েছে টোটার । সৌমিত্র চ্যাটার্জি, সব্যসাচী চক্রবর্তী, আবির চ্যাটার্জির পর টোটা...সত্যিই গর্বের বিষয় ।
মোট 12 এপিসোডের এই সিরিজ় । গল্প হিসেবে বাছা হয়েছে 'ছিন্নমস্তার অভিশাপ' ও 'যত কাণ্ড কাঠমাণ্ডুতে' ।
-
"আপনাদের কম্বিনেশনটি বেশ ভালো । একজন রহস্য-প্লট পাকান, আরেকজন রহস্যের জট ছাড়ান ।"
— addatimes (@addatimes) November 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
ট্রেলার আসছে । ১৬ই নভেম্বর '২০ @srijitspeaketh | @tota_rc | Kalpan Mitra | Anirban Chakrabarti | Rishi Kaushik | Dhritiman Chaterji | Samadarshi Dutta#FeludaPherot #ComingSoon #TrailerReveal pic.twitter.com/asmbpSnunm
">"আপনাদের কম্বিনেশনটি বেশ ভালো । একজন রহস্য-প্লট পাকান, আরেকজন রহস্যের জট ছাড়ান ।"
— addatimes (@addatimes) November 7, 2020
ট্রেলার আসছে । ১৬ই নভেম্বর '২০ @srijitspeaketh | @tota_rc | Kalpan Mitra | Anirban Chakrabarti | Rishi Kaushik | Dhritiman Chaterji | Samadarshi Dutta#FeludaPherot #ComingSoon #TrailerReveal pic.twitter.com/asmbpSnunm"আপনাদের কম্বিনেশনটি বেশ ভালো । একজন রহস্য-প্লট পাকান, আরেকজন রহস্যের জট ছাড়ান ।"
— addatimes (@addatimes) November 7, 2020
ট্রেলার আসছে । ১৬ই নভেম্বর '২০ @srijitspeaketh | @tota_rc | Kalpan Mitra | Anirban Chakrabarti | Rishi Kaushik | Dhritiman Chaterji | Samadarshi Dutta#FeludaPherot #ComingSoon #TrailerReveal pic.twitter.com/asmbpSnunm
ট্রেলারের ডেট ঘোষণা করার সঙ্গে সামনে এসেছে 'ফেলুদা ফেরত'-এর প্রথম পোস্টারও । বেশ সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে ফেলুদা, তোপসে আর জটায়ুর গ্রাফিকাল প্রেজ়েন্টেশন ।
তোপসের চরিত্রে দেখা যাবে নবাগত কল্পন মিত্রকে । জটায়ুর ভূমিকায় অভিনয় করেছেন 'একেন বাবু' খ্যাত অনির্বাণ চক্রবর্তী । মহেশ চৌধুরির চরিত্রে অভিনয় করেছেন ধৃতিমান চট্টোপাধ্যায় আর বীরেন চৌধুরি বা কারান্ডিকার চরিত্রে ছোটপরদার জনপ্রিয় অভিনেতা ঋষি কৌশিক । থাকছেন সমদর্শী দত্তও ।
সব মিলিয়ে দর্শকের মনোরঞ্জন করতে প্রস্তুত 'ফেলুদা ফেরত' । আপনারা তৈরি তো ?