ETV Bharat / sitara

Exclusive : বাংলা ছবিতে ভোজপুরি অভিনেতা, প্রকাশ্যে 'রিক্সাওয়ালা' ছবির কাস্ট - Rikshawala

গত একমাস ধরে হন্যে হয়ে 'রিক্সাওয়ালা' ছবির জন্য মুখ্যচরিত্রের সন্ধানে ছিলেন পরিচালক রামকমল মুখোপাধ্যায়। শেষে পেলেন ভোজপুরি অভিনেতা অবিনাশ দ্বিবেদীকে। সেই সঙ্গে ETV ভারতকে তিনি একান্তভাবে জানালেন 'রিক্সাওয়ালা' ছবির কাস্ট।

রিক্সাওয়ালা
author img

By

Published : Jun 5, 2019, 1:13 PM IST

কলকাতা : অনেক কাণ্ড করে অবশেষে প্রতীক্ষিত মুখটা খুঁজে পেলেন রামকমল মুখোপাধ্যায়। ETV ভারতকে পরিচালক বললেন, "রিক্সাওয়ালার জন্য মুখ্য চরিত্র খুঁজতে খুঁজতে প্রায় হাল ছেড়ে দিচ্ছিলাম। কিছুতেই মনের মতো কাউকে পাচ্ছিলাম না। তারপর আমার এক বন্ধুর জন্মদিনে অবিনাশের সঙ্গে দেখা হল। ওকে দেখা মাত্রই ঝটকা লাগল। একেবারে হুবহু মনোজের মতো দেখতে। মনোজ রিক্সাওয়ালাই আমার ছবির মুখ্যচরিত্র।"

রিক্সাওয়ালা
অবিনাশ
"অবিনাশ থিয়েটারের ছাত্র এবং বহু বিজ্ঞাপনী ছবিতে কাজ করেছে। বহুচর্চিত ভোজপুরি ছবিতে তাঁকে দেখা গেছে", বললেন রাম কমল।তারপর যোগাযোগ করা হযল অবিনাশের সঙ্গে। অভিনেতা বললেন, "রামদা যখন আমাকে এই ছবির প্রস্তাব দিলেন আমি অবাক হয়ে গিয়েছিলাম। বাংলা ছবিতে কাজ করা যেন এক স্বপ্ন। জীবনের কয়েকটা বছর আমি বাংলায় কাটিয়েছি। কিন্তু কখনও বাংলা ছবিতে কাজ করার সুযোগ পাইনি।"কীভাবে এই ছবির জন্য রামকমল মুখোপাধ্যায় অবিনাশকে ডাকেন, সে প্রসঙ্গে অবিনাশ বলেন, " রামদা আমাকে কফি খেতে ডাকেন এবং ছবির চিত্রনাট্য পড়ে শোনান। শুনে আমার অসাধারণ মনে হয়। মনোজের চরিত্রটা অত্যন্ত কঠিন। শারীরিক ও মানসিকভাবে কঠোর হতে হবে অভিনেতাকে।"হারদিক শাহের 'দা জব' ছবিতে অভিনয় করেছেন অবিনাশ। জ্যোতি ডোগড়া এবং অশোক পুরঙ্গের ছাত্র তিনি। কবি এবং লেখক অবিনাশ, দুটি রিয়ালিটি ডান্স শো জিতেছেন। বললেন, "আমি রামদার 'কেক ওয়াক' দেখে মুগ্ধ হয়ে গেছি।"এবার প্রশ্ন হচ্ছে, রামকমল কেন বাংলার প্রতিভাবান অভিনেতাদের 'রিক্সাওয়ালা'-র মুখ্যচরিত্রে না নিয়ে একজন ভোজপুরি অভিনেতাকে কাস্ট করলেন? উত্তরে রামকমল বললেন, "আমাদের কাস্টিং এজেন্সি 'বক্স প্যাক এন্টারটেইনমেন্ট' তিন সপ্তাহ ধরে অডিশন নিয়েছে অভিনেতাদের। কিন্তু একজন বিহারী মানুষের মতো কোনও অভিনেতাকেই মনে হয়নি। মনোজের যেরকম ফিজ়িক, তার সঙ্গে মডেলদের ফিজ়িক মিলে যায়। কিন্তু মুখশ্রীতে মানানসই নয়। এদিকে যেসব বাঙালি অভিনেতাদের মুখশ্রীর সঙ্গে মনোজের কিছুটা মিল রয়েছে, তাঁদের আবার ফিজ়িক ভালো নয়।"
রিক্সাওয়ালা
পরিচালক রামকমল
রাম কমল আরও বললেন, "আমরা যদি ঋতুপর্ণ ঘোষের অন্দরমহল ছবিটা দেখি, তাহলে সেখানে তিনি অভিষেক বচ্চনকে কাস্ট করেছিলেন একজন বিহারীর চরিত্রে। ঋতুদা কিন্তু সঠিক চেহারার অভিনেতাদের তাঁর ছবিতে কাস্ট করতেন। আমিও তাতেই বিশ্বাসী।"অদ্ভুত কাকতালীয় ব্যাপার। বিগত দু'সপ্তাহ ধরে একটি নির্দিষ্ট ডায়ালেক্টের ভাষা এবং বডি ল্যাঙ্গুয়েজের উপর কাজ করছেন অবিনাশ। রামকমল বললেন, "অবিনাশ একজন ডেডিকেটেড ও সিরিয়াস অভিনেতা। আমাকে ও বলল, রামদা তুমি আমাকে ডায়লগগুলো রেকর্ড করে দাও। আমি ঠিকঠাক উচ্চারণে সেটা প্র্যাকটিস করব। এমনকি আর কয়েকদিনের মধ্যেই অবিনাশ কলকাতায় আসবে, হাতে টানা রিকশা চালানো প্র্যাকটিস করতে।"'রিক্সাওয়ালা' ছবির প্রযোজক অরিত্র দাস, শৈলেন্দ্র কুমার এবং গৌরব দাগা। এটি অ্যাসর্টেড মোশন পিকচার্স এবং SS1 এন্টারটেনমেন্টের ছবি। ছবির শুটিং শুরু হবে জুলাই মাস থেকে। কারণ একটাই, জুলাই মাসের আবহাওয়া এই ছবির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রামকমল বললেন, " আমার এই ছবির গল্পের জন্য গ্রীষ্ম এবং বর্ষা দুটোই খুব গুরুত্বপূর্ণ। আশা করি জুলাই মাসে দুটোই পেয়ে যাব।"অবিনাশ ছাড়া এই ছবিতে কাজ করছেন থিয়েটারের দুই অভিনেত্রী। একজন কস্তুরি চক্রবর্তী এবং অন্যজন ডেবিউটেন্ট সঙ্গীতা সিনহা। বড় পরদায় সঙ্গীতার এটা প্রথম কাজ। অবিনাশের বিপরীতে থাকছেন কস্তুরি, অবিনাশের লাভ ইন্টারেস্ট। অন্যদিকে সঙ্গীতাকে দেখা যাবে একজন বাঙালি গৃহবধূর চরিত্রে, যে কিনা তার বিবাহিত জীবনে সুখী নয়।
রিক্সাওয়ালা
কস্তুরি
কস্তুরি ও সঙ্গীতার সঙ্গেও কথা বলল ETV ভারত। কস্তুরী বললেন, "বাংলা ছবির স্বার্থে অ্যাসর্টেড মোশন পিকচারস যে পদক্ষেপ নিয়েছে, তাতে আমার বেশ ভালো লাগছে। কোনও জাতীয় প্রযোজনা সংস্থার সঙ্গে এটা আমার প্রথম কাজ। রামকমল স্যারের 'কেকওয়াক' ছবিটি আমার দারুণ ভালো লেগেছিল। আর এখন আমি রিক্সাওয়ালায় মতো ছবিতে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছি।" টেলি সিরিয়াল 'নটী বিনোদিনী'-তে অভিনয় করে বেশ জনপ্রিয়তা লাভ করেছেন কস্তুরি। 'রিক্সাওয়ালা' নিয়ে তিনি স্বাভাবিকভাবেই খুব উচ্ছ্বসিত। কস্তুরি নাট্যদল 'নান্দীকার' এবং 'ক্লাস অ্যাক্ট'-এর সঙ্গে যুক্ত। ২০১৮ সালে তিনি প্রথম ছবিতে অভিনয় করেন। প্রথমে রাজা ঘোষ পরিচালিত 'উড়ান' ছবিতে দেখা যায় তাঁকে। পরিচালক গোলাম সৌরভ দোদুলের বাংলাদেশী ছবি 'হঠাৎ তুমি'-তেও কাজ করেছেন কস্তুরি।অন্যদিকে সঙ্গীতা তাঁর অভিনয় ক্যারিয়ার শুরু করেন চন্দন সেনের নাট্যদল বর্ধমানে। এছাড়াও তিনি মিসেস 'এশিয়া গ্র্যান্ড ইউনিভার্স ২০১৯'-এর মতো সৌন্দর্য প্রতিযোগিতা জিতেছেন। ETV ভারতকে সঙ্গীতা বললেন, "রামদার এই ছবিতে কাজ করতে পাড়া সৌভাগ্যের ব্যাপার। আমি সবসময় রামদাকে একজন লেখক হিসেবে শ্রদ্ধা করেছি। এখন তিনি একজন প্রতিশ্রুতিমান চলচ্চিত্র পরিচালক। ছবির প্রযোজক অরিত্র যখন আমাকে ছবিটা সম্পর্কে বলে আমি তখনই গল্পটির প্রেমে পড়ে যাই।
রিক্সাওয়ালা
সঙ্গীতা
এর পাশাপাশি সংগীতা একজন ক্ল্যাসিকাল নৃত্যশিল্পী এবং গায়িকা। এবছর মিসেস এশিয়া গ্র্যান্ড ইউনিভার্স সৌন্দর্য প্রতিযোগিতায় ফিলিপিন্সে তিনি ভারতকে প্রতিনিধিত্ব করবেন। বললেন, "অরিত্রর কাছে আমি চিরকৃতজ্ঞ। রামদার সঙ্গে আমার পরিচয় করিয়ে দেন গৌরব দাগা। এটা সিনেমার পরদায় আমার প্রথম কাজ। খুব নার্ভাস আছি। তবে এক্সাইটমেন্ট হচ্ছে।"'রিক্সাওয়ালা' ছবিটির চিত্রনাট্য লিখেছেন গার্গী মুখোপাধ্যায়, সৈকত দাস এবং রামকমল। এই ছবির সিনেমাটোগ্রাফার মধুরা পালিত। মধুরা ইতিমধ্যেই কান ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটোগ্রাফার হিসেবে এনকারেজমেন্ট সম্মান পেয়ে ভারতবর্ষকে গর্বিত করেছেন। তাই এই ছবিতে মধুরাকে পাওয়াও সৌভাগ্যের ব্যাপার। ছবির সঙ্গীত নির্মাণ করেছেন নিরঞ্জন কৃষ্ণানু। পোস্টার তৈরি করেছেন পল্লবী নন্দন এবং এই ছবির সম্পাদক প্রণয় দাশগুপ্ত।

কলকাতা : অনেক কাণ্ড করে অবশেষে প্রতীক্ষিত মুখটা খুঁজে পেলেন রামকমল মুখোপাধ্যায়। ETV ভারতকে পরিচালক বললেন, "রিক্সাওয়ালার জন্য মুখ্য চরিত্র খুঁজতে খুঁজতে প্রায় হাল ছেড়ে দিচ্ছিলাম। কিছুতেই মনের মতো কাউকে পাচ্ছিলাম না। তারপর আমার এক বন্ধুর জন্মদিনে অবিনাশের সঙ্গে দেখা হল। ওকে দেখা মাত্রই ঝটকা লাগল। একেবারে হুবহু মনোজের মতো দেখতে। মনোজ রিক্সাওয়ালাই আমার ছবির মুখ্যচরিত্র।"

রিক্সাওয়ালা
অবিনাশ
"অবিনাশ থিয়েটারের ছাত্র এবং বহু বিজ্ঞাপনী ছবিতে কাজ করেছে। বহুচর্চিত ভোজপুরি ছবিতে তাঁকে দেখা গেছে", বললেন রাম কমল।তারপর যোগাযোগ করা হযল অবিনাশের সঙ্গে। অভিনেতা বললেন, "রামদা যখন আমাকে এই ছবির প্রস্তাব দিলেন আমি অবাক হয়ে গিয়েছিলাম। বাংলা ছবিতে কাজ করা যেন এক স্বপ্ন। জীবনের কয়েকটা বছর আমি বাংলায় কাটিয়েছি। কিন্তু কখনও বাংলা ছবিতে কাজ করার সুযোগ পাইনি।"কীভাবে এই ছবির জন্য রামকমল মুখোপাধ্যায় অবিনাশকে ডাকেন, সে প্রসঙ্গে অবিনাশ বলেন, " রামদা আমাকে কফি খেতে ডাকেন এবং ছবির চিত্রনাট্য পড়ে শোনান। শুনে আমার অসাধারণ মনে হয়। মনোজের চরিত্রটা অত্যন্ত কঠিন। শারীরিক ও মানসিকভাবে কঠোর হতে হবে অভিনেতাকে।"হারদিক শাহের 'দা জব' ছবিতে অভিনয় করেছেন অবিনাশ। জ্যোতি ডোগড়া এবং অশোক পুরঙ্গের ছাত্র তিনি। কবি এবং লেখক অবিনাশ, দুটি রিয়ালিটি ডান্স শো জিতেছেন। বললেন, "আমি রামদার 'কেক ওয়াক' দেখে মুগ্ধ হয়ে গেছি।"এবার প্রশ্ন হচ্ছে, রামকমল কেন বাংলার প্রতিভাবান অভিনেতাদের 'রিক্সাওয়ালা'-র মুখ্যচরিত্রে না নিয়ে একজন ভোজপুরি অভিনেতাকে কাস্ট করলেন? উত্তরে রামকমল বললেন, "আমাদের কাস্টিং এজেন্সি 'বক্স প্যাক এন্টারটেইনমেন্ট' তিন সপ্তাহ ধরে অডিশন নিয়েছে অভিনেতাদের। কিন্তু একজন বিহারী মানুষের মতো কোনও অভিনেতাকেই মনে হয়নি। মনোজের যেরকম ফিজ়িক, তার সঙ্গে মডেলদের ফিজ়িক মিলে যায়। কিন্তু মুখশ্রীতে মানানসই নয়। এদিকে যেসব বাঙালি অভিনেতাদের মুখশ্রীর সঙ্গে মনোজের কিছুটা মিল রয়েছে, তাঁদের আবার ফিজ়িক ভালো নয়।"
রিক্সাওয়ালা
পরিচালক রামকমল
রাম কমল আরও বললেন, "আমরা যদি ঋতুপর্ণ ঘোষের অন্দরমহল ছবিটা দেখি, তাহলে সেখানে তিনি অভিষেক বচ্চনকে কাস্ট করেছিলেন একজন বিহারীর চরিত্রে। ঋতুদা কিন্তু সঠিক চেহারার অভিনেতাদের তাঁর ছবিতে কাস্ট করতেন। আমিও তাতেই বিশ্বাসী।"অদ্ভুত কাকতালীয় ব্যাপার। বিগত দু'সপ্তাহ ধরে একটি নির্দিষ্ট ডায়ালেক্টের ভাষা এবং বডি ল্যাঙ্গুয়েজের উপর কাজ করছেন অবিনাশ। রামকমল বললেন, "অবিনাশ একজন ডেডিকেটেড ও সিরিয়াস অভিনেতা। আমাকে ও বলল, রামদা তুমি আমাকে ডায়লগগুলো রেকর্ড করে দাও। আমি ঠিকঠাক উচ্চারণে সেটা প্র্যাকটিস করব। এমনকি আর কয়েকদিনের মধ্যেই অবিনাশ কলকাতায় আসবে, হাতে টানা রিকশা চালানো প্র্যাকটিস করতে।"'রিক্সাওয়ালা' ছবির প্রযোজক অরিত্র দাস, শৈলেন্দ্র কুমার এবং গৌরব দাগা। এটি অ্যাসর্টেড মোশন পিকচার্স এবং SS1 এন্টারটেনমেন্টের ছবি। ছবির শুটিং শুরু হবে জুলাই মাস থেকে। কারণ একটাই, জুলাই মাসের আবহাওয়া এই ছবির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রামকমল বললেন, " আমার এই ছবির গল্পের জন্য গ্রীষ্ম এবং বর্ষা দুটোই খুব গুরুত্বপূর্ণ। আশা করি জুলাই মাসে দুটোই পেয়ে যাব।"অবিনাশ ছাড়া এই ছবিতে কাজ করছেন থিয়েটারের দুই অভিনেত্রী। একজন কস্তুরি চক্রবর্তী এবং অন্যজন ডেবিউটেন্ট সঙ্গীতা সিনহা। বড় পরদায় সঙ্গীতার এটা প্রথম কাজ। অবিনাশের বিপরীতে থাকছেন কস্তুরি, অবিনাশের লাভ ইন্টারেস্ট। অন্যদিকে সঙ্গীতাকে দেখা যাবে একজন বাঙালি গৃহবধূর চরিত্রে, যে কিনা তার বিবাহিত জীবনে সুখী নয়।
রিক্সাওয়ালা
কস্তুরি
কস্তুরি ও সঙ্গীতার সঙ্গেও কথা বলল ETV ভারত। কস্তুরী বললেন, "বাংলা ছবির স্বার্থে অ্যাসর্টেড মোশন পিকচারস যে পদক্ষেপ নিয়েছে, তাতে আমার বেশ ভালো লাগছে। কোনও জাতীয় প্রযোজনা সংস্থার সঙ্গে এটা আমার প্রথম কাজ। রামকমল স্যারের 'কেকওয়াক' ছবিটি আমার দারুণ ভালো লেগেছিল। আর এখন আমি রিক্সাওয়ালায় মতো ছবিতে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছি।" টেলি সিরিয়াল 'নটী বিনোদিনী'-তে অভিনয় করে বেশ জনপ্রিয়তা লাভ করেছেন কস্তুরি। 'রিক্সাওয়ালা' নিয়ে তিনি স্বাভাবিকভাবেই খুব উচ্ছ্বসিত। কস্তুরি নাট্যদল 'নান্দীকার' এবং 'ক্লাস অ্যাক্ট'-এর সঙ্গে যুক্ত। ২০১৮ সালে তিনি প্রথম ছবিতে অভিনয় করেন। প্রথমে রাজা ঘোষ পরিচালিত 'উড়ান' ছবিতে দেখা যায় তাঁকে। পরিচালক গোলাম সৌরভ দোদুলের বাংলাদেশী ছবি 'হঠাৎ তুমি'-তেও কাজ করেছেন কস্তুরি।অন্যদিকে সঙ্গীতা তাঁর অভিনয় ক্যারিয়ার শুরু করেন চন্দন সেনের নাট্যদল বর্ধমানে। এছাড়াও তিনি মিসেস 'এশিয়া গ্র্যান্ড ইউনিভার্স ২০১৯'-এর মতো সৌন্দর্য প্রতিযোগিতা জিতেছেন। ETV ভারতকে সঙ্গীতা বললেন, "রামদার এই ছবিতে কাজ করতে পাড়া সৌভাগ্যের ব্যাপার। আমি সবসময় রামদাকে একজন লেখক হিসেবে শ্রদ্ধা করেছি। এখন তিনি একজন প্রতিশ্রুতিমান চলচ্চিত্র পরিচালক। ছবির প্রযোজক অরিত্র যখন আমাকে ছবিটা সম্পর্কে বলে আমি তখনই গল্পটির প্রেমে পড়ে যাই।
রিক্সাওয়ালা
সঙ্গীতা
এর পাশাপাশি সংগীতা একজন ক্ল্যাসিকাল নৃত্যশিল্পী এবং গায়িকা। এবছর মিসেস এশিয়া গ্র্যান্ড ইউনিভার্স সৌন্দর্য প্রতিযোগিতায় ফিলিপিন্সে তিনি ভারতকে প্রতিনিধিত্ব করবেন। বললেন, "অরিত্রর কাছে আমি চিরকৃতজ্ঞ। রামদার সঙ্গে আমার পরিচয় করিয়ে দেন গৌরব দাগা। এটা সিনেমার পরদায় আমার প্রথম কাজ। খুব নার্ভাস আছি। তবে এক্সাইটমেন্ট হচ্ছে।"'রিক্সাওয়ালা' ছবিটির চিত্রনাট্য লিখেছেন গার্গী মুখোপাধ্যায়, সৈকত দাস এবং রামকমল। এই ছবির সিনেমাটোগ্রাফার মধুরা পালিত। মধুরা ইতিমধ্যেই কান ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটোগ্রাফার হিসেবে এনকারেজমেন্ট সম্মান পেয়ে ভারতবর্ষকে গর্বিত করেছেন। তাই এই ছবিতে মধুরাকে পাওয়াও সৌভাগ্যের ব্যাপার। ছবির সঙ্গীত নির্মাণ করেছেন নিরঞ্জন কৃষ্ণানু। পোস্টার তৈরি করেছেন পল্লবী নন্দন এবং এই ছবির সম্পাদক প্রণয় দাশগুপ্ত।
Intro:গত একমাস ধরে হন্যে হয়ে 'রিক্সাওয়ালা' ছবির জন্য মুখ্যচরিত্রের সন্ধানে ছিলেন পরিচালক রামকমল মুখোপাধ্যায়। শেষে পেলেন ভোজপুরি অভিনেতা অবিনাশ দ্বিবেদীকে। সেই সঙ্গে ETV ভারতকে তিনি একান্তভাবে জানালেন ছবির অন্যান্য কলাকুশলী কারা।


Body:রামকমল বললেন, "রিক্সাওয়ালার জন্য মুখ্য চরিত্র খুঁজতে খুঁজতে প্রায় হাল ছেড়ে দিচ্ছিলাম। কিছুতেই মনের মতো কাউকে পাচ্ছিলাম না। তারপর আমার এক বন্ধুর জন্মদিনে অবিনাশের সঙ্গে দেখা হল। ওকে দেখা মাত্রই ঝটকা লাগল। একেবারে হুবহু মনোজের মতো দেখতে। মনোজ রিক্সাওয়ালা ছবিতে আমার মুখ্যচরিত্র।"

"অবিনাশ থিয়েটারের ছাত্র এবং বহু বিজ্ঞাপনী ছবিতে কাজ করেছে। বহুচর্চিত ভোজপুরি ছবিতে তাঁকে দেখা গেছে", বললেন রাম কমল।

তারপর যোগাযোগ করা হয় অবিনাশের সঙ্গে। ETV ভারত অবিনাশকে বললেন, "রামদা যখন আমাকে এই ছবির প্রস্তাব দিলেন আমি অবাক হয়ে গিয়েছিলাম। বাংলা ছবিতে কাজ করা যেন এক স্বপ্ন। জীবনের কয়েকটা বছর আমি বাংলায় কাটিয়েছি। কিন্তু কখনও বাংলা ছবিতে কাজ করার সুযোগ পাইনি।"

কীভাবে এই ছবির জন্য রামকমল মুখোপাধ্যায় অবিনাশকে ডাকেন, সে প্রসঙ্গে অবিনাশ বলেন, " রামদা আমাকে কফি খেতে ডাকেন এবং ছবির চিত্রনাট্য পড়ে শোনান। শুনে আমার অসাধারণ মনে হয়। মনোজের চরিত্রটা অত্যন্ত কঠিন। শারীরিক ও মানসিকভাবে কঠোর হতে হবে।"

হারদিক শাহের 'দা জব' ছবিতে অভিনয় করেছেন অবিনাশ। জ্যোতি ডোগড়া এবং অশোক পুরঙ্গের ছাত্র তিনি। কবি এবং লেখক অবিনাশ দুটি রিয়ালিটি ডান্স শো জিতেছেন। বললেন, "আমি রামদার 'কেক ওয়াক'। মুগ্ধ হয়ে গেছি।"

এবার প্রশ্ন হচ্ছে, রামকমল কেন বাংলার প্রতিভাবান অভিনেতাদের রিক্সাওয়ালার মুখ্যচরিত্রে না নিয়ে একজন ভোজপুরি অভিনেতাকে কাস্ট করলেন? উত্তরে রামকমল বললেন, "আমাদের কাস্টিং এজেন্সি বক্স প্যাক এন্টারটেইনমেন্ট তিন সপ্তাহ ধরে অডিশন নিয়েছে অভিনেতাদের। কিন্তু একজন বিহারী মানুষের মতো কোনও অভিনেতাকেই মনে হয়নি। মনোজের যেরকম ফিজিক, তার সঙ্গে মডেলদের ফিজিক মিলে যায়। কিন্তু মুখশ্রীতে মানানসই নয়। এদিকে যেসব বাঙালি অভিনেতাদের মুখশ্রীর সঙ্গে মনোজের কিছুটা মিল, তাঁদের আবার ফিজিক ভালো নয়।"

রাম কমল আরও বললেন, "আমরা যদি ঋতুপর্ণ ঘোষের অন্দরমহল ছবিটা দেখি, তাহলে সেখানে তিনি অভিষেক বচ্চনকে কাস্ট করেছিলেন একজন বিহারীর চরিত্রে। ঋতুদা কিন্তু সঠিক চেহারার অভিনেতাদের তাঁর ছবিতে কাস্ট করতেন। আমিও তাতেই বিশ্বাসী।"

অদ্ভুত কাকতালীয় ব্যাপার। বিগত দু'সপ্তাহ ধরে একটি নির্দিষ্ট ভাষার ডায়ালেক্ট ভাষা এবং বডি ল্যাঙ্গুয়েজের উপর কাজ করছেন অবিনাশ। রামকমল বললেন, "অবিনাশ একজন ডেডিকেটেড ও সিরিয়াস অভিনেতা। আমাকে ও বলল, রামদা তুমি আমাকে ডায়লগগুলো রেকর্ড করে দাও। আমি ঠিক ঠাক উচ্চারণে সেটা প্র্যাকটিস করব। এমনকী আর কয়েকদিনের মধ্যেই অবিনাশ কলকাতায় আসবে, হাতে টানা রিকশা চালান প্র্যাকটিস করতে।"

রিক্সাওয়ালা ছবির প্রযোজক অরিত্র দাস শৈলেন্দ্র কুমার এবং গৌরব দাগা। এটি অ্যাসর্টেড মোশন পিকচার্স এবং SS1 এন্টারটেনমেন্টের ছবি। ছবির শুটিং শুরু হবে জুলাই মাস থেকে। কারণ একটাই, জুলাই মাসের আবহাওয়া এই ছবির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রামকমল বললেন, " আমার এই ছবির গল্পের জন্য গ্রীষ্ম এবং বর্ষা দুটোই খুব গুরুত্বপূর্ণ। আশা করি জুলাই মাসে দুটোই পেয়ে যাব।"

অবিনাশ ছাড়া এই ছবিতে কাজ করছেন থিয়েটারের দুই অভিনেত্রী। একজন কস্তুরী চক্রবর্তী। এবং অন্যজন ডেবুট্যান্ট সঙ্গীতা সিনহা। বড় পর্দায় সঙ্গীতার এটা প্রথম কাজ। অবিনাশের বিপরীতে থাকছেন কস্তুরী, অবিনাশের লাভ ইন্টারেস্ট। অন্যদিকে সঙ্গীতাকে দেখা যাবে একজন বাঙালি গৃহবধূর চরিত্রে, যে কিনা তার বিবাহিত জীবনে সুখী নয়।

কস্তুরী ও সঙ্গীতার সঙ্গেও কথা বলল ETV ভারত। কস্তুরী বললেন, "বাংলা ছবির স্বার্থে অ্যাসর্টেড মোশন পিকচারস যে পদক্ষেপ নিয়েছে, তাতে আমার বেশ ভালো লাগছে। কোনও জাতীয় প্রযোজনা সংস্থার সঙ্গে এটা আমার প্রথম কাজ। রামকমল স্যারের কেকওয়াক ছবিটি আমার দারুণ ভালো লেগেছিল। আর এখন আমি রিক্সাওয়ালায় মতো ছবিতে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছি।" টেলি সিরিয়াল নটী বিনোদিনীতে অভিনয় করে বেশ জনপ্রিয়তা লাভ করেছেন কস্তুরী। রিক্সাওয়ালা নিয়ে তিনি স্বাভাবিকভাবেই খুব উচ্ছ্বসিত। কস্তুরী নাট্যদল নান্দীকার এবং ক্লাস অ্যাক্টের সঙ্গে যুক্ত। ২০১৮ সালে শুরু হয় তাঁর ছবিতে প্রথম অভিনয়। প্রথমে রাজা ঘোষ পরিচালিত 'উড়ান' ছবিতে দেখা যায় তাঁকে। পরিচালক গোলাম সৌরভ দোদুলের বাংলাদেশী ছবি 'হঠাৎ তুমি'তেও কাজ করেছেন কস্তুরী।

অন্যদিকে সঙ্গীতা তাঁর অভিনয় ক্যারিয়ার শুরু করেন চন্দন সেনের নাট্যদল বর্ধমানে। এছাড়াও তিনি মিসেস 'এশিয়া গ্র্যান্ড ইউনিভার্স ২০১৯'এর মতো সৌন্দর্য প্রতিযোগিতা জিতেছেন। ETV ভারতকে সঙ্গীতা বললেন, "রামদার এই ছবিতে কাজ করতে পাড়া সৌভাগ্যের ব্যাপার। আমি সবসময় রামদাকে একজন লেখক হিসেবে শ্রদ্ধা করেছি। এখন তিনি একজন প্রতিশ্রুতিমান চলচ্চিত্র পরিচালক। ছবির প্রযোজক অরিত্র যখন আমাকে ছবিটা সম্পর্কে বলে আমি তখনই গল্পটির প্রেমে পড়ে যাই।

এর পাশাপাশি সংগীত একজন ক্ল্যাসিকাল নৃত্যশিল্পী এবং গায়িকা। এবছর মিসেস এশিয়া ইউনিভার্স সৌন্দর্য প্রতিযোগিতায় ফিলিপিন্সে তিনি ভারতকে প্রতিনিধিত্ব করবেন। বললেন, "অরিত্রর কাছে আমি চির কৃতজ্ঞ। রামদার সঙ্গে আমার পরিচয় করিয়ে দেন গৌরব দাগা। এটা সিনেমার পর্দায় আমার প্রথম কাজ। খুব নার্ভাস আছি। তবে এক্সাইটমেন্ট হচ্ছে।"








Conclusion:রিক্সাওয়ালা ছবিটির চিত্রনাট্য লিখেছেন গার্গী মুখোপাধ্যায়, সৈকত দাস এবং রামকমল। এই ছবির সিনেমাটোগ্রাফার মধুরা পালিত। মধুরা ইতিমধ্যেই কান ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটোগ্রাফার হিসেবে এনকারেজমেন্ট সম্মান পেয়ে ভারতবর্ষকে গর্বিত করেছেন। তাই এই ছবিতে মধুরাকে পাওয়াও সৌভাগ্যের ব্যাপার। ছবির সঙ্গীত নির্মাণ করেছেন নিরঞ্জন কৃষ্ণানু। পোস্টার তৈরি করেছেন পল্লবী নন্দন। এবং এই ছবির সম্পাদক প্রণয় দাশগুপ্ত।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.