ETV Bharat / sitara

হার্টল্যান্ড ফিল্ম ফেস্টিভালে অফিসিয়াল সিলেকশন 'এক যে ছিল রাজা'-র

author img

By

Published : Sep 17, 2019, 10:39 AM IST

ইন্ডিয়ানাপলিসের হার্টল্যান্ড ফিল্ম ফেস্টিভালে অফিসিয়াল সিলেকশন হল 'এক যে ছিল রাজা'-র । এর আগে সেরা বাংলা ছবি হিসেবে জাতীয় পুরস্কার জিতে নিয়েছে ।

এক যে ছিল রাজা

কলকাতা : সৃজিত মুখার্জি পরিচালিত ছবি 'এক যে ছিল রাজা' জাতীয় পুরস্কার জিতে নেওয়ার পর এবার পাড়ি দিল ইন্ডিয়ানাপলিসে । সেখানে 28 তম হার্টল্যান্ড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে অফিসিয়াল সিলেকশন হয়েছে ছবিটির ।

16 টি রাজ্য, জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারের সঙ্গে একটি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে 7 তম অফিসিয়াল নির্বাচন হল 'এক যে ছিল রাজা'-র । এর আগে সেরা বাংলা ছবি হিসেবে জাতীয় পুরস্কার নিজের ঝুলিতে পুরে নিয়েছে ছবিটি ।

একটি ভালো বিষয়, দুর্দান্ত সিনেম্যাটিক গতি ও অসাধারণ অভিনয় দিয়ে 'এক যে ছিল রাজা' তৈরি করেছেন পরিচালক । ছবির বিষয়বস্তু ও অভিনয়ের বিশেষভাবে উল্লেখ প্রয়োজন ।

  • #EkJeChhiloRaja is now an official selection at the 28th Heartland International Film Festival at Indianapolis. This is the film's 7th official selection at an international film festival along with its 16 state, national and international awards. Congrats to the team!

    — Srijit Mukherji (@srijitspeaketh) September 15, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এছাড়াও, ব্রিটিশ ঔপনিবেশিক সময়কে সুন্দরভাবে ছবিতে তুলে ধরা হয়েছে । ইন্দ্রদীপ দাশগুপ্তর অসাধারণ সংগীত অভিনয়কে আরও শক্তিশালী করে তুলেছে । ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন জিশু সেনগুপ্ত, জয়া আহসান, অনির্বাণ ভট্টাচার্য ও রুদ্রনীল ঘোষ । ছবিটি 2018 সালে মুক্তি পেয়েছে ।

কলকাতা : সৃজিত মুখার্জি পরিচালিত ছবি 'এক যে ছিল রাজা' জাতীয় পুরস্কার জিতে নেওয়ার পর এবার পাড়ি দিল ইন্ডিয়ানাপলিসে । সেখানে 28 তম হার্টল্যান্ড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে অফিসিয়াল সিলেকশন হয়েছে ছবিটির ।

16 টি রাজ্য, জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারের সঙ্গে একটি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে 7 তম অফিসিয়াল নির্বাচন হল 'এক যে ছিল রাজা'-র । এর আগে সেরা বাংলা ছবি হিসেবে জাতীয় পুরস্কার নিজের ঝুলিতে পুরে নিয়েছে ছবিটি ।

একটি ভালো বিষয়, দুর্দান্ত সিনেম্যাটিক গতি ও অসাধারণ অভিনয় দিয়ে 'এক যে ছিল রাজা' তৈরি করেছেন পরিচালক । ছবির বিষয়বস্তু ও অভিনয়ের বিশেষভাবে উল্লেখ প্রয়োজন ।

  • #EkJeChhiloRaja is now an official selection at the 28th Heartland International Film Festival at Indianapolis. This is the film's 7th official selection at an international film festival along with its 16 state, national and international awards. Congrats to the team!

    — Srijit Mukherji (@srijitspeaketh) September 15, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এছাড়াও, ব্রিটিশ ঔপনিবেশিক সময়কে সুন্দরভাবে ছবিতে তুলে ধরা হয়েছে । ইন্দ্রদীপ দাশগুপ্তর অসাধারণ সংগীত অভিনয়কে আরও শক্তিশালী করে তুলেছে । ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন জিশু সেনগুপ্ত, জয়া আহসান, অনির্বাণ ভট্টাচার্য ও রুদ্রনীল ঘোষ । ছবিটি 2018 সালে মুক্তি পেয়েছে ।

Intro:Body:

Ek je Chilo Raja


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.