ETV Bharat / sitara

Sreelekha Mitra: ডেটের লোভেই দত্তক শশাঙ্কের ? কুকুরের মৃত্যুতে চোখের জলে নিজেকেই দুষলেন শ্রীলেখা - শশাঙ্ক ভাভসার

ডেটের লোভেই কুকুর দত্তক (Dog Adopted) নিয়েছিলেন শশাঙ্ক ভাভসার (Shasanka Bhavsar)৷ সেই কুকুরটির মৃত্যুতে এই অভিযোগ তুললেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) ৷ জুরিখ থেকে তিনি চোখের জলে ফেসবুক লাইভ করে নিজেকে এ জন্য দুষেছেন ৷

dog adopted by shasanka bhavsar after coffee date died, Sreelekha Mitra crying by blaming herself
ডেটের লোভেই দত্তক শশাঙ্কের ? কুকুরের মৃত্যুর জন্য চোখের জলে নিজেকেই দুষলেন শ্রীলেখা
author img

By

Published : Aug 24, 2021, 4:50 PM IST

কলকাতা, 24 অগস্ট : শুধুমাত্র অভিনেত্রী শ্রীলেখা মিত্রের সঙ্গে ডেট করার জন্য অনাথ সারমেয়কে দত্তক নিয়েছিলেন রেড ভলান্টিয়ার্সের সদস্য শশাঙ্ক ভাভসার ? এই অভিযোগই উঠল তাঁর বিরুদ্ধে ৷ সুস্থ কুকুরটি দুর্ঘটনায় মারা গিয়েছে, এই খবর প্রকাশ্যে আসার পর ভেঙে পড়েছেন স্বয়ং শ্রীলেখা ৷ জুরিখ থেকে ফেসবুক লাইভ করে এই ঘটনার জন্য নিজেকেই দায়ী করেছেন তিনি ৷ কান্নায় বিধ্বস্ত ছিল তাঁর চোখমুখ ৷ ভেজা চোখ, ধরা গলাতেই তিনি জানালেন, ফ্যান ফলোয়িং বাড়ানোর জন্য তিনি এ সব করেননি ৷ তিনি শুধু সচেতনতা বাড়াতে চেয়েছিলেন ৷

অনাথ পথপশুকে কেউ দত্তক নিলে, তিনি তাঁর সঙ্গে কফি ডেটে যাবেন ৷ চলতি বছরের 14 জুলাই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই খোলা অফার দিয়েছিলেন শ্রীলেখা মিত্র ৷ কথা রেখেছিলেন অভিনেত্রী ৷ একটি পথকুকুরকে দত্তক নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় কফি শপে গিয়ে তিনি ডেট করেছিলেন রেড ভলান্টিয়ার্সের সদস্য শশাঙ্ক ভাভসারের সঙ্গে ৷ কিন্তু সেই কুকুরটিই নাকি পথদুর্ঘটনায় মারা গিয়েছে ৷ এরপরই অভিযোগ উঠেছে যে, কুকুরটিকে ভালবেসে নয়, শুধু শ্রীলেখার সঙ্গে ডেট করার জন্যই সেটিকে দত্তক নিয়েছিলেন শশাঙ্ক ৷

dog adopted by shasanka bhavsar after coffee date died, Sreelekha Mitra crying by blaming herself
ডেটের লোভেই দত্তক শশাঙ্কের ? কুকুরের মৃত্যুর জন্য চোখের জলে নিজেকেই দুষলেন শ্রীলেখা

আরও পড়ুন: Sreelekha Mitra: সৌন্দর্যের গোপন রহস্য কী ? শ্রীলেখার জবাব - এজ নো বার, সেক্স বারবার

দময়ন্তী সেন নামে যে কুকুরপ্রেমী শ্রীলেখার কথায় শশাঙ্ককে কুকুরটি দিয়েছিলেন, তিনি ভিডিয়ো বার্তায় এই নিয়ে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন ৷ শশাঙ্ককে তিনি দেখে নেবেন বলেও হুমকি দিয়েছেন ৷ কুকুরটিকে মেরে ফেলা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি ৷ সেই পোস্টে অনেকেই এই ঘটনার জন্য দায়ী করেন অভিনেত্রীকে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: সিক্ত শরীরে চানঘরের গান, বর্ষায় প্রেমে পড়ার হাতছানি স্বস্তিকা-শ্রীলেখার

নিজের ফেসবুকের পাতায় গর্জে ওঠেন শ্রীলেখাও ৷ তিনি বর্তমানে জুরিখে রয়েছেন ৷ ভেনিস চলচ্চিত্র উৎসবে তাঁর অভিনীত ছবি 'ওয়ান্স আপন আ টাইম ইন কলকাতা' আমন্ত্রণ পেয়েছে । সেখান থেকেই তিনি লেখেন, "শশাঙ্ক ভাভসার, রেড ভলান্টিয়ার না তুমি ? আমার থেকে যে কুকুরের বাচ্চাটিকে নিলে, তার হদিশ দাও ৷ এত বড় সাহস তোমার ? বাচ্চাটাকে রাখতে না পারলে নিয়েছিলে কোন আস্পর্ধায় ? আমার সাথে ডেটে যাওয়ার লোভে ? ছিঃ, তুমি রেড ভলান্টিয়ারের নামে কলঙ্ক ৷ তোমায় হাতের সামনে পেলে মেরেই ফেলতাম ৷ দময়ন্তী সেন, ছাড়বি না এটাকে ৷ আর আমাকেও ক্ষমা করিস না ৷ এই বাজে ছেলেটাকে ভরসা করে কুকুর দেওয়ার জন্য আমিই নিজেকে ক্ষমা করব না ৷ মেরে ফেলল ওকে ৷ এর শেষ দেখে ছাড়ব শশাঙ্ক ৷"

আরও পড়ুন: Tom Cruise: আশা ভোঁসলের রেস্তোরাঁয় 2 বার চিকেন টিক্কা মশলা অর্ডার করলেন টম ক্রুজ

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এখানেই না-থেমে জুরিখ থেকে ফেসবুক লাইভও করেন শ্রীলেখা মিত্র ৷ হোটেলের বিছানায় শুয়ে ছলছল চোখে তিনি জানান, এই ঘটনায় তিনি বিধ্বস্ত ৷ সে জন্য একটি নির্ধারিত কাজে যাওয়ার থাকলেও তিনি হোটেলের ঘর থেকে আজ বেরোতে পারেননি ৷ শশাঙ্ক-কাণ্ডের জন্য নিজেকেই দায়ী করেছেন তিনি ৷ শ্রীলেখার কথায়, "আমি ফ্যান ফলোয়িং বাড়ানোর জন্য এটা করিনি ৷ আমি নিজেও রাস্তার কুকুর দত্তক নিয়েছি ৷ তারা আমার ছেলের মতো ৷ যদি কেউ দত্তক নেয়, তাহলে তাঁকে কফি খাওয়ার আমন্ত্রণ থাকবে ৷ এটা বলেছিলাম ৷ কিন্তু সে শুধু সেই কফি ডেটের জন্য দত্তক নেবে সেটা আমার পক্ষে বোঝা সম্ভব ছিল না ৷ আমি এটা করে সচেতনতা বাড়ানোর চেষ্টা করেছিলাম ৷"

আরও পড়ুন: Srabanti Chatterjee : উত্তেজক পোশাক, হাতে পানীয়ের গ্লাস; মালদ্বীপ সফরের ছবি পোস্ট শ্রাবন্তীর

এই পোস্ট দেখে শ্রীলেখাকে সমবেদনা জানিয়েছেন তাঁর অনুরাগীরা ৷ অভিনেত্রীর উদ্দেশ্য সৎ-ই ছিল বলে সান্ত্বনা দেন তাঁরা ৷

কলকাতা, 24 অগস্ট : শুধুমাত্র অভিনেত্রী শ্রীলেখা মিত্রের সঙ্গে ডেট করার জন্য অনাথ সারমেয়কে দত্তক নিয়েছিলেন রেড ভলান্টিয়ার্সের সদস্য শশাঙ্ক ভাভসার ? এই অভিযোগই উঠল তাঁর বিরুদ্ধে ৷ সুস্থ কুকুরটি দুর্ঘটনায় মারা গিয়েছে, এই খবর প্রকাশ্যে আসার পর ভেঙে পড়েছেন স্বয়ং শ্রীলেখা ৷ জুরিখ থেকে ফেসবুক লাইভ করে এই ঘটনার জন্য নিজেকেই দায়ী করেছেন তিনি ৷ কান্নায় বিধ্বস্ত ছিল তাঁর চোখমুখ ৷ ভেজা চোখ, ধরা গলাতেই তিনি জানালেন, ফ্যান ফলোয়িং বাড়ানোর জন্য তিনি এ সব করেননি ৷ তিনি শুধু সচেতনতা বাড়াতে চেয়েছিলেন ৷

অনাথ পথপশুকে কেউ দত্তক নিলে, তিনি তাঁর সঙ্গে কফি ডেটে যাবেন ৷ চলতি বছরের 14 জুলাই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই খোলা অফার দিয়েছিলেন শ্রীলেখা মিত্র ৷ কথা রেখেছিলেন অভিনেত্রী ৷ একটি পথকুকুরকে দত্তক নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় কফি শপে গিয়ে তিনি ডেট করেছিলেন রেড ভলান্টিয়ার্সের সদস্য শশাঙ্ক ভাভসারের সঙ্গে ৷ কিন্তু সেই কুকুরটিই নাকি পথদুর্ঘটনায় মারা গিয়েছে ৷ এরপরই অভিযোগ উঠেছে যে, কুকুরটিকে ভালবেসে নয়, শুধু শ্রীলেখার সঙ্গে ডেট করার জন্যই সেটিকে দত্তক নিয়েছিলেন শশাঙ্ক ৷

dog adopted by shasanka bhavsar after coffee date died, Sreelekha Mitra crying by blaming herself
ডেটের লোভেই দত্তক শশাঙ্কের ? কুকুরের মৃত্যুর জন্য চোখের জলে নিজেকেই দুষলেন শ্রীলেখা

আরও পড়ুন: Sreelekha Mitra: সৌন্দর্যের গোপন রহস্য কী ? শ্রীলেখার জবাব - এজ নো বার, সেক্স বারবার

দময়ন্তী সেন নামে যে কুকুরপ্রেমী শ্রীলেখার কথায় শশাঙ্ককে কুকুরটি দিয়েছিলেন, তিনি ভিডিয়ো বার্তায় এই নিয়ে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন ৷ শশাঙ্ককে তিনি দেখে নেবেন বলেও হুমকি দিয়েছেন ৷ কুকুরটিকে মেরে ফেলা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি ৷ সেই পোস্টে অনেকেই এই ঘটনার জন্য দায়ী করেন অভিনেত্রীকে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: সিক্ত শরীরে চানঘরের গান, বর্ষায় প্রেমে পড়ার হাতছানি স্বস্তিকা-শ্রীলেখার

নিজের ফেসবুকের পাতায় গর্জে ওঠেন শ্রীলেখাও ৷ তিনি বর্তমানে জুরিখে রয়েছেন ৷ ভেনিস চলচ্চিত্র উৎসবে তাঁর অভিনীত ছবি 'ওয়ান্স আপন আ টাইম ইন কলকাতা' আমন্ত্রণ পেয়েছে । সেখান থেকেই তিনি লেখেন, "শশাঙ্ক ভাভসার, রেড ভলান্টিয়ার না তুমি ? আমার থেকে যে কুকুরের বাচ্চাটিকে নিলে, তার হদিশ দাও ৷ এত বড় সাহস তোমার ? বাচ্চাটাকে রাখতে না পারলে নিয়েছিলে কোন আস্পর্ধায় ? আমার সাথে ডেটে যাওয়ার লোভে ? ছিঃ, তুমি রেড ভলান্টিয়ারের নামে কলঙ্ক ৷ তোমায় হাতের সামনে পেলে মেরেই ফেলতাম ৷ দময়ন্তী সেন, ছাড়বি না এটাকে ৷ আর আমাকেও ক্ষমা করিস না ৷ এই বাজে ছেলেটাকে ভরসা করে কুকুর দেওয়ার জন্য আমিই নিজেকে ক্ষমা করব না ৷ মেরে ফেলল ওকে ৷ এর শেষ দেখে ছাড়ব শশাঙ্ক ৷"

আরও পড়ুন: Tom Cruise: আশা ভোঁসলের রেস্তোরাঁয় 2 বার চিকেন টিক্কা মশলা অর্ডার করলেন টম ক্রুজ

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এখানেই না-থেমে জুরিখ থেকে ফেসবুক লাইভও করেন শ্রীলেখা মিত্র ৷ হোটেলের বিছানায় শুয়ে ছলছল চোখে তিনি জানান, এই ঘটনায় তিনি বিধ্বস্ত ৷ সে জন্য একটি নির্ধারিত কাজে যাওয়ার থাকলেও তিনি হোটেলের ঘর থেকে আজ বেরোতে পারেননি ৷ শশাঙ্ক-কাণ্ডের জন্য নিজেকেই দায়ী করেছেন তিনি ৷ শ্রীলেখার কথায়, "আমি ফ্যান ফলোয়িং বাড়ানোর জন্য এটা করিনি ৷ আমি নিজেও রাস্তার কুকুর দত্তক নিয়েছি ৷ তারা আমার ছেলের মতো ৷ যদি কেউ দত্তক নেয়, তাহলে তাঁকে কফি খাওয়ার আমন্ত্রণ থাকবে ৷ এটা বলেছিলাম ৷ কিন্তু সে শুধু সেই কফি ডেটের জন্য দত্তক নেবে সেটা আমার পক্ষে বোঝা সম্ভব ছিল না ৷ আমি এটা করে সচেতনতা বাড়ানোর চেষ্টা করেছিলাম ৷"

আরও পড়ুন: Srabanti Chatterjee : উত্তেজক পোশাক, হাতে পানীয়ের গ্লাস; মালদ্বীপ সফরের ছবি পোস্ট শ্রাবন্তীর

এই পোস্ট দেখে শ্রীলেখাকে সমবেদনা জানিয়েছেন তাঁর অনুরাগীরা ৷ অভিনেত্রীর উদ্দেশ্য সৎ-ই ছিল বলে সান্ত্বনা দেন তাঁরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.