ETV Bharat / sitara

Dev at CBI Office : এনামুলকে চিনি না, সিবিআই দফতর থেকে বেরিয়ে বললেন দেব - Dev Statement After CBI enquiry

দীর্ঘ পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর অবশেষে সিবিআই দফতর থেকে বেরোলেন অভিনেতা তথা সাংসদ দেব (Dev Statement on Enamul Haque)। তিনি জানান এনামুল হক নামের কাউকে তিনি চেনেন না ৷ তার কাছ কোনও রকমের উপহারও তিনি কখনও নেননি ৷

(Dev Statement After CBI enquiry)
এনামুলকে চিনি না, সিবিআই দফতর থেকে বেরিয়ে বললেন দেব
author img

By

Published : Feb 15, 2022, 4:47 PM IST

Updated : Feb 15, 2022, 5:34 PM IST

কলকাতা, 15 ফেব্রুয়ারি : দীর্ঘ পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর অবশেষে বিকেল চারটে সাত নাগাদ কলকাতার নিজাম প্যালেসে সিবিআই দফতর থেকে বেরিয়ে এলেন অভিনেতা তথা সাংসদ দীপক অধিকারী ওরফে দেব (Dev Statement After CBI enquiry)। তারপর সাংবাদিকদের জানান, তিনি এনামুল হককে চেনেন না । এমনকি এনামুল হকের কাছ থেকে কোনও রকমের উপহারও তিনি কখনও নেননি ৷ কিন্তু কেন এতক্ষণ ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হল সেই ব্যাপারে অবশ্য মুখ খুলতে চাননি অভিনেতা ৷ বরং এই বিষয়টা সিবিআই-কে জিজ্ঞাসা করা উচিত বলে জানান দেব।

মোট দুটি পর্যায়ে দেবকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআইয়ের আধিকারিকরা ৷ প্রথম পর্যায়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী অফিসার ৷ দ্বিতীয় রাউন্ডে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন ডিআইজি পদমর্যাদার এক সিবিআই আধিকারিক । বিশেষ কিছু প্রশ্নের উত্তর দেব এড়িয়ে গিয়েছেন বলেই দাবি করা হয়েছে । সিবিআই সূত্রের খবর, প্রয়োজনে ফের তাঁকে ডাকা হতে পারে । সাংসদকে জিজ্ঞাসাবাদ করার জন্য আগে থেকেই দু'জনের একটি বিশেষ দল গঠন করেছিলেন সিবিএস তদন্তকারী আধিকারিকরা ।

দীর্ঘ পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সিবিআই দফতর থেকে বেরিয়ে দেব জানালেন এনামুল হক নামের কাউকে তিনি চেনেন না

আরও পড়ুন : গরু পাচারের টাকায় বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রি চলছে, দেবকে বিঁধলেন দিলীপ
জিজ্ঞাসাবাদের পর সমস্ত বয়ান নথিভূক্ত করা হবে এবং মিলিয়ে দেখা হবে আগের সাক্ষ্য-প্রমাণের সঙ্গে । সে ক্ষেত্রে যদি কোনও সংশয় থাকে তাহলে ফের দেবকে জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারী আধিকারিকরা । একাধিক অ্যাকাউন্ট থেকে দেবের সঙ্গে যোগাযোগ ছিল গরু পাচারকারী চক্রের এমনটাই অভিযোগ এনেছেন সিবিআইয়ের গোয়েন্দারা । সেই সূত্র মঙ্গলবার তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই ৷

কলকাতা, 15 ফেব্রুয়ারি : দীর্ঘ পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর অবশেষে বিকেল চারটে সাত নাগাদ কলকাতার নিজাম প্যালেসে সিবিআই দফতর থেকে বেরিয়ে এলেন অভিনেতা তথা সাংসদ দীপক অধিকারী ওরফে দেব (Dev Statement After CBI enquiry)। তারপর সাংবাদিকদের জানান, তিনি এনামুল হককে চেনেন না । এমনকি এনামুল হকের কাছ থেকে কোনও রকমের উপহারও তিনি কখনও নেননি ৷ কিন্তু কেন এতক্ষণ ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হল সেই ব্যাপারে অবশ্য মুখ খুলতে চাননি অভিনেতা ৷ বরং এই বিষয়টা সিবিআই-কে জিজ্ঞাসা করা উচিত বলে জানান দেব।

মোট দুটি পর্যায়ে দেবকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআইয়ের আধিকারিকরা ৷ প্রথম পর্যায়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী অফিসার ৷ দ্বিতীয় রাউন্ডে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন ডিআইজি পদমর্যাদার এক সিবিআই আধিকারিক । বিশেষ কিছু প্রশ্নের উত্তর দেব এড়িয়ে গিয়েছেন বলেই দাবি করা হয়েছে । সিবিআই সূত্রের খবর, প্রয়োজনে ফের তাঁকে ডাকা হতে পারে । সাংসদকে জিজ্ঞাসাবাদ করার জন্য আগে থেকেই দু'জনের একটি বিশেষ দল গঠন করেছিলেন সিবিএস তদন্তকারী আধিকারিকরা ।

দীর্ঘ পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সিবিআই দফতর থেকে বেরিয়ে দেব জানালেন এনামুল হক নামের কাউকে তিনি চেনেন না

আরও পড়ুন : গরু পাচারের টাকায় বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রি চলছে, দেবকে বিঁধলেন দিলীপ
জিজ্ঞাসাবাদের পর সমস্ত বয়ান নথিভূক্ত করা হবে এবং মিলিয়ে দেখা হবে আগের সাক্ষ্য-প্রমাণের সঙ্গে । সে ক্ষেত্রে যদি কোনও সংশয় থাকে তাহলে ফের দেবকে জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারী আধিকারিকরা । একাধিক অ্যাকাউন্ট থেকে দেবের সঙ্গে যোগাযোগ ছিল গরু পাচারকারী চক্রের এমনটাই অভিযোগ এনেছেন সিবিআইয়ের গোয়েন্দারা । সেই সূত্র মঙ্গলবার তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই ৷

Last Updated : Feb 15, 2022, 5:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.