ETV Bharat / sitara

"সব সময় আমার পাশে থেকো", জন্মদিনে রুক্মিনীকে বললেন দেব - Dev birthday celebration with rukmini maitra

মধ্যরাতেই রুক্মিনীর সঙ্গে জন্মদিন পালন করলেন দেব । আর প্রতি বছরের মতো এবারও সারপ্রাইজ় দিয়ে দেবকে চমকে দিয়েছিলেন অভিনেত্রী ।

dsf
dzsf
author img

By

Published : Dec 25, 2020, 1:20 PM IST

কলকাতা : আজ 38 বছরে পা দিলেন দেব । প্রতিবারের মতো এবারও তাঁকে সারপ্রাইজ় দিতে ভোলেননি রুক্মিনী মৈত্র । আর সেই সারপ্রাইজ় দেখে রীতিমতো চমকে গিয়েছিলেন বার্থ ডে বয় ।

সোশাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করেছেন দেব । সেখানে একটি বহুতলের সামনে দাঁড়িয়ে রয়েছেন দেব ও রুক্মিনী । আর সেই বহুতলের উপরের দিকে লাগানো রয়েছে বোর্ড । তার উপর লেখা "হ্যাপি বার্থডে দেব । আমি তোমাকে ভালোবাসি...আর তুমি জানো এটা সত্যি !" লেখার নিচের দিকে রয়েছে তারিখ ।

এই ছবির ক্যাপশনে দেব লেখেন, "রুক্মিনী অনেক ধন্যবাদ । বছরের পর বছর, এই দিনটাতে আমাকে চমক দিতে তুমি ভোলো না । সব সময় আমার পাশে থেকো ।"

আসলে প্রতি বছরই এই দিন দেবকে কোনও না কোনও চমক দেন রুক্মিনী । আর কোরোনা পরিস্থিতির মধ্যেও এবারও তার অন্যথা হয়নি । এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই সেখানে কমেন্ট করতে শুরু করেন অনুরাগীরা । শুভেচ্ছাবার্তায় ভরে যায় কমেন্ট বক্স ।

আরও পড়ুন : প্রথমবার বাংলাদেশের ছবিতে দেব

দেবের আপকামিং ছবি 'কমান্ডো'। প্রথমবার বাংলাদেশের কোনও ছবিতে কাজ করছেন তিনি । আর আজ জন্মদিনেই মুক্তি পাবে তাঁর এই ছবির টিজ়ার ।

এছাড়া জন্মদিন ঠিক কীভাবে তিনি পালন করবেন সেই সম্পর্কেও কোনও আভাস দেননি অভিনেতা ।

কলকাতা : আজ 38 বছরে পা দিলেন দেব । প্রতিবারের মতো এবারও তাঁকে সারপ্রাইজ় দিতে ভোলেননি রুক্মিনী মৈত্র । আর সেই সারপ্রাইজ় দেখে রীতিমতো চমকে গিয়েছিলেন বার্থ ডে বয় ।

সোশাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করেছেন দেব । সেখানে একটি বহুতলের সামনে দাঁড়িয়ে রয়েছেন দেব ও রুক্মিনী । আর সেই বহুতলের উপরের দিকে লাগানো রয়েছে বোর্ড । তার উপর লেখা "হ্যাপি বার্থডে দেব । আমি তোমাকে ভালোবাসি...আর তুমি জানো এটা সত্যি !" লেখার নিচের দিকে রয়েছে তারিখ ।

এই ছবির ক্যাপশনে দেব লেখেন, "রুক্মিনী অনেক ধন্যবাদ । বছরের পর বছর, এই দিনটাতে আমাকে চমক দিতে তুমি ভোলো না । সব সময় আমার পাশে থেকো ।"

আসলে প্রতি বছরই এই দিন দেবকে কোনও না কোনও চমক দেন রুক্মিনী । আর কোরোনা পরিস্থিতির মধ্যেও এবারও তার অন্যথা হয়নি । এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই সেখানে কমেন্ট করতে শুরু করেন অনুরাগীরা । শুভেচ্ছাবার্তায় ভরে যায় কমেন্ট বক্স ।

আরও পড়ুন : প্রথমবার বাংলাদেশের ছবিতে দেব

দেবের আপকামিং ছবি 'কমান্ডো'। প্রথমবার বাংলাদেশের কোনও ছবিতে কাজ করছেন তিনি । আর আজ জন্মদিনেই মুক্তি পাবে তাঁর এই ছবির টিজ়ার ।

এছাড়া জন্মদিন ঠিক কীভাবে তিনি পালন করবেন সেই সম্পর্কেও কোনও আভাস দেননি অভিনেতা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.