কলকাতা : শহর ঘুরে দেখলে মনে হবে ঝড় নয়, যেন যুদ্ধ হয়েছে । যে মানুষগুলো ঘর হারিয়েছেন, সম্বল হারিয়েছেন তাঁদের দিকে তো তাকানোই যাচ্ছে না । শুধু সরকার নয়, এই অবস্থার মোকাবিলা করতে উদ্যোগী হতে হবে সাধারণ মানুষদেরও । ঠিক যেমনটা করলেন চৈতি ঘোষাল ও ছেলে অমর্ত্য রায় ।
আজ থেকে শহরের বিভিন্ন প্রান্তে থাকা অভুক্ত মানুষদের মুখে খাবার তুলে দেওয়া শুরু করেছেন মা-ছেলে । আজকের কর্মসূচীতে ছিল গড়িয়াহাট ফ্লাইওভার আর দেশপ্রিয় পার্কের ক্রসিং । সেখানে প্রায় 50 জনকে খাওয়ালেন তাঁরা ।
মা আর ছেলে একসঙ্গে হাতে হাত মিলিয়ে এই উদ্যোগ নিয়েছেন । অভুক্তদের মুখে তুলে দিলেন খিচুড়ি । তবে অন্যান্যদের সাহায্যপ্রার্থী তাঁরা । সবাই মিলে একসঙ্গে কিছু না কিছু দিয়ে সাহায্য করলে পৌছনো যাবে অনেক অসহায় মানুষদের কাছে, আশা করছেন চৈতি-অমর্ত্য । কেউ রেশন দিয়ে সাহায্য় করতে পারেন, কেউ আর্থিক সাহায্য, কেউ আবার পৌঁছে দিতে পারেন খাবার জল, আর্জি তাঁদের ।
ETV ভারত সিতারার কাছে এল চৈতি আর অমর্ত্যর এই উদ্যোগের কিছু ছবি । দেখে নিন..