ETV Bharat / sitara

আমফানের দাপটে শহর ক্ষতবিক্ষত, পাশে দাঁড়ালেন চৈতি-অমর্ত্য - চৈতি ঘোষালের খবর

রাস্তার ধারে, ব্রিজের নিচে, শুকনো মুখে বসে ওঁরা..নিরাশ্রয় অভুক্ত মানুষগুলো । সময় করে কেউ একটু খেতে দেবে, সেই আশায় প্রহর গুনছেন তাঁরা । পাশে দাঁড়ালেন অভিনেত্রী চৈতি ঘোষাল ও তাঁর ছেলে অমর্ত্য রায় ।

chaity ghoshal and amartya helped poor
chaity ghoshal and amartya helped poor
author img

By

Published : May 24, 2020, 4:21 PM IST

কলকাতা : শহর ঘুরে দেখলে মনে হবে ঝড় নয়, যেন যুদ্ধ হয়েছে । যে মানুষগুলো ঘর হারিয়েছেন, সম্বল হারিয়েছেন তাঁদের দিকে তো তাকানোই যাচ্ছে না । শুধু সরকার নয়, এই অবস্থার মোকাবিলা করতে উদ্যোগী হতে হবে সাধারণ মানুষদেরও । ঠিক যেমনটা করলেন চৈতি ঘোষাল ও ছেলে অমর্ত্য রায় ।

আজ থেকে শহরের বিভিন্ন প্রান্তে থাকা অভুক্ত মানুষদের মুখে খাবার তুলে দেওয়া শুরু করেছেন মা-ছেলে । আজকের কর্মসূচীতে ছিল গড়িয়াহাট ফ্লাইওভার আর দেশপ্রিয় পার্কের ক্রসিং । সেখানে প্রায় 50 জনকে খাওয়ালেন তাঁরা ।

মা আর ছেলে একসঙ্গে হাতে হাত মিলিয়ে এই উদ্যোগ নিয়েছেন । অভুক্তদের মুখে তুলে দিলেন খিচুড়ি । তবে অন্যান্যদের সাহায্যপ্রার্থী তাঁরা । সবাই মিলে একসঙ্গে কিছু না কিছু দিয়ে সাহায্য করলে পৌছনো যাবে অনেক অসহায় মানুষদের কাছে, আশা করছেন চৈতি-অমর্ত্য । কেউ রেশন দিয়ে সাহায্য় করতে পারেন, কেউ আর্থিক সাহায্য, কেউ আবার পৌঁছে দিতে পারেন খাবার জল, আর্জি তাঁদের ।

ETV ভারত সিতারার কাছে এল চৈতি আর অমর্ত্যর এই উদ্যোগের কিছু ছবি । দেখে নিন..

chaity ghoshal and amartya helped poor
খাবারের আশায়
chaity ghoshal and amartya helped poor
চৈতি
chaity ghoshal and amartya helped poor
খুশিতে চোখ ঝলমল করছে ওঁদের..

কলকাতা : শহর ঘুরে দেখলে মনে হবে ঝড় নয়, যেন যুদ্ধ হয়েছে । যে মানুষগুলো ঘর হারিয়েছেন, সম্বল হারিয়েছেন তাঁদের দিকে তো তাকানোই যাচ্ছে না । শুধু সরকার নয়, এই অবস্থার মোকাবিলা করতে উদ্যোগী হতে হবে সাধারণ মানুষদেরও । ঠিক যেমনটা করলেন চৈতি ঘোষাল ও ছেলে অমর্ত্য রায় ।

আজ থেকে শহরের বিভিন্ন প্রান্তে থাকা অভুক্ত মানুষদের মুখে খাবার তুলে দেওয়া শুরু করেছেন মা-ছেলে । আজকের কর্মসূচীতে ছিল গড়িয়াহাট ফ্লাইওভার আর দেশপ্রিয় পার্কের ক্রসিং । সেখানে প্রায় 50 জনকে খাওয়ালেন তাঁরা ।

মা আর ছেলে একসঙ্গে হাতে হাত মিলিয়ে এই উদ্যোগ নিয়েছেন । অভুক্তদের মুখে তুলে দিলেন খিচুড়ি । তবে অন্যান্যদের সাহায্যপ্রার্থী তাঁরা । সবাই মিলে একসঙ্গে কিছু না কিছু দিয়ে সাহায্য করলে পৌছনো যাবে অনেক অসহায় মানুষদের কাছে, আশা করছেন চৈতি-অমর্ত্য । কেউ রেশন দিয়ে সাহায্য় করতে পারেন, কেউ আর্থিক সাহায্য, কেউ আবার পৌঁছে দিতে পারেন খাবার জল, আর্জি তাঁদের ।

ETV ভারত সিতারার কাছে এল চৈতি আর অমর্ত্যর এই উদ্যোগের কিছু ছবি । দেখে নিন..

chaity ghoshal and amartya helped poor
খাবারের আশায়
chaity ghoshal and amartya helped poor
চৈতি
chaity ghoshal and amartya helped poor
খুশিতে চোখ ঝলমল করছে ওঁদের..
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.