ETV Bharat / sitara

Buddhadeb Dasgupta : তোমার কাজের মধ্যে দিয়েই আমাদের মাঝে থেকো বুদ্ধ দা : প্রসেনজিত্ - বুদ্ধদেব দাশগুপ্ত

চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন অভিনেতা প্রসেনজিত্ চট্টোপাধ্যায় (Buddhadeb Dasgupta) ৷ টুইট করে প্রয়াত পরিচালকের সঙ্গে তাঁর কাজ করার অভিজ্ঞতা শেয়ার করেছেন অভিনেতা ৷

Buddhadeb Dasgupta died : actor prosenjit chatterjee remembered late director
তোমার কাজের মধ্যে দিয়েই আমাদের মাঝে থেকো বুদ্ধ দা : প্রসেনজিত্
author img

By

Published : Jun 10, 2021, 5:43 PM IST

কলকাতা, 10 জুন : প্রখ্যাত চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তের প্রয়াণে শোকাহত অভিনেতা প্রসেনজিত্ চট্টোপাধ্যায় (Buddhadeb Dasgupta) ৷ টুইটে বিবৃতি দিয়ে তিনি বললেন, বুদ্ধদেব দাশগুপ্তর সঙ্গে কাজ করতে পারায় তিনি গর্বিত ৷

বুদ্ধদেব দাশগুপ্তের প্রয়াণের পর টুইটে একটি বিবৃতি প্রকাশ করেন প্রসেনজিত্ চট্টোপাধ্যায় ৷ তাতে লেখা রয়েছে, "একে একে সবাই যেন হারিয়ে যাচ্ছেন ৷ বুদ্ধদেব দাশগুপ্ত শুধু ভারতীয় চলচ্চিত্র জগতেরই নয়, আন্তর্জাতিক চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল নাম ৷ সৌভগ্যবশতঃ তাঁর সঙ্গে দুটি সিনেমা করার সুযোগ হয় এবং বিভিন্ন চলচ্চিত্র উত্সবে তাঁর সাথে গিয়ে জানতে পারি আন্তর্জাতিক স্তরে তাঁর অন্যধারার সিনেমার কদর কতটা ৷ গর্ব হয় বাঙালি হিসেবে ৷ বুদ্ধ দা মানুষ হিসেবেও অতুলনীয় ৷ ভালো থেকো ৷ তোমার কাজের মধ্যে দিয়েই আমাদের মাঝে থেকো ৷"

পোস্টটির ক্যাপশনে বুম্বা দা লিখেছেন, "দাদা, প্রথমে আমি নমস্কার জানাই ৷ আপনি আমাদের গর্ব ৷" বুদ্ধদেব দাশগুপ্তের 'স্বপ্নের দিন' এবং 'আমি, ইয়াসিন আর আমার মধুবালা' ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিত্ চট্টোপাধ্য়ায় ।

আরও পড়ুন: ব্যতিক্রমী বিদ্বজ্জন বুদ্ধদেবের মৃত্যুতে শোকাহত অপর্ণা, বিকাশ

আজই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত (Buddhadeb Dasgupta) ৷ বয়স হয়েছিল 77 বছর । দক্ষিণ কলকাতায় নিজের বাড়িতে মৃত্যু হয় ঋত্বিক-সত্যজিৎ-মৃণাল পরিচালক ত্রয়ীর যোগ্য উত্তরসূরির ৷ পারিবারিক সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত বিভিন্ন অসুখে ভুগছিলেন বিশ্ববরেণ্য় পরিচালক । কিডনির অসুখের কারণে তাঁর ডায়ালিসিস চলছিল । আজ সকালে দক্ষিণ কলকাতার বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । অনুমান করা হচ্ছে, ঘুমের মধ্যে মৃত্যু হয়েছে তাঁর । বৃহস্পতিবার সকালে স্ত্রী বিছানায় পরিচালককে মৃত অবস্থায় দেখেন ।

কলকাতা, 10 জুন : প্রখ্যাত চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তের প্রয়াণে শোকাহত অভিনেতা প্রসেনজিত্ চট্টোপাধ্যায় (Buddhadeb Dasgupta) ৷ টুইটে বিবৃতি দিয়ে তিনি বললেন, বুদ্ধদেব দাশগুপ্তর সঙ্গে কাজ করতে পারায় তিনি গর্বিত ৷

বুদ্ধদেব দাশগুপ্তের প্রয়াণের পর টুইটে একটি বিবৃতি প্রকাশ করেন প্রসেনজিত্ চট্টোপাধ্যায় ৷ তাতে লেখা রয়েছে, "একে একে সবাই যেন হারিয়ে যাচ্ছেন ৷ বুদ্ধদেব দাশগুপ্ত শুধু ভারতীয় চলচ্চিত্র জগতেরই নয়, আন্তর্জাতিক চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল নাম ৷ সৌভগ্যবশতঃ তাঁর সঙ্গে দুটি সিনেমা করার সুযোগ হয় এবং বিভিন্ন চলচ্চিত্র উত্সবে তাঁর সাথে গিয়ে জানতে পারি আন্তর্জাতিক স্তরে তাঁর অন্যধারার সিনেমার কদর কতটা ৷ গর্ব হয় বাঙালি হিসেবে ৷ বুদ্ধ দা মানুষ হিসেবেও অতুলনীয় ৷ ভালো থেকো ৷ তোমার কাজের মধ্যে দিয়েই আমাদের মাঝে থেকো ৷"

পোস্টটির ক্যাপশনে বুম্বা দা লিখেছেন, "দাদা, প্রথমে আমি নমস্কার জানাই ৷ আপনি আমাদের গর্ব ৷" বুদ্ধদেব দাশগুপ্তের 'স্বপ্নের দিন' এবং 'আমি, ইয়াসিন আর আমার মধুবালা' ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিত্ চট্টোপাধ্য়ায় ।

আরও পড়ুন: ব্যতিক্রমী বিদ্বজ্জন বুদ্ধদেবের মৃত্যুতে শোকাহত অপর্ণা, বিকাশ

আজই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত (Buddhadeb Dasgupta) ৷ বয়স হয়েছিল 77 বছর । দক্ষিণ কলকাতায় নিজের বাড়িতে মৃত্যু হয় ঋত্বিক-সত্যজিৎ-মৃণাল পরিচালক ত্রয়ীর যোগ্য উত্তরসূরির ৷ পারিবারিক সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত বিভিন্ন অসুখে ভুগছিলেন বিশ্ববরেণ্য় পরিচালক । কিডনির অসুখের কারণে তাঁর ডায়ালিসিস চলছিল । আজ সকালে দক্ষিণ কলকাতার বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । অনুমান করা হচ্ছে, ঘুমের মধ্যে মৃত্যু হয়েছে তাঁর । বৃহস্পতিবার সকালে স্ত্রী বিছানায় পরিচালককে মৃত অবস্থায় দেখেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.