কলকাতা : এক সময় পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছিলেন অরিত্র মুখোপাধ্যায় । তাঁরাই অরিত্রর শিক্ষক । আর এবার একটা ছবি পরিচালনা করছেন অরিত্র । এই ছবির মাধ্যমেই পরিচালনায় হাতেখড়ি হচ্ছে তাঁর । নন্দিতা ও শিবুর প্রযোজনা সংস্থা উইন্ডোজ়ের নতুন ছবি 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' ।
প্রথমবার উইন্ডোজ়ের সঙ্গে কাজ করছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী । এবং তাঁর বিপরীতে কাজ করছেন সোহম মজুমদার । 'কবীর সিং' ও 'দৃষ্টিকোণ'-এর মতো একাধিক ছবিতে পার্শ্বচরিত্রে কাজ করেছেন তিনি । সে অর্থে দেখতে গেলে এই ছবিতে প্রথমবার তিনি মুখ্য চরিত্রে অভিনয় করছেন ।
ছবির শুটিং চলছে বারুইপুর রাজবাড়িতে । রাজবাড়ির অনেকটা অংশেই বয়সের ছাপ পড়েছে । স্থানীয় বাসিন্দাদের অনেকেই বলেন যে সেখানে নাকি ভূত রয়েছে । আর সেই বাড়িতেই মাঝরাত পর্যন্ত চলছে 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' ছবির শুটিং ।
ছবিতে ঋতাভরী চরিত্রের নাম শবরী এবং সোহম অভিনয় করছেন বিক্রমাদিত্যের চরিত্রে । এরা দু'জনে দম্পতি । 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'ও প্রেমেরই কথা বলে । সেই সঙ্গে সেখানে মিশে রয়েছে কমেডি ।
বারুইপুর রাজবাড়িতে উপস্থিত ETV ভারত সিতারা তুলে আনল শুটিংয়ের খুঁটিনাটি । কথা বলল, সোহম, ঋতাভরী, অরিত্র এবং ছবির কস্টিউম ডিজাইনার অনুপমের সঙ্গেও ।