ETV Bharat / sitara

Exclusive : বঙ্গীয় চলচ্চিত্র পরিষদের উপদেষ্টা পদে বিপ্লব চট্টোপাধ্যায় - kolkata

বর্ষীয়ান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায় বঙ্গীয় চলচ্চিত্র পরিষদের উপদেষ্টা পদে যোগ দিলেন ।

বিপ্লব চট্টোপাধ্যায়
author img

By

Published : Jul 14, 2019, 1:46 PM IST

কলকাতা : বঙ্গীয় চলচ্চিত্র পরিষদের উপদেষ্টা পদে নিযুক্ত হলেন বর্ষীয়ান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায় । পরিষদের পক্ষ থেকে ETV ভারত সিতারাকে সেই কথাই জানালেন শঙ্কুদেব পণ্ডা ।

মৌখিক আলোচনার পর বঙ্গীয় চলচ্চিত্র পরিষদের তরফে বিপ্লব চট্টোপাধ্যায়কে ১০ জুলাই লিখিতভাবে একটি চিঠি দেওয়া হয় । যার বয়ানে লেখা, "পূর্ব আলোচনার ভিত্তিতে বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ জানাচ্ছে যে, এই লড়াইয়ে বিপ্লব চট্টোপাধ্যায়কে উপদেষ্টা হিসেবে পেয়ে পরিষদ অত্যন্ত সমৃদ্ধ বোধ করছে । আমরা আশা করি, আপনি আমাদের প্রস্তাবে সাড়া দেবেন ।"

Biplab Chatterjee
শঙ্কুদেব পণ্ডা ও বিপ্লব চট্টোপাধ্যায়

চিঠিতে সই করেন বিপ্লব চট্টোপাধ্যায়। এই সেই চিঠি।

Biplab Chatterjee
পরিষদের চিঠিতে সই করেন বিপ্লব চট্টোপাধ্যায়

বিপ্লব চট্টোপাধ্যায় ETV ভারত সিতারাকেবলেন, " এটা ভালো প্রচেষ্টা এইটুকুই বলতে পারি । কিন্তু কোনও রাজনৈতিক রঙের মধ্যে আমি নেই । কেননা, রাজনীতি আমাদের শেষ করে দিচ্ছে । কে কোন দলে যাবে, কত টাকা পাওয়া যাবে, এই মতলবে সবাই রয়েছে । আমি গোড়াতেই বলেছি কোন রাজনৈতিক প্লাটফর্মে আমি নেই । এই প্রচেষ্টা ভালো । তাই যুক্ত হয়ে ভালো লাগছে ।"

কলকাতা : বঙ্গীয় চলচ্চিত্র পরিষদের উপদেষ্টা পদে নিযুক্ত হলেন বর্ষীয়ান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায় । পরিষদের পক্ষ থেকে ETV ভারত সিতারাকে সেই কথাই জানালেন শঙ্কুদেব পণ্ডা ।

মৌখিক আলোচনার পর বঙ্গীয় চলচ্চিত্র পরিষদের তরফে বিপ্লব চট্টোপাধ্যায়কে ১০ জুলাই লিখিতভাবে একটি চিঠি দেওয়া হয় । যার বয়ানে লেখা, "পূর্ব আলোচনার ভিত্তিতে বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ জানাচ্ছে যে, এই লড়াইয়ে বিপ্লব চট্টোপাধ্যায়কে উপদেষ্টা হিসেবে পেয়ে পরিষদ অত্যন্ত সমৃদ্ধ বোধ করছে । আমরা আশা করি, আপনি আমাদের প্রস্তাবে সাড়া দেবেন ।"

Biplab Chatterjee
শঙ্কুদেব পণ্ডা ও বিপ্লব চট্টোপাধ্যায়

চিঠিতে সই করেন বিপ্লব চট্টোপাধ্যায়। এই সেই চিঠি।

Biplab Chatterjee
পরিষদের চিঠিতে সই করেন বিপ্লব চট্টোপাধ্যায়

বিপ্লব চট্টোপাধ্যায় ETV ভারত সিতারাকেবলেন, " এটা ভালো প্রচেষ্টা এইটুকুই বলতে পারি । কিন্তু কোনও রাজনৈতিক রঙের মধ্যে আমি নেই । কেননা, রাজনীতি আমাদের শেষ করে দিচ্ছে । কে কোন দলে যাবে, কত টাকা পাওয়া যাবে, এই মতলবে সবাই রয়েছে । আমি গোড়াতেই বলেছি কোন রাজনৈতিক প্লাটফর্মে আমি নেই । এই প্রচেষ্টা ভালো । তাই যুক্ত হয়ে ভালো লাগছে ।"

Intro:বঙ্গীয় চলচ্চিত্র পরিষদের উপদেষ্টা পদে নিযুক্ত হলেন বর্ষীয়ান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়। পরিষদের পক্ষ থেকে ETV ভারত সিতারাকে সেই কথাই জানালেন শঙ্কুদেব পণ্ডা।


Body:মৌখিক আলোচনার পর বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ ১০ জুলাই লিখিতভাবে একটি চিঠি দেন বিপ্লব চট্টোপাধ্যায়কে। যার বয়ানে লেখা আছে, "পূর্ব আলোচনার ভিত্তিতে বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ জানাচ্ছে, যে এই লড়াইয়ে তারা বিপ্লব চট্টোপাধ্যায়কে তাদের উপদেষ্টা হিসেবে পেয়ে অত্যন্ত সমৃদ্ধ বোধ করছে। আমরা আশা করি, আপনি আমাদের প্রস্তাবে সাড়া দেবেন।"

সেই চিঠিতে সই করেন বিপ্লব চট্টোপাধ্যায়। এই সেই চিঠি।



Conclusion:বিপ্লব চট্টোপাধ্যায় ETV ভারত সিতারাকে একান্তভাবে বলেন, " এটা ভাল প্রচেষ্টা, এইটুকুই বলতে পারি। কিন্তু কোনো রাজনৈতিক রঙের মধ্যে আমি নেই। কেননা, রাজনীতি আমাদের শেষ করে দিচ্ছে। কে কোন দলে যাবে, কত টাকা পাওয়া যাবে, এই মতলবে সবাই রয়েছে। আমি গোড়াতেই বলেছি, কোন রাজনৈতিক প্লাটফর্মে আমি নেই। এই প্রচেষ্টা ভালো, তাই যুক্ত হয়ে ভালো লাগছে।"
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.