ETV Bharat / sitara

বড় পরদায় ফের বিশ্বনাথ-আরতির রসায়ন - বেলাশুরু পোস্টার

মুক্তি পেল 'বেলাশুরু'-র পোস্টার । ফের একবার সৌমিত্র চ্যাটার্জি আর স্বাতীলেখার কেমিস্ট্রি দেখতে মুখিয়ে দর্শক ।

Belasuru poster
Belasuru poster
author img

By

Published : Jan 20, 2020, 7:10 PM IST

কলকাতা : 2015 সালে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের পরিচালনায় মুক্তি পেয়েছিল 'বেলাশেষে' । ছবির বিষয়বস্তু, অভিনয়, কাস্টিং সবকিছু মিলিয়ে অনেকদিন পর বাংলা ছবি এক আস্ত এন্টারটেইমেন্ট প্যাকেজ উপহার পেয়েছিল পরিচালকদ্বয়ের হাত ধরে । এবার সেই ছবির রেশ ধরেই তৈরি হচ্ছে 'বেলাশুরু' ।

সাধারণত, শুরু হওয়ার পর শেষ হয় । তবে 'বেলাশেষে'-র গল্প শুরু হয়েছিল একটা শেষ দিয়ে । আর গল্পের শেষ হয়েছিল এক নতুন অধ্যায়ের শুরু দিয়ে । কার্যত উলটো গণনায় রচিত হয়েছিল বিশ্বনাথ আর আরতির গল্প ।

'বেলাশুরু'-র মুক্তিপ্রাপ্ত পোস্টারে দেখা যাচ্ছে স্বাতীলেখার চুল আঁচড়ে দিচ্ছেন সৌমিত্র । খুবই নরম উষ্ণতায় ছোঁয়া সেই ছবি । বিশ্বনাথ আর আরতির রসায়নকে যেন প্রকৃতঅর্থেই ফুটে উঠেছে দুই তাবড় অভিনেতার দক্ষতায় ।

দেখে নিন সেই পোস্টার...

Belasuru poster
পরিচালনায় ফের নন্দিতা-শিবু

কলকাতা : 2015 সালে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের পরিচালনায় মুক্তি পেয়েছিল 'বেলাশেষে' । ছবির বিষয়বস্তু, অভিনয়, কাস্টিং সবকিছু মিলিয়ে অনেকদিন পর বাংলা ছবি এক আস্ত এন্টারটেইমেন্ট প্যাকেজ উপহার পেয়েছিল পরিচালকদ্বয়ের হাত ধরে । এবার সেই ছবির রেশ ধরেই তৈরি হচ্ছে 'বেলাশুরু' ।

সাধারণত, শুরু হওয়ার পর শেষ হয় । তবে 'বেলাশেষে'-র গল্প শুরু হয়েছিল একটা শেষ দিয়ে । আর গল্পের শেষ হয়েছিল এক নতুন অধ্যায়ের শুরু দিয়ে । কার্যত উলটো গণনায় রচিত হয়েছিল বিশ্বনাথ আর আরতির গল্প ।

'বেলাশুরু'-র মুক্তিপ্রাপ্ত পোস্টারে দেখা যাচ্ছে স্বাতীলেখার চুল আঁচড়ে দিচ্ছেন সৌমিত্র । খুবই নরম উষ্ণতায় ছোঁয়া সেই ছবি । বিশ্বনাথ আর আরতির রসায়নকে যেন প্রকৃতঅর্থেই ফুটে উঠেছে দুই তাবড় অভিনেতার দক্ষতায় ।

দেখে নিন সেই পোস্টার...

Belasuru poster
পরিচালনায় ফের নন্দিতা-শিবু
Intro:Body:

বড় পরদায় ফের বিশ্বনাথ-আরতির রসায়ন



মুক্তি পেল 'বেলাশুরু'-র পোস্টার । ফের একবার সৌমিত্র চ্যাটার্জি আর স্বাতীলেখার কেমিস্ট্রি দেখতে মুখিয়ে দর্শক ।



কলকাতা : 2015 সালে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের পরিচালনায় মুক্তি পেয়েছিল 'বেলাশেষে' । ছবির বিষয়বস্তু, অভিনয়, কাস্টিং সবকিছু মিলিয়ে অনেকদিন পর বাংলা ছবি এক আস্ত এন্টারটেইমেন্ট প্যাকেজ উপহার পেয়েছিল পরিচালকদ্বয়ের হাত ধরে । এবার সেই ছবির রেশ ধরেই তৈরি হচ্ছে 'বেলাশুরু' ।



সাধারণত, শুরু হওয়ার পর শেষ হয় । তবে 'বেলাশেষে'-র গল্প শুরু হয়েছিল একটা শেষ দিয়ে । আর গল্পের শেষ হয়েছিল এক নতুন অধ্যায়ের শুরু দিয়ে । কার্যত উলটো গণনায় রচিত হয়েছিল বিশ্বনাথ আর আরতির গল্প ।



'বেলাশুরু'-র মুক্তিপ্রাপ্ত পোস্টারে দেখা যাচ্ছে স্বাতীলেখার চুল আঁচড়ে দিচ্ছেন সৌমিত্র । খুবই নরম উষ্ণতায় ছোঁয়া সেই ছবি । বিশ্বনাথ আর আরতির রসায়নকে যেন প্রকৃতঅর্থেই ফুটে উঠেছে দুই তাবড় অভিনেতার দক্ষতায় ।



দেখে নিন সেই পোস্টার...


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.