ETV Bharat / sitara

কোরোনা মুক্ত রাজামৌলি ও তাঁর পরিবার - Rajamouli corona negative

দু'সপ্তাহ কোয়ারানটিনে থাকার পর এখন কোরোনা মুক্ত রাজামৌলি ও তাঁর পরিবারের সদস্যরা । আজ টুইট করে একথা জানান পরিচালক ।

asd
asd
author img

By

Published : Aug 12, 2020, 8:36 PM IST

হায়দরাবাদ : জুলাইয়ের শেষের দিকে কোরোনায় আক্রান্ত হন 'বাহুবলী'-র পরিচালক এস এস রাজামৌলি এবং তাঁর পরিবারের সদস্যরা । টুইট করে একথা জানিয়েছিলেন পরিচালক । দু'সপ্তাহ কোয়ারানটিনে ছিলেন সবাই । অবশেষে আজ নেগেটিভ এসেছে তাঁদের কোরোনা পরীক্ষার রিপোর্ট ।

জুলাইয়ের শেষের দিকে জ্বরে ভুগছিলেন রাজামৌলি ও তাঁর পরিবারের সদস্যরা । জ্বর কিছুতেই কমছিল না । সন্দেহ হওয়ায় তখন কোরোনা পরীক্ষা করান তাঁরা । রিপোর্ট পজ়িটিভ আসে । এরপর টুইট করে একথা জানান পরিচালক । তবে হাসপাতালে ভরতি হননি তাঁরা । চিকিৎসকের পরামর্শ মতো হোম কোয়ারানটিনে ছিলেন সবাই ।

চিকিৎসা চলাকালীন তাঁদের কোরোনা পরীক্ষা করা হয় । আজ নেগেটিভ আসে সেই রিপোর্ট । এরপর টুইট করে রাজামৌলি লেখেন, "2 সপ্তাহ কোয়ারানটিনে ছিলাম ! কোনও উপসর্গ নেই এখন । পরীক্ষা করিয়ে ছিলাম...আমাদের সবার রিপোর্ট নেগেটিভ এসেছে । চিকিৎসক আমাদের আরও 3 সপ্তাহ অপেক্ষা করতে বলেছেন । যদিও আমাদের শরীরে অ্যান্টিবডির পরিমাণ বেশি থাকে তাহলে আমরা প্লাজ়মা দান করতে পারব ।"

  • Completed 2 weeks of quarantine! No symptoms. Tested just for the sake of it... It is negative for all of us...
    Doctor said we need to wait 3 weeks from now to see if we've developed enough antibodies for plasma donation!

    — rajamouli ss (@ssrajamouli) August 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দেশে কোরোনা থাবা বসানোর আগে পরবর্তী ছবি 'রাইজ় রোর রিভল্ট' ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন রাজামৌলি । মুখ্যচরিত্রে দেখা যাবে রাম চরণ, এনটিআর জুনিয়রকে । স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে অভিনয় করবেন তাঁরা ।

হায়দরাবাদ : জুলাইয়ের শেষের দিকে কোরোনায় আক্রান্ত হন 'বাহুবলী'-র পরিচালক এস এস রাজামৌলি এবং তাঁর পরিবারের সদস্যরা । টুইট করে একথা জানিয়েছিলেন পরিচালক । দু'সপ্তাহ কোয়ারানটিনে ছিলেন সবাই । অবশেষে আজ নেগেটিভ এসেছে তাঁদের কোরোনা পরীক্ষার রিপোর্ট ।

জুলাইয়ের শেষের দিকে জ্বরে ভুগছিলেন রাজামৌলি ও তাঁর পরিবারের সদস্যরা । জ্বর কিছুতেই কমছিল না । সন্দেহ হওয়ায় তখন কোরোনা পরীক্ষা করান তাঁরা । রিপোর্ট পজ়িটিভ আসে । এরপর টুইট করে একথা জানান পরিচালক । তবে হাসপাতালে ভরতি হননি তাঁরা । চিকিৎসকের পরামর্শ মতো হোম কোয়ারানটিনে ছিলেন সবাই ।

চিকিৎসা চলাকালীন তাঁদের কোরোনা পরীক্ষা করা হয় । আজ নেগেটিভ আসে সেই রিপোর্ট । এরপর টুইট করে রাজামৌলি লেখেন, "2 সপ্তাহ কোয়ারানটিনে ছিলাম ! কোনও উপসর্গ নেই এখন । পরীক্ষা করিয়ে ছিলাম...আমাদের সবার রিপোর্ট নেগেটিভ এসেছে । চিকিৎসক আমাদের আরও 3 সপ্তাহ অপেক্ষা করতে বলেছেন । যদিও আমাদের শরীরে অ্যান্টিবডির পরিমাণ বেশি থাকে তাহলে আমরা প্লাজ়মা দান করতে পারব ।"

  • Completed 2 weeks of quarantine! No symptoms. Tested just for the sake of it... It is negative for all of us...
    Doctor said we need to wait 3 weeks from now to see if we've developed enough antibodies for plasma donation!

    — rajamouli ss (@ssrajamouli) August 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দেশে কোরোনা থাবা বসানোর আগে পরবর্তী ছবি 'রাইজ় রোর রিভল্ট' ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন রাজামৌলি । মুখ্যচরিত্রে দেখা যাবে রাম চরণ, এনটিআর জুনিয়রকে । স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে অভিনয় করবেন তাঁরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.