কলকাতা : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ক্লিনিকাল ডিপ্রেশন নিয়ে অনেকেই মুখ খুলছেন । যদিও সুশান্তের মৃত্যুর কারণ এখনও সঠিক জানা যায়নি, তবুও তিনি যে শেষ জীবনে খুব একা হয়ে পড়েছিলেন সেটা স্বীকার করেছেন কাছের মানুষরা । তাই ডিপ্রেশনকে অবহেলা করা ঠিক নয় এটা বুঝতে পারছেন কমবেশি সবাই । এই প্রসঙ্গে প্রথমবার কথা বললেন অপরাজিতা আঢ্য ।
কোনও রাখঢাক না করে অপরাজিতা জানালেন যে, "আমার যখন ক্লিনিকাল ডিপ্রেশন হয়েছিল, আমি বুঝতে পারিনি । আমার হাজ়ব্যান্ড প্রথম বলেন কথাটা । আমার খালি মনে হত যে মাথায় ছাদ ভেঙে পড়ছে । সেটা যে ডিপ্রেশন আমি বুঝতে পারিনি ।"
সেই সময় অপরাজিতা সবে সাফল্যের পথে হাঁটা শুরু করেছেন । হাতে প্রচুর কাজ, বাড়ছে জনপ্রিয়তা । যে কারও মনে হতেই পারে যে, এই সময় ডিপ্রেশনের কারণ কী ? কিন্তু, সাফল্যের সঙ্গে এই ডিপ্রেশনের কোনও সম্পর্ক নেই বলে মনে করেন অপরাজিতা ।
অভিনেত্রী বললেন, "আমি অনেকদিন ওষুধ খেয়েছি । আর সেই ওষুধের থেকে বেরিয়ে আসাটাও একটা চ্যালেঞ্জ । আমি বুঝেছিলাম যে এত কড়া ওষুধ খেয়ে আমি কাজ করতে পারব না । তখন মেডিটেশন শুরু করি ।"
ETV ভারত সিতারার ক্যামেরায় অপরাজিতা অনেক না জানা কথাই বললেন । দেখে নিন ভিডিয়ো..