কলকাতা : কয়েকদিন ধরেই লকডাউনে বাড়িতে বসে শর্ট ফিল্ম বানাচ্ছেন অপরাজিতা আঢ্য । আর আজ রবীন্দ্রজয়ন্তীর এই বিশেষ দিনে সেই শর্টফিল্মের মাধ্যমেই কবিগুরুকে শ্রদ্ধা জানালেন অভিনেত্রী । তাঁর লেখা কনসেপ্টে তৈরি হল 'বদ্ধ ঘরে রবি' ।
নামটা শুনে মনে হতে পারে যে, রবি বোধহয় বদ্ধ । তবে ফিল্মের কনসেপ্ট একেবারে অন্য কথা বলে । বদ্ধ ঘরে থেকেও রবি আমাদের কীভাবে মুক্তির আস্বাদ দিতে পারে, সেটাই বলা হয়েছে ফিল্মে ।
রবীন্দ্রনাথকে নিয়ে বাঁচা এক মানুষ কীভাবে তার মেয়ের সমস্য়ার সমাধান করছে সেই গল্পই বলবে 'বদ্ধ ঘরে রবি' । রবীন্দ্রনাথ শুধু বইয়ের পাতায় বা স্বরলিপির নোটেশনে নন, আমাদের জীবনের সঙ্গে কীভাবে ওতপ্রোতভাবে জড়িত সেটাই ফুটে উঠেছে এই শর্ট ফিল্মে ।
ছবিটি পরিচালনা করেছেন অপরাজিতার স্বামী অতনু হাজরা । দেখে নিন...
- " class="align-text-top noRightClick twitterSection" data="">