ETV Bharat / sitara

ঐন্দ্রিলার কাছে বাজিতে হেরে এ কি অবস্থা অঙ্কুশের ? - অঙ্কুশ হাজরার খবর

ঐন্দ্রিলার কাছে কোনও একটা বিষয়ে বাজি হেরেছিলেন অঙ্কুশ । আর তাই ঐন্দ্রিলা মনের মতো সাজা দিয়েছিলেন অঙ্কুশকে । এটা আজকের কথা নয়, সাত বছর আগের কথা । কিন্তু, এখনও সেই স্মৃতি টাটকা অভিনেতার কাছে ।

Ankush Hajra turns into woman
Ankush Hajra turns into woman
author img

By

Published : Jul 14, 2020, 7:07 PM IST

কলকাতা : ঐন্দ্রিলা আর অঙ্কুশের সম্পর্ক বেশ অম্লমধুর । প্রেম ভালোবাসা যেমন আছে, ঠিক তেমনই ঠাট্টা-মজা-দুষ্টুমিও রয়েছে । অঙ্কুশের লেটেস্ট পোস্টও সেই প্রমাণ পাওয়া গেল ।

একেবারে নারীর বেশে অঙ্কুশ । পোশাক, মেকআপ, চাহনি সবকিছুতেই নারীত্বের ছোঁয়া । কী করে এমন হল ভাবছেন ? পুরোটাই ঐন্দ্রিলার কারসাজি ।

আজ থেকে সাত বছর আগে ঐন্দ্রিলার কাছে কোনও এক বাজিতে হেরেছিলেন অঙ্কুশ । আর তাই জন্যই অভিনেতার এই শাস্তি ।

অঙ্কুশের এই পোস্ট দেখে হেসে গড়াচ্ছে নেটিজেনরা । শুভশ্রী গাঙ্গুলি বা ঋতাভরী চক্রবর্তীর মতো সেলেবরাও প্রতিক্রিয়া না জানিয়ে থাকতে পারেননি ।

ঐন্দ্রিলা লিখেছেন, "আমার সঙ্গে কোনওরকম চালাকি চলবে না.." দেখে নিন অঙ্কুশের এই মজার পোস্ট...

কলকাতা : ঐন্দ্রিলা আর অঙ্কুশের সম্পর্ক বেশ অম্লমধুর । প্রেম ভালোবাসা যেমন আছে, ঠিক তেমনই ঠাট্টা-মজা-দুষ্টুমিও রয়েছে । অঙ্কুশের লেটেস্ট পোস্টও সেই প্রমাণ পাওয়া গেল ।

একেবারে নারীর বেশে অঙ্কুশ । পোশাক, মেকআপ, চাহনি সবকিছুতেই নারীত্বের ছোঁয়া । কী করে এমন হল ভাবছেন ? পুরোটাই ঐন্দ্রিলার কারসাজি ।

আজ থেকে সাত বছর আগে ঐন্দ্রিলার কাছে কোনও এক বাজিতে হেরেছিলেন অঙ্কুশ । আর তাই জন্যই অভিনেতার এই শাস্তি ।

অঙ্কুশের এই পোস্ট দেখে হেসে গড়াচ্ছে নেটিজেনরা । শুভশ্রী গাঙ্গুলি বা ঋতাভরী চক্রবর্তীর মতো সেলেবরাও প্রতিক্রিয়া না জানিয়ে থাকতে পারেননি ।

ঐন্দ্রিলা লিখেছেন, "আমার সঙ্গে কোনওরকম চালাকি চলবে না.." দেখে নিন অঙ্কুশের এই মজার পোস্ট...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.