ETV Bharat / sitara

4 হাজার থেকে 21 হাজার, ইলেকট্রিসিটি বিল দেখে চক্ষু চড়কগাছ অঙ্কুশের - অঙ্কুশ হাজরার খবর

বলিউডের পর এবার টলিউড তারকারাও মাত্রাতিরিক্ত বিদ্যুতের বিল দেখে চমকে যাচ্ছেন । মুম্বইয়ের আদানি আর কলকাতার CESC । নামেই আলাদা, কাজে নয় কিন্তু ! ইলেকট্রিসিটি বিল দেখে মাথায় হাত অঙ্কুশ হাজরার ।

Ankush Hajra electricity bill
Ankush Hajra electricity bill
author img

By

Published : Jul 17, 2020, 9:01 PM IST

কলকাতা : ইলেকট্রিসিটি বিল দেখে চক্ষু চড়কগাছ হয়ে যাচ্ছে বি-টাউনের তারকাদের । এবার একই অবস্থা টি-টাউনেও অর্থাৎ টলিউডেও । অঙ্কুশ হাজরার ইলেকট্রিসিটি বিলের পরিমাণ চার হাজার থেকে একুশ হাজারে গিয়ে দাঁড়িয়েছে । বেজায় চমকেছেন অভিনেতা ।

সোশাল মিডিয়ায় বিলের একটি কপি শেয়ার করেছেন অঙ্কুশ । সেখানে পরিষ্কার করে লেখা অভিনেতার নাম, বাড়ির ঠিকানা । আর বিলের পরিমাণ লেখা 21140 টাকা ।

সেই দেখে প্রতিক্রিয়া জানিয়ে অঙ্কুশ লিখেছেন, "চার হাজার থেকে একুশ হাজার ?@CESCLimited, বিশ্বাস করুন, এই অতিমারীতে আমি মজা করতে কোনও ডিস্কো লাইট বা সেরকম কোনও ইলেকট্রিক জিনিসও ব্যবহার করিনি । দয়া করে আমাদের সঙ্গে এসব করবেন না.."

দেখে নিন অঙ্কুশের পোস্ট...

কলকাতা : ইলেকট্রিসিটি বিল দেখে চক্ষু চড়কগাছ হয়ে যাচ্ছে বি-টাউনের তারকাদের । এবার একই অবস্থা টি-টাউনেও অর্থাৎ টলিউডেও । অঙ্কুশ হাজরার ইলেকট্রিসিটি বিলের পরিমাণ চার হাজার থেকে একুশ হাজারে গিয়ে দাঁড়িয়েছে । বেজায় চমকেছেন অভিনেতা ।

সোশাল মিডিয়ায় বিলের একটি কপি শেয়ার করেছেন অঙ্কুশ । সেখানে পরিষ্কার করে লেখা অভিনেতার নাম, বাড়ির ঠিকানা । আর বিলের পরিমাণ লেখা 21140 টাকা ।

সেই দেখে প্রতিক্রিয়া জানিয়ে অঙ্কুশ লিখেছেন, "চার হাজার থেকে একুশ হাজার ?@CESCLimited, বিশ্বাস করুন, এই অতিমারীতে আমি মজা করতে কোনও ডিস্কো লাইট বা সেরকম কোনও ইলেকট্রিক জিনিসও ব্যবহার করিনি । দয়া করে আমাদের সঙ্গে এসব করবেন না.."

দেখে নিন অঙ্কুশের পোস্ট...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.