ETV Bharat / sitara

"খালপাড়ার শাহরুখ খান আমার !", অঙ্কুশকে ঝাঁটাপেটা ঐন্দ্রিলার - ঐন্দ্রিলা সেনের খবর

কোয়ারেন্টাইনে বাড়ির মধ্যে থাকতে থাকতে এ কী হল অঙ্কুশ -ঐন্দ্রিলার ? একেবারে ঝাঁটাপেটা অবধি পৌঁছে গেল বিষয়টা...

ankush and oindrila funny video
ankush and oindrila funny video
author img

By

Published : Apr 2, 2020, 4:49 PM IST

কলকাতা : আপাতত একই বাড়িতে সম্পূর্ণ আইসোলেশনে রয়েছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা । দু'জনের সুমধুর প্রেমের সম্পর্ক আজ আর কারও অজানা নেই । তবে একসঙ্গে থাকতে থাকতে এমন কী হল যে, অঙ্কুশকে ঝাঁটাপেটা করতে হল ঐন্দ্রিলাকে ?

না না, সিরিয়াসলি নয়, পুরো ব্যাপারটাই হয়েছে মজার ছলে । ইনস্টাগ্রামে অঙ্কুশের শেয়ার করা একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, অঙ্কুশ খুব রোম্যান্টিক মুডে গান গাইতে গাইতে এগিয়ে আসছেন ঐন্দ্রিলার দিকে । প্রথমে ঐন্দ্রিলাও বেশ মিষ্টি গান গেয়ে উত্তর দিচ্ছিলেন, তবে হঠাৎই গেলেন ক্ষেপে ।

ankush and oindrila funny video
জুটি..

কোরোনা এড়াতে এখন সোশাল ডিস্ট্যানসিং বজায় রাখার কথা বলা হচ্ছে সবাইকে । তার মধ্য়ে অঙ্কুশ যদি বলেন, "পাস আও বাতা দুঁ.." , তাহলে তো ঐন্দ্রিলা রেগে যাবেনই । আর সেটাই হতে দেখা গেল ভিডিয়োয় ।

ঐন্দ্রিলা একটা ঝাঁটা নিয়ে অঙ্কুশকে মারতে মারতে বলতে শুরু করলেন, "কোরোনা ভাইরাস হলে কে দেখবে, আমার যদি কোরোনা ভাইরাস হয় তাহলে কে দেখবে ? খালপাড়ার শাহরুখ খান এলেন আমার...!"

আর এদিকে ঝাঁটার বারি খেয়ে ততক্ষণে পালিয়েছেন অঙ্কুশ । দেখে নিন সেই মজার ভিডিয়ো...

কলকাতা : আপাতত একই বাড়িতে সম্পূর্ণ আইসোলেশনে রয়েছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা । দু'জনের সুমধুর প্রেমের সম্পর্ক আজ আর কারও অজানা নেই । তবে একসঙ্গে থাকতে থাকতে এমন কী হল যে, অঙ্কুশকে ঝাঁটাপেটা করতে হল ঐন্দ্রিলাকে ?

না না, সিরিয়াসলি নয়, পুরো ব্যাপারটাই হয়েছে মজার ছলে । ইনস্টাগ্রামে অঙ্কুশের শেয়ার করা একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, অঙ্কুশ খুব রোম্যান্টিক মুডে গান গাইতে গাইতে এগিয়ে আসছেন ঐন্দ্রিলার দিকে । প্রথমে ঐন্দ্রিলাও বেশ মিষ্টি গান গেয়ে উত্তর দিচ্ছিলেন, তবে হঠাৎই গেলেন ক্ষেপে ।

ankush and oindrila funny video
জুটি..

কোরোনা এড়াতে এখন সোশাল ডিস্ট্যানসিং বজায় রাখার কথা বলা হচ্ছে সবাইকে । তার মধ্য়ে অঙ্কুশ যদি বলেন, "পাস আও বাতা দুঁ.." , তাহলে তো ঐন্দ্রিলা রেগে যাবেনই । আর সেটাই হতে দেখা গেল ভিডিয়োয় ।

ঐন্দ্রিলা একটা ঝাঁটা নিয়ে অঙ্কুশকে মারতে মারতে বলতে শুরু করলেন, "কোরোনা ভাইরাস হলে কে দেখবে, আমার যদি কোরোনা ভাইরাস হয় তাহলে কে দেখবে ? খালপাড়ার শাহরুখ খান এলেন আমার...!"

আর এদিকে ঝাঁটার বারি খেয়ে ততক্ষণে পালিয়েছেন অঙ্কুশ । দেখে নিন সেই মজার ভিডিয়ো...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.