ETV Bharat / sitara

Anirban Bhattacharya is making a feature film: বছরের প্রথম দিনেই সুখবর, ফিচার ফিল্মের জগতে অভিষেক করছেন অনির্বাণ ভট্টাচার্য - Anirban Bhattacharya is making a feature film

পরিচালক হিসাবে নিজের প্রথম ফিচার ফিল্মের নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন অনির্বাণ ভট্টাচার্য । এসভিএফ-এর ব্যানারে মুক্তি পেতে চলেছে ‘বল্লভপুরের রূপকথা’(Anirban Bhattacharya is coming with his new feature film)।

Anirban Bhattacharya is making a feature film
বছরের প্রথম দিনেই সুখবর দিলেন অনির্বাণ ভট্টাচার্য, বানাচ্ছেন ফিচার ফিল্ম 'বল্লভপুরের রূপকথা'
author img

By

Published : Jan 1, 2022, 2:38 PM IST

কলকাতা, 1 জানুয়ারি : অনির্বাণ ভট্টাচার্যর পরিচালনায় এসভিএফ-এর ব্যানারে মুক্তি পেতে চলেছে ‘বল্লভপুরের রূপকথা’। এই ছবির মাধ্যমেই ফিচার ফিল্ম পরিচালনায় ডেবিউ করতে চলেছেন অনির্বাণ ভট্টাচার্য । 'বল্লভপুরের রূপকথা', একটি হরর-কমেডি যা বল্লভপুর রাজবাড়ির শেষ বংশধরের উদ্ভট গল্প কেন্দ্রে রেখে আবর্তিত হয় (Anirban Bhattacharya is coming with his new feature film)।

বাদল সরকারের জনপ্রিয় নাটক ‘বল্লভপুরের রূপকথা’ অবলম্বনেই অনির্বাণ লিখেছেন গল্পটি, সহযোগিতায় প্রতীক দত্ত ৷ ছবির সঙ্গীত পরিচালনা করবেন শুভদীপ গুহ এবং দেবরাজ ভট্টাচার্য । সিনেমাটোগ্রাফিতে রয়েছেন সৌমিক হালদার । উল্লেখ্য, সমসাময়িক বাংলা চলচ্চিত্রের অন্যতম সেরা সিনেমাটোগ্রাফার হিসেবে খ্যাতি পেয়েছেন সৌমিক ।

'বল্লভপুরের রূপকথা' বল্লভপুরের প্রায় ভেঙে পড়া একটি রাজবাড়ির গল্প বলবে ৷ যে বাড়িতে বসবাস করেন মাত্র দুজন- রায় রাজবংশের শেষ বংশধর ভূপতি রায় এবং মনোহর । এই রাজপাট প্রায় বিক্রি হতে বসেছে । ভূপতি রায়, মনোহর এবং ক্রেতাদের কর্মকাণ্ডই এই ছবির মূল উপজীব্য । এই ছবি প্রধানত হরর কমেডি, কারণ একটি ভূত বল্লভপুর রাজবাড়িকে বিশৃঙ্খলার মন্দিরে পরিণত করে । কারা রয়েছেন বিভিন্ন চরিত্র অভিনয়ে তা জানা যায়নি এখনও ৷

আরও পড়ুন : নতুন বছরেই আসছেন সোনাদা, আবিরের ধামাকা দেখার অপেক্ষায় দর্শক
সিনেমা সম্পর্কে বলতে গিয়ে উচ্ছ্বসিত অনির্বাণ ভট্টাচার্য বলেন, “আমি শৈশব থেকেই হরর কমেডি অত্যন্ত পছন্দ করি । নিজেকে সৌভাগ্যবান মনে করি কারণ, আমি একাধিকবার নির্মাতাদের কাছ থেকে কিছু চমৎকার হরর কমেডি পেয়েছি । আমি বলব না যে এই বিশেষ ধারাটি বাংলা চলচ্চিত্র নির্মাতারা এর আগে ব্যবহার করেননি । হরর কমেডি নিয়ে এর আগেও অনেক পরীক্ষানিরীক্ষা হয়েছে বাংলায় । তবে সংখ্যাটা বেশ কম । দর্শক 'মন্দার'-কে ভালবেসেছেন । আমি চাই ফিচার ফিল্মটিও তাঁদের ভাল লাগুক । চেষ্টা তেমনই থাকবে আমার । আমি আনন্দিত যে এস ভি এফ আমাকে এমন একটি প্রোজেক্ট তৈরি করার অনুমতি দিয়েছে । শীঘ্রই শুরু হবে ছবির শুটিং ।"

কলকাতা, 1 জানুয়ারি : অনির্বাণ ভট্টাচার্যর পরিচালনায় এসভিএফ-এর ব্যানারে মুক্তি পেতে চলেছে ‘বল্লভপুরের রূপকথা’। এই ছবির মাধ্যমেই ফিচার ফিল্ম পরিচালনায় ডেবিউ করতে চলেছেন অনির্বাণ ভট্টাচার্য । 'বল্লভপুরের রূপকথা', একটি হরর-কমেডি যা বল্লভপুর রাজবাড়ির শেষ বংশধরের উদ্ভট গল্প কেন্দ্রে রেখে আবর্তিত হয় (Anirban Bhattacharya is coming with his new feature film)।

বাদল সরকারের জনপ্রিয় নাটক ‘বল্লভপুরের রূপকথা’ অবলম্বনেই অনির্বাণ লিখেছেন গল্পটি, সহযোগিতায় প্রতীক দত্ত ৷ ছবির সঙ্গীত পরিচালনা করবেন শুভদীপ গুহ এবং দেবরাজ ভট্টাচার্য । সিনেমাটোগ্রাফিতে রয়েছেন সৌমিক হালদার । উল্লেখ্য, সমসাময়িক বাংলা চলচ্চিত্রের অন্যতম সেরা সিনেমাটোগ্রাফার হিসেবে খ্যাতি পেয়েছেন সৌমিক ।

'বল্লভপুরের রূপকথা' বল্লভপুরের প্রায় ভেঙে পড়া একটি রাজবাড়ির গল্প বলবে ৷ যে বাড়িতে বসবাস করেন মাত্র দুজন- রায় রাজবংশের শেষ বংশধর ভূপতি রায় এবং মনোহর । এই রাজপাট প্রায় বিক্রি হতে বসেছে । ভূপতি রায়, মনোহর এবং ক্রেতাদের কর্মকাণ্ডই এই ছবির মূল উপজীব্য । এই ছবি প্রধানত হরর কমেডি, কারণ একটি ভূত বল্লভপুর রাজবাড়িকে বিশৃঙ্খলার মন্দিরে পরিণত করে । কারা রয়েছেন বিভিন্ন চরিত্র অভিনয়ে তা জানা যায়নি এখনও ৷

আরও পড়ুন : নতুন বছরেই আসছেন সোনাদা, আবিরের ধামাকা দেখার অপেক্ষায় দর্শক
সিনেমা সম্পর্কে বলতে গিয়ে উচ্ছ্বসিত অনির্বাণ ভট্টাচার্য বলেন, “আমি শৈশব থেকেই হরর কমেডি অত্যন্ত পছন্দ করি । নিজেকে সৌভাগ্যবান মনে করি কারণ, আমি একাধিকবার নির্মাতাদের কাছ থেকে কিছু চমৎকার হরর কমেডি পেয়েছি । আমি বলব না যে এই বিশেষ ধারাটি বাংলা চলচ্চিত্র নির্মাতারা এর আগে ব্যবহার করেননি । হরর কমেডি নিয়ে এর আগেও অনেক পরীক্ষানিরীক্ষা হয়েছে বাংলায় । তবে সংখ্যাটা বেশ কম । দর্শক 'মন্দার'-কে ভালবেসেছেন । আমি চাই ফিচার ফিল্মটিও তাঁদের ভাল লাগুক । চেষ্টা তেমনই থাকবে আমার । আমি আনন্দিত যে এস ভি এফ আমাকে এমন একটি প্রোজেক্ট তৈরি করার অনুমতি দিয়েছে । শীঘ্রই শুরু হবে ছবির শুটিং ।"

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.