কলকাতা, 20 মে : বাংলা টেলিভিশন মাতাতে এ বার আবির্ভাব ঘটছে বলিউডের এভারগ্রিন তারকা অনিল কাপুরের ৷ রিয়েলিটি শো ডান্স ডান্স জুনিয়র সিজন 2-তে বিশেষ অতিথি বিচারক হিসেবে দেখা যাবে তাঁকে ৷
বাংলা টেলিভিশনের অন্যতম পছন্দের রিয়েলিটি শো ডান্স ডান্স জুনিয়র সিজন 2 । যেখানে মহাগুরুর ভূমিকায় রয়েছেন মিঠুন চক্রবর্তী । এই সপ্তাহের ডান্স ডান্স জুনিয়রে তাকছে বাড়তি চমক ৷ দেখা যাবে বলিউড তারকা অনিল কাপুরকে । এভারগ্রিন অনিল কাপুরের এনার্জি ও হাই ভোল্টেজে জমজমাট হতে চলেছে ডান্স ডান্স জুনিয়র সিজন 2-এর আসর ।
এ বার ডান্স ডান্স জুনিয়র সিজন 2-এর আগামী সপ্তাহের পর্বের মঞ্চ মাতাবেন বলিউডের মিস্টার ইন্ডিয়া অনিল কাপুর । অনিল কাপুরের সঙ্গে তালে তাল মেলাতে দেখা যাবে সুপারস্টার দেবকে । এ ছাড়াও মহাগুরু মিঠুন চক্রবর্তীও পা মেলাবেন অনিল কাপুরের সুপারহিট ডান্স নাম্বার 'এজি ওজি' গানে ।
আরও পড়ুন: গ্রামের মানুষদের জন্য ত্রাণ নিয়ে আসানসোলে সায়নী ঘোষ
অনিল কাপুরের সঙ্গে দেখা যাবে অভিনেতা যিশু সেনগুপ্তকেও । বাংলা টেলিভিশনে এই প্রথমবার অনিল কাপুর আসছেন অতিথি বিচারক হয় । বাচ্চাদের অনুষ্ঠান ডান্স ডান্স জুনিয়র সিজন 2-তে প্রতিযোগীদের পারফরম্যান্স দেখে আপ্লুত অনিল কাপুর । তাঁর নাচ-গান ও তাঁর সংলাপে ভরা দুরন্ত এপিসোডের অপেক্ষায় রয়েছেন দর্শকরা ।