ETV Bharat / sitara

49 টি ফিল্ম ফেস্টিভাল, 36 টি পুরস্কার; প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় 'অন্দরকাহিনি' - Andarkahini

চারজন নারীর চার ধরনের সম্পর্ক নিয়ে 'অন্দরকাহিনি' । এই চারটি নারী চরিত্রেই অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে গেছেন প্রিয়াঙ্কা সরকার । ছবিটি 49 টি ফিল্ম ফেস্টিভাল ঘুরে জিতে নিয়েছে 36 টি পুরস্কার । সঙ্গে প্রকাশ্যে এল ছবির পোস্টার ও প্রিয়াঙ্কার ফার্স্ট লুকও ।

অন্দরকাহিনি
author img

By

Published : Aug 20, 2019, 7:57 AM IST

Updated : Aug 20, 2019, 10:57 AM IST

কলকাতা : দেশ-বিদেশের 49 টি ফিল্ম ফেস্টিভাল ঘুরে 36 টি পুরস্কার জিতে নেওয়ার পর এবার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে অর্ণব কে মিদ্যার 'অন্দরকাহিনি' । সেপ্টেম্বরেই মুক্তি পাবে বলে জানালেন পরিচালক । সঙ্গে আরও অনেক কথা জানালেন ETV ভারত সিতারাকে ।

অর্ণব বলেন, "বেশি সংখ্য়ক মানুষের কাছে পৌঁছানোর জন্য একটি ছবি বানানো হয় । ফেস্টিভালে কয়েকজন বুদ্ধিজীবী মানুষ ছবিটি দেখেন, নিজেদের মতামত দেন ও পুরস্কার দেন । আমার সৌভাগ্য 49 টি ফেস্টিভালে আমার ছবিটি দেখাতে পেরেছি । এখনও পর্যন্ত 36 টি পুরস্কার আমরা পেয়েছি । সবসময়ই ইচ্ছে থাকবে আরও বেশি সংখ্যক মানুষ ছবিটা দেখবেন । ছবি সকলের জন্যই তৈরি হয় । এরকম একটা সুযোগ আসা একজন পরিচালকের কাছে লাইফটাইমের ব্যাপার । আমি নিঃসন্দেহে ভীষণ খুশি যে, অন্দরকাহিনি হলগুলিতে এবার রিলিজ় করছে । আমি ভীষণ এক্সাইটেড । আশা করি, জনসাধারণেরও ভালোবাসা পাব । মাস ও ক্লাস, দু'জনের জন্যই ছবিটা বানিয়েছি ।"

চারজন নারীর চার ধরনের সম্পর্ককে দেখানো হয়েছে ছবিতে । আকর্ষণের বিষয়, এই চার মূল নারী চরিত্রেই অভিনয় করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার । তাঁর অভিনয়ের প্রশংসা হয়েছে বিভিন্ন ফেস্টিভালে । জিতে নিয়েছেন সেরা অভিনেত্রীর খেতাবও ।

Andarkahini
ছবির ফার্স্ট লুক পোস্টার

একজন অভিনেত্রী, চারটে চরিত্র ? উত্তরে পরিচালক জানালেন, তিনি চেয়েছিলেন একজন অভিনেত্রীই নারীত্বের বিভিন্ন দিকগুলি রূপক হিসেবে তুলে ধরুন সেলুলয়েডে । ছবির চারটে ভিন্ন গল্পের মাধ্যমে সমাজের বিভিন্ন পরিস্থিতি তুলে ধরেছেন পরিচালক । প্রত্যেকটি গল্পে বদলেছে সম্পর্কের রং । বদলে গেছে নারীর স্থান । প্রথম গল্পটি শহুরে, দ্বিতীয়টি মফস্বলের থ্রিলার, তৃতীয়টি প্রেম ও বন্ধুত্বের এক অন্যদিক আবিষ্কার করেছে এবং চতুর্থটি স্বামী-স্ত্রীর জটিল সম্পর্কের কথা বলেছে । তবে প্রত্যেকটি গল্পই আঙুল তুলেছে সমাজের দিকে । এখন দেখার এতগুলো ফেস্টিভাল ঘুরে এতগুলো পুরস্কার পাওয়ার পর সাধারণ দর্শক কতটা ছবিটিকে আপন করে নেয় । ছবিটি সেপ্টেম্বরেই প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক ।

কলকাতা : দেশ-বিদেশের 49 টি ফিল্ম ফেস্টিভাল ঘুরে 36 টি পুরস্কার জিতে নেওয়ার পর এবার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে অর্ণব কে মিদ্যার 'অন্দরকাহিনি' । সেপ্টেম্বরেই মুক্তি পাবে বলে জানালেন পরিচালক । সঙ্গে আরও অনেক কথা জানালেন ETV ভারত সিতারাকে ।

অর্ণব বলেন, "বেশি সংখ্য়ক মানুষের কাছে পৌঁছানোর জন্য একটি ছবি বানানো হয় । ফেস্টিভালে কয়েকজন বুদ্ধিজীবী মানুষ ছবিটি দেখেন, নিজেদের মতামত দেন ও পুরস্কার দেন । আমার সৌভাগ্য 49 টি ফেস্টিভালে আমার ছবিটি দেখাতে পেরেছি । এখনও পর্যন্ত 36 টি পুরস্কার আমরা পেয়েছি । সবসময়ই ইচ্ছে থাকবে আরও বেশি সংখ্যক মানুষ ছবিটা দেখবেন । ছবি সকলের জন্যই তৈরি হয় । এরকম একটা সুযোগ আসা একজন পরিচালকের কাছে লাইফটাইমের ব্যাপার । আমি নিঃসন্দেহে ভীষণ খুশি যে, অন্দরকাহিনি হলগুলিতে এবার রিলিজ় করছে । আমি ভীষণ এক্সাইটেড । আশা করি, জনসাধারণেরও ভালোবাসা পাব । মাস ও ক্লাস, দু'জনের জন্যই ছবিটা বানিয়েছি ।"

চারজন নারীর চার ধরনের সম্পর্ককে দেখানো হয়েছে ছবিতে । আকর্ষণের বিষয়, এই চার মূল নারী চরিত্রেই অভিনয় করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার । তাঁর অভিনয়ের প্রশংসা হয়েছে বিভিন্ন ফেস্টিভালে । জিতে নিয়েছেন সেরা অভিনেত্রীর খেতাবও ।

Andarkahini
ছবির ফার্স্ট লুক পোস্টার

একজন অভিনেত্রী, চারটে চরিত্র ? উত্তরে পরিচালক জানালেন, তিনি চেয়েছিলেন একজন অভিনেত্রীই নারীত্বের বিভিন্ন দিকগুলি রূপক হিসেবে তুলে ধরুন সেলুলয়েডে । ছবির চারটে ভিন্ন গল্পের মাধ্যমে সমাজের বিভিন্ন পরিস্থিতি তুলে ধরেছেন পরিচালক । প্রত্যেকটি গল্পে বদলেছে সম্পর্কের রং । বদলে গেছে নারীর স্থান । প্রথম গল্পটি শহুরে, দ্বিতীয়টি মফস্বলের থ্রিলার, তৃতীয়টি প্রেম ও বন্ধুত্বের এক অন্যদিক আবিষ্কার করেছে এবং চতুর্থটি স্বামী-স্ত্রীর জটিল সম্পর্কের কথা বলেছে । তবে প্রত্যেকটি গল্পই আঙুল তুলেছে সমাজের দিকে । এখন দেখার এতগুলো ফেস্টিভাল ঘুরে এতগুলো পুরস্কার পাওয়ার পর সাধারণ দর্শক কতটা ছবিটিকে আপন করে নেয় । ছবিটি সেপ্টেম্বরেই প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক ।

Intro:দেশ-বিদেশের ৪৯টি চলচ্চিত্র উৎসব ঘুরে এবং ৩৬টি পুরস্কারে সম্মানিত হয়ে অর্ণব কে মিদ্যার ছবি 'অন্দরকাহিনি' শেষমেশ মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে। আগামী সেপ্টেম্বর মাসেই মুক্তি পাবে ছবিটি। বিষয়টি নিয়ে অর্ণব ভীষণ এক্সাইটেড। কথা বললেন ছবি সম্পর্কে ETV ভারত সিতারার সঙ্গে।


Body:অর্ণব বললেন, "একটি ছবি বানানো হয় বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছনোর জন্য। ফেস্টিভালে যেটা হয়, কিছু বুদ্ধিজীবী মানুষ সেখানে ছবি দেখেন, নিজেদের মতামত দেন এবং পুরস্কারও দেন। আমার সৌভাগ্য, যে ৪৯টি ফেস্টিভ্যালে আমার ছবিটি দেখাতে পেরেছি। এবং এখনও পর্যন্ত ৩৬টি অ্যাওয়ার্ড আমরা পেয়েছি। সবসময়ই ইচ্ছে থাকবে, যে আরও বেশি সংখ্যক মানুষ ছবিটা দেখবেন। কারণ, ছবি সকলের জন্যই তৈরি হয়। সেই সুযোগ একজন পরিচালকের কাছে আসা লাইফটাইমের ব্যাপার। আমি নিঃসন্দেহে ভীষণ খুশি এই ব্যাপারে, যে অন্দরকাহিনি হলে রিলিজ করছে। আমি ভীষণ এক্সাইটেড। আশা করি জনসাধারণের ভালোবাসা পাব। আমি মাস ও ক্লাস দু'জনের জন্যই ছবিটা বানিয়েছি।"


Conclusion:জটিল সম্পর্কে ঘেরা মানবসমাজে নারীত্বের কথা বলে অন্দরকাহিনির গল্প। চারজন নারীর চার ধরনের সম্পর্কের কথা বলে। আকর্ষণের বিষয়, এই চার মূল নারী চরিত্রে অভিনয় করেছেন একজনই - অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। এবং তাঁর অভিনয় তুমুল প্রশংসিত হয়েছে দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে। সেরা অভিনেত্রীর খেতাবও জিতেছেন প্রিয়াঙ্কা।

একজন অভিনেত্রীকে দিয়ে চারটি নারী চরিত্রে অভিনয় করানোর কারণ, পরিচালক চেয়েছিলেন একজন অভিনেত্রীই নারীত্বের বিভিন্ন দিকগুলি রূপক হিসেবে তুলে ধরুন সেলুলয়েডে। ছবির চারটে ভিন্ন গল্পের মাধ্যমে সমাজের বিভিন্ন পরিস্থিতি থেকে চাদর সরিয়েছেন পরিচালক। প্রত্যেকটি গল্পে বদলাতে থেকেছে সম্পর্কের রং। বদলে গেছে নারীর স্থান। প্রথম গল্পটি শহুরে, দ্বিতীয়টি মফস্বলের থ্রিলার, তৃতীয়টি প্রেম ও বন্ধুত্বের এক অন্য দিক আবিষ্কার করেছে এবং চতুর্থটি স্বামী-স্ত্রীর জটিল সম্পর্কের কথা বলেছে। এই প্রত্যেকটি গল্পই সমাজের দিকে আঙুল তোলে।
Last Updated : Aug 20, 2019, 10:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.