ETV Bharat / sitara

Amitabh Bachchan: 80-র পথে অমিতাভ ! বাবার জন্মদিনে ভুল শুধরে দিলেন শ্বেতা - শ্বেতা বচ্চনের খবর

79-তে পড়লেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) ৷ তবে সোশ্যাল মিডিয়ায় তিনি লিখলেন, 80-র পথে হাঁটছি ৷ সেই পোস্টেই তাঁর ভুল শুধরে দিয়েছেন কন্যা শ্বেতা বচ্চন ৷ একদিন আগেই শুরু হয়েছে বিগ বি-র জন্মদিনের সেলিব্রেশন ৷

Amitabh Bachchan 'Walks Into the 80th'; Daughter Shweta Corrects father's age
80-র পথে অমিতাভ ! জন্মদিনে বাবার ভুল শুধরে দিলেন শ্বেতা
author img

By

Published : Oct 11, 2021, 12:19 PM IST

মুম্বই, 11 অক্টোবর : আজ বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের জন্মদিন (Amitabh Bachchan) ৷ নিজের স্টাইলেই বয়সটা জানালেন তিনি ৷ একদিন আগেই জন্মদিনের সেলিব্রেশন শুরু হয়ে গেল প্রযোজক আনন্দ পণ্ডিতের বাংলোতে ৷ বিগ বি-র বাড়ি জলসার বাইরে কেক কেটে তাঁর জন্মদিনের আনন্দে মাতলেন ভক্তরা ৷ আর শুভেচ্ছায় বানভাসি বড়ে মিঞাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ৷

জন্মদিনে নিজের টুইটার ও ইনস্টাগ্রামের পাতায় তাঁর হেঁটে যাওয়ার ছবির কোলাজ পোস্ট করেছেন বলিউডের শাহেনশা ৷ ক্যাপশনে লিখেছেন, "...80-র দিকে হেঁটে যাচ্ছি ৷"

তবে 80 নয়, আজ 79-তে পড়েছেন অমিতাভ ৷ তাঁর বার্থ ডে পোস্টের ভুল সংশোধন করে দিয়েছেন কন্যা শ্বেতা বচ্চন ৷ তিনি কমেন্ট সেকশনে বাবাকে তাঁর বয়স মনে করিয়ে দিয়ে লিখেছেন, "79তম ৷" দাদুকে প্রণাম জানিয়েছেন তাঁর নাতনি নব্যা নন্দা ৷ এ ছাড়াও রণবীর সিং (Ranveer Singh), ভূমি পেদনেকর (Bhumi Pednekar)-সহ অন্যান্য সেলিব্রিটিরাও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বিগ বি-কে ৷ রণবীর লিখেছেন 'গ্যাংস্টার', আর ভূমি লিখেছেন, "সোয়াগ...হ্যাপি বার্থডে স্যার ৷" প্রবীণ অভিনেতা শত্রুঘ্ন সিনহা লিখেছেন, "আমার প্রিয় বন্ধু, জাতীয় আইকন অমিতাভকে জন্মদিনের শুভেচ্ছা ৷ দেশের ভালোবাসার মানুষ দীর্ঘজীবী হোন ৷"

আরও পড়ুন: Aryan Khan : ফাইটারের ছেলে লড়াইয়ে ফিরবেই, শাহরুখের পাশে বলিউড

একদিন আগেই অমিতাভের সাম্প্রতিক ফিল্ম 'চেহরে'র প্রযোজক আনন্দ পণ্ডিতের পেন্টহাউসে শুরু হয়ে যায় বিগ বি-র জন্মদিনের সেলিব্রেশন ৷ জন্মদিনের কেক কাটেন কিংবদন্তি অভিনেতা ৷ তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আনন্দ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "বড় পর্দায় আপনাকে যত বছর ধরে দেখছি তার প্রতিটি বছর, আপনার সঙ্গে কাজ করা প্রতিটি বছর আমার কাছে অনুপ্রেরণার ৷ আমাদের প্রজেক্ট পরিদর্শনে আসায় আমি খুবই আনন্দিত ৷ আমরা একদিন আগেই সেলিব্রেশন শুরু করে দিতে পারি ৷ অমিতজি, আপনি প্রকৃত অর্থেই আমাদের অনুপ্রেরণা ৷ আবারও আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি ৷"

আরও পড়ুন: Rekha Birthday: 'গডমাদার' রেখার জন্মদিনে শুভেচ্ছা কঙ্গনার

এই বয়সেও অবসরের কোনও বালাই নেই, বরং চুটিয়ে কাজ করে চলেছেন অমিতাভ বচ্চন ৷ বর্তমানে তিনি ব্যস্ত কৌন বনেগা ক্রোড়পতির শুটিং-এ ৷ এরপর বড় পর্দায় আসছে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত তাঁর ছবি ব্রহ্মাস্ত্র ৷ এই ছবিতে দেখা যাবে রণবীর কাপুর ও আলিয়া ভাটকে ৷ সায়ান্স-ফিকশন ড্রামায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ডিম্পল কাপাডিয়া, নাগার্জুন ও মৌনী রায়কেও ৷ এ ছাড়াও বলিউডের শাহেনশার হাতে রয়েছে অজয় দেবগণের মেডে ও নাগরাজ মঞ্জুলের ঝুন্ড ৷ প্রভাসেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অমিতাভকে ৷ দীপিকা পাড়ুকোনের সঙ্গে দ্য ইন্টার্ন ফিল্মের রিমেকেও থাকছেন বড়ে মিঞাঁকে ৷ জন্মদিনে তাঁর জন্য রইল শুভেচ্ছা ৷

আরও পড়ুন: Shororipu 2: Jotugriho : পঞ্চমীতে টানটান রহস্য নিয়ে আসছেন 'চন্দ্রকান্তা' চিরঞ্জিৎ, আড্ডায় টিম 'ষড়রিপু 2 জতুগৃহ'

মুম্বই, 11 অক্টোবর : আজ বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের জন্মদিন (Amitabh Bachchan) ৷ নিজের স্টাইলেই বয়সটা জানালেন তিনি ৷ একদিন আগেই জন্মদিনের সেলিব্রেশন শুরু হয়ে গেল প্রযোজক আনন্দ পণ্ডিতের বাংলোতে ৷ বিগ বি-র বাড়ি জলসার বাইরে কেক কেটে তাঁর জন্মদিনের আনন্দে মাতলেন ভক্তরা ৷ আর শুভেচ্ছায় বানভাসি বড়ে মিঞাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ৷

জন্মদিনে নিজের টুইটার ও ইনস্টাগ্রামের পাতায় তাঁর হেঁটে যাওয়ার ছবির কোলাজ পোস্ট করেছেন বলিউডের শাহেনশা ৷ ক্যাপশনে লিখেছেন, "...80-র দিকে হেঁটে যাচ্ছি ৷"

তবে 80 নয়, আজ 79-তে পড়েছেন অমিতাভ ৷ তাঁর বার্থ ডে পোস্টের ভুল সংশোধন করে দিয়েছেন কন্যা শ্বেতা বচ্চন ৷ তিনি কমেন্ট সেকশনে বাবাকে তাঁর বয়স মনে করিয়ে দিয়ে লিখেছেন, "79তম ৷" দাদুকে প্রণাম জানিয়েছেন তাঁর নাতনি নব্যা নন্দা ৷ এ ছাড়াও রণবীর সিং (Ranveer Singh), ভূমি পেদনেকর (Bhumi Pednekar)-সহ অন্যান্য সেলিব্রিটিরাও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বিগ বি-কে ৷ রণবীর লিখেছেন 'গ্যাংস্টার', আর ভূমি লিখেছেন, "সোয়াগ...হ্যাপি বার্থডে স্যার ৷" প্রবীণ অভিনেতা শত্রুঘ্ন সিনহা লিখেছেন, "আমার প্রিয় বন্ধু, জাতীয় আইকন অমিতাভকে জন্মদিনের শুভেচ্ছা ৷ দেশের ভালোবাসার মানুষ দীর্ঘজীবী হোন ৷"

আরও পড়ুন: Aryan Khan : ফাইটারের ছেলে লড়াইয়ে ফিরবেই, শাহরুখের পাশে বলিউড

একদিন আগেই অমিতাভের সাম্প্রতিক ফিল্ম 'চেহরে'র প্রযোজক আনন্দ পণ্ডিতের পেন্টহাউসে শুরু হয়ে যায় বিগ বি-র জন্মদিনের সেলিব্রেশন ৷ জন্মদিনের কেক কাটেন কিংবদন্তি অভিনেতা ৷ তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আনন্দ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "বড় পর্দায় আপনাকে যত বছর ধরে দেখছি তার প্রতিটি বছর, আপনার সঙ্গে কাজ করা প্রতিটি বছর আমার কাছে অনুপ্রেরণার ৷ আমাদের প্রজেক্ট পরিদর্শনে আসায় আমি খুবই আনন্দিত ৷ আমরা একদিন আগেই সেলিব্রেশন শুরু করে দিতে পারি ৷ অমিতজি, আপনি প্রকৃত অর্থেই আমাদের অনুপ্রেরণা ৷ আবারও আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি ৷"

আরও পড়ুন: Rekha Birthday: 'গডমাদার' রেখার জন্মদিনে শুভেচ্ছা কঙ্গনার

এই বয়সেও অবসরের কোনও বালাই নেই, বরং চুটিয়ে কাজ করে চলেছেন অমিতাভ বচ্চন ৷ বর্তমানে তিনি ব্যস্ত কৌন বনেগা ক্রোড়পতির শুটিং-এ ৷ এরপর বড় পর্দায় আসছে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত তাঁর ছবি ব্রহ্মাস্ত্র ৷ এই ছবিতে দেখা যাবে রণবীর কাপুর ও আলিয়া ভাটকে ৷ সায়ান্স-ফিকশন ড্রামায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ডিম্পল কাপাডিয়া, নাগার্জুন ও মৌনী রায়কেও ৷ এ ছাড়াও বলিউডের শাহেনশার হাতে রয়েছে অজয় দেবগণের মেডে ও নাগরাজ মঞ্জুলের ঝুন্ড ৷ প্রভাসেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অমিতাভকে ৷ দীপিকা পাড়ুকোনের সঙ্গে দ্য ইন্টার্ন ফিল্মের রিমেকেও থাকছেন বড়ে মিঞাঁকে ৷ জন্মদিনে তাঁর জন্য রইল শুভেচ্ছা ৷

আরও পড়ুন: Shororipu 2: Jotugriho : পঞ্চমীতে টানটান রহস্য নিয়ে আসছেন 'চন্দ্রকান্তা' চিরঞ্জিৎ, আড্ডায় টিম 'ষড়রিপু 2 জতুগৃহ'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.