ETV Bharat / sitara

সপরিবার কোভিড টিকা নিলেন অমিতাভ, বাকি শুধু অভিষেক

শ্য়ুটিং থাকায় শুধু অভিষেক বচ্চন বাকি ৷ তিনি বাদে কোভিড টিকা নিলেন সপরিবার অমিতাভ বচ্চন ৷ নিজেই এ কথা জানিয়েছেন বিগ বি ৷

Amitabh Bachchan and his familly except Abhishek Bachchan get covid 19 vaccine
সপরিবার কোভিড টিকা নিলেন অমিতাভ, বাকি শুধু অভিষেক
author img

By

Published : Apr 2, 2021, 1:56 PM IST

মুম্বই, 2 এপ্রিল: কোভিড টিকা নিলেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন ৷ সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, তিনি ও তাঁর গোটা পরিবার করোনা টিকার প্রথম ডোজ় নিয়েছেন ৷ শুধু তাঁর পুত্র অভিষেক বচ্চন শ্যুটিং-এ ব্যস্ত থাকায় তিনি আপাতত টিকা নিতে পারেননি ৷

টুইটারে 78 বছরের অভিনেতা জানিয়েছেন, "হয়ে গিয়েছে ! সব ঠিক আছে...গতকাল সপরিবার ও কর্মীদের কোভিড পরীক্ষা করিয়েছি ৷ আজ ফলাফল পেয়েছি ৷ সবাই ভালো আছে, সবাই নেগেটিভ ৷ তাই সবাই টিকা নিয়েছি ৷ অভিষেক ছাড়া পরিবারের সবাই টিকা নিয়েছে ৷ কয়েকদিনের মধ্যেই এখানে ফিরে অভিষেকও টিকা দিয়ে নেবে ৷"

  • T 3861 -
    Got it done !
    My CoviD vaccination this afternoon ..
    All well .. 🙏

    — Amitabh Bachchan (@SrBachchan) April 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিগ বি আরও জানান, "কাল থেকেই কাজে যোগ দিচ্ছি...টিকা নেওয়ার গোটা প্রক্রিয়ার জন্য সবিস্তার একটি এক্সক্লুসিভ ব্লগ প্রয়োজন ৷ সেটা পরে করব...এই অভিজ্ঞতা ঐতিহাসিক!!"

চলতি বছর ফেব্রুয়ারিতে প্রথম চোখে অস্ত্রোপচার হয় বলিউডের শাহেনশার ৷ এরপর মার্চ মাসে দ্বিতীয় চোখেও হয় অস্ত্রোপচার ৷ গত বছর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন সপরিবার অমিতাভ ৷ একমাত্র জয়া বচ্চন ছাড়া তাঁদের প্রত্যেকের কোভিড রিপোর্ট পজ়িটিভ আসে ৷ তবে চিকিত্সার পর প্রত্যেকেই সুস্থ হয়ে ওঠেন ৷

আরও পড়ুুন: ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম আর্কাইভ পুরস্কার পাচ্ছেন 'বিগ-বি

কর্মক্ষেত্রে বিগ বি-র হাতে এখন বেশ কয়েকটি ফিল্মের কাজ রয়েছে ৷ রণবীর কাপুর ও আলিয়া ভাটের সঙ্গে অ্যাডভেঞ্চার ফিল্ম ব্রহ্মাস্ত্রে দেখা যাবে তাঁকে ৷ এ ছাড়াও রয়েছে জুন্ড ও মে-ডের কাজ ৷ শেষ তাঁকে দেখা গিয়েছে আয়ুষ্মান খুরানার সঙ্গে, সুজিত সরকারের গুলাবো সিতাবোতে ৷ তাঁর মিস্ট্রি থ্রিলার চেহরে 9 এপ্রিল মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের বাড়-বাড়ন্তের কারণে সেই ছবির মুক্তি স্থগিত রাখা হয়েছে ৷

মুম্বই, 2 এপ্রিল: কোভিড টিকা নিলেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন ৷ সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, তিনি ও তাঁর গোটা পরিবার করোনা টিকার প্রথম ডোজ় নিয়েছেন ৷ শুধু তাঁর পুত্র অভিষেক বচ্চন শ্যুটিং-এ ব্যস্ত থাকায় তিনি আপাতত টিকা নিতে পারেননি ৷

টুইটারে 78 বছরের অভিনেতা জানিয়েছেন, "হয়ে গিয়েছে ! সব ঠিক আছে...গতকাল সপরিবার ও কর্মীদের কোভিড পরীক্ষা করিয়েছি ৷ আজ ফলাফল পেয়েছি ৷ সবাই ভালো আছে, সবাই নেগেটিভ ৷ তাই সবাই টিকা নিয়েছি ৷ অভিষেক ছাড়া পরিবারের সবাই টিকা নিয়েছে ৷ কয়েকদিনের মধ্যেই এখানে ফিরে অভিষেকও টিকা দিয়ে নেবে ৷"

  • T 3861 -
    Got it done !
    My CoviD vaccination this afternoon ..
    All well .. 🙏

    — Amitabh Bachchan (@SrBachchan) April 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিগ বি আরও জানান, "কাল থেকেই কাজে যোগ দিচ্ছি...টিকা নেওয়ার গোটা প্রক্রিয়ার জন্য সবিস্তার একটি এক্সক্লুসিভ ব্লগ প্রয়োজন ৷ সেটা পরে করব...এই অভিজ্ঞতা ঐতিহাসিক!!"

চলতি বছর ফেব্রুয়ারিতে প্রথম চোখে অস্ত্রোপচার হয় বলিউডের শাহেনশার ৷ এরপর মার্চ মাসে দ্বিতীয় চোখেও হয় অস্ত্রোপচার ৷ গত বছর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন সপরিবার অমিতাভ ৷ একমাত্র জয়া বচ্চন ছাড়া তাঁদের প্রত্যেকের কোভিড রিপোর্ট পজ়িটিভ আসে ৷ তবে চিকিত্সার পর প্রত্যেকেই সুস্থ হয়ে ওঠেন ৷

আরও পড়ুুন: ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম আর্কাইভ পুরস্কার পাচ্ছেন 'বিগ-বি

কর্মক্ষেত্রে বিগ বি-র হাতে এখন বেশ কয়েকটি ফিল্মের কাজ রয়েছে ৷ রণবীর কাপুর ও আলিয়া ভাটের সঙ্গে অ্যাডভেঞ্চার ফিল্ম ব্রহ্মাস্ত্রে দেখা যাবে তাঁকে ৷ এ ছাড়াও রয়েছে জুন্ড ও মে-ডের কাজ ৷ শেষ তাঁকে দেখা গিয়েছে আয়ুষ্মান খুরানার সঙ্গে, সুজিত সরকারের গুলাবো সিতাবোতে ৷ তাঁর মিস্ট্রি থ্রিলার চেহরে 9 এপ্রিল মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের বাড়-বাড়ন্তের কারণে সেই ছবির মুক্তি স্থগিত রাখা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.