ETV Bharat / sitara

Afghanistan: 20 বছর আগে কাবুল থেকে পালিয়ে আসার স্মৃতিচারণ অভিনেত্রী ওয়ারিনার - ওয়ারিনা হুসেন

আফগানিস্তানের (Afghanistan) পরিস্থিতি দেখে নিজের ভয়াবহ অভিজ্ঞতার স্মৃতি তাজা হয়ে উঠল অভিনেত্রী ওয়ারিনা হুসেনের (Warina Hussain)৷ 20 বছর আগে এই আফগান কন্যাকেও দেশ ছেড়ে পালিয়ে আসতে হয়েছিল ৷

Afghanistan: We were forced to flee Afghanistan 20 yrs ago, says actress Warina Hussain
20 বছর আগে বাধ্য হয়ে কাবুল থেকে পালিয়েছিলেন: লাভইয়াত্রি অভিনেত্রী ওয়ারিনা
author img

By

Published : Aug 23, 2021, 3:29 PM IST

হায়দরাবাদ, 23 অগস্ট : আফগানিস্তানের (Afghanistan) বর্তমান পরিস্থিতি তাঁকে অতীতের ভয়ংকর অবস্থার কথা মনে করিয়ে দিচ্ছে ৷ বললেন আফগানিস্তানের অভিনেত্রী ওয়ারিনা হুসেন (Warina Hussain)৷ দু দশক আগে তাঁর পরিবারকে বাধ্য হয়ে দেশ ছেড়ে পালাতে হয়েছিল ৷ আবারও হাজার হাজার আফগান পরিবারের সেই দশা দেখে মন কেঁদে উঠেছে অভিনেত্রীর ৷

2018 সালে সলমন খান (Salman Khan) প্রযোজিত লাভইয়াত্রি (Loveyatri) ফিল্ম দিয়ে বলিউডে ডেবিউ হয় ওয়ারিনার ৷ এর পরে সলমন খানের দাবাং 3-এর মুন্না বদনাম গানে দেখা যায় আফগান কন্যাকে ৷ তালিবান কাবুল দখলের পর আফগানিস্তানের বর্তমান যে পরিস্থিতি, তা নিয়ে বলতে গিয়ে 20 বছর আগের ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করেন ওয়ারিনা হুসেন ৷

আরও পড়ুন: Leander Paes : এবার ডিনার ডেট, কিমের সঙ্গে সম্পর্কে সিলমোহর লিয়েন্ডারের ?

তিনি বলেন, "আমার ও আমার পরিবারের জন্য খুবই কঠিন পরিস্থিতি ছিল ৷ ঠিক 20 বছর আগের পরিস্থিতি এখন হয়েছে ৷ যুদ্ধ ও অস্থিরতার কারণে আমার পরিবারের সঙ্গে আফগানিস্তান ছেড়ে পালাতে বাধ্য হই ৷ বহু বছর পর এখন সেই পরিস্থিতি ৷ অন্য পরিবারগুলিও তাদের ঘর হারাচ্ছে ৷" কাবুলে কাটানো সুন্দর মুহূর্তগুলোরও স্মৃতিচারণ করেন আফগান অভিনেত্রী ৷ পরিবারের সঙ্গে পিকনিক করা, খাওয়া-দাওয়া, সুন্দর বসন্তের পরিবেশ আজও চোখে ভাসে তাঁর ৷ আর এখন শুধু দমন-পীড়নের মধ্যেই সেখানে সবাইকে শ্বাস নিতে হয় বলে আক্ষেপ করেন ওয়ারিনা ৷

আরও পড়ুন: KBC 13 : অমিতাভের শোয়ে 5 বদল, প্রথম সপ্তাহেই হটসিটে সৌরভ-সেহওয়াগ

আফগানিস্তান থেকে আসা শরণার্থী সমস্যা নিয়ে ওয়ারিনা বলেছেন, "আমার সৌভাগ্য যে ভারত আমায় গ্রহণ করেছে ৷ আমার বাড়ি হয়ে উঠেছে ৷ তবে এখন সবাই এটা পাবে কি না সেটাই ভয় ৷ এখন হাজার হাজার শরণার্থী আসছেন ৷ ফলে সঙ্গে সঙ্গে তাঁদের আশ্রয় দেওয়াটা দেশগুলির পক্ষে কঠিন ৷"

আরও পড়ুন: Afghanistan-Taliban : তালিবানের আফগানিস্তান দখলে মদত ছিল পাক গোয়েন্দাদের, দাবি মার্কিন কংগ্রেস সদস্যর

আফগানিস্তানের মহিলাদের ভবিষ্যৎ নিয়েও যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেন ওয়ারিনা হুসেন ৷ তিনি বলেন, "সেখানে এখন মহিলারা শুধু গর্ভধারণের যন্ত্র হয়ে গিয়েছে ৷ মহিলাদের প্রতি যুব সম্প্রদায়ের ঘৃণা ও প্রতিশোধস্পৃহা তীব্র ৷" আফগান মহিলাদের কথা ভেবে রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি ৷ বলেছেন, "একজন মহিলা হিসেবে এটাই চাই, যে কোনও আফগান মহিলা যেন তাঁদের দেশে দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে বিবেচিত না হন ৷"

আরও পড়ুন : Panjshir Valley : পঞ্জশিরের দিকে এগোচ্ছে কয়েকশো তালিবান, তৈরি মাসুদরাও

কর্মক্ষেত্রে ফ্রেডি দারুওয়ালার পরবর্তী ফিল্মের কাজ সবে শেষ করেছেন ওয়ারিনা হুসেন ৷ চলতি বছরের শুরুর দিকে গোয়ায় সুপারন্যাচরাল থ্রিলার দ্য ইনকমপ্লিট ম্যানের শ্যুটিং-এ দেখা গিয়েছিল আফগান অভিনেত্রীকে ৷

হায়দরাবাদ, 23 অগস্ট : আফগানিস্তানের (Afghanistan) বর্তমান পরিস্থিতি তাঁকে অতীতের ভয়ংকর অবস্থার কথা মনে করিয়ে দিচ্ছে ৷ বললেন আফগানিস্তানের অভিনেত্রী ওয়ারিনা হুসেন (Warina Hussain)৷ দু দশক আগে তাঁর পরিবারকে বাধ্য হয়ে দেশ ছেড়ে পালাতে হয়েছিল ৷ আবারও হাজার হাজার আফগান পরিবারের সেই দশা দেখে মন কেঁদে উঠেছে অভিনেত্রীর ৷

2018 সালে সলমন খান (Salman Khan) প্রযোজিত লাভইয়াত্রি (Loveyatri) ফিল্ম দিয়ে বলিউডে ডেবিউ হয় ওয়ারিনার ৷ এর পরে সলমন খানের দাবাং 3-এর মুন্না বদনাম গানে দেখা যায় আফগান কন্যাকে ৷ তালিবান কাবুল দখলের পর আফগানিস্তানের বর্তমান যে পরিস্থিতি, তা নিয়ে বলতে গিয়ে 20 বছর আগের ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করেন ওয়ারিনা হুসেন ৷

আরও পড়ুন: Leander Paes : এবার ডিনার ডেট, কিমের সঙ্গে সম্পর্কে সিলমোহর লিয়েন্ডারের ?

তিনি বলেন, "আমার ও আমার পরিবারের জন্য খুবই কঠিন পরিস্থিতি ছিল ৷ ঠিক 20 বছর আগের পরিস্থিতি এখন হয়েছে ৷ যুদ্ধ ও অস্থিরতার কারণে আমার পরিবারের সঙ্গে আফগানিস্তান ছেড়ে পালাতে বাধ্য হই ৷ বহু বছর পর এখন সেই পরিস্থিতি ৷ অন্য পরিবারগুলিও তাদের ঘর হারাচ্ছে ৷" কাবুলে কাটানো সুন্দর মুহূর্তগুলোরও স্মৃতিচারণ করেন আফগান অভিনেত্রী ৷ পরিবারের সঙ্গে পিকনিক করা, খাওয়া-দাওয়া, সুন্দর বসন্তের পরিবেশ আজও চোখে ভাসে তাঁর ৷ আর এখন শুধু দমন-পীড়নের মধ্যেই সেখানে সবাইকে শ্বাস নিতে হয় বলে আক্ষেপ করেন ওয়ারিনা ৷

আরও পড়ুন: KBC 13 : অমিতাভের শোয়ে 5 বদল, প্রথম সপ্তাহেই হটসিটে সৌরভ-সেহওয়াগ

আফগানিস্তান থেকে আসা শরণার্থী সমস্যা নিয়ে ওয়ারিনা বলেছেন, "আমার সৌভাগ্য যে ভারত আমায় গ্রহণ করেছে ৷ আমার বাড়ি হয়ে উঠেছে ৷ তবে এখন সবাই এটা পাবে কি না সেটাই ভয় ৷ এখন হাজার হাজার শরণার্থী আসছেন ৷ ফলে সঙ্গে সঙ্গে তাঁদের আশ্রয় দেওয়াটা দেশগুলির পক্ষে কঠিন ৷"

আরও পড়ুন: Afghanistan-Taliban : তালিবানের আফগানিস্তান দখলে মদত ছিল পাক গোয়েন্দাদের, দাবি মার্কিন কংগ্রেস সদস্যর

আফগানিস্তানের মহিলাদের ভবিষ্যৎ নিয়েও যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেন ওয়ারিনা হুসেন ৷ তিনি বলেন, "সেখানে এখন মহিলারা শুধু গর্ভধারণের যন্ত্র হয়ে গিয়েছে ৷ মহিলাদের প্রতি যুব সম্প্রদায়ের ঘৃণা ও প্রতিশোধস্পৃহা তীব্র ৷" আফগান মহিলাদের কথা ভেবে রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি ৷ বলেছেন, "একজন মহিলা হিসেবে এটাই চাই, যে কোনও আফগান মহিলা যেন তাঁদের দেশে দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে বিবেচিত না হন ৷"

আরও পড়ুন : Panjshir Valley : পঞ্জশিরের দিকে এগোচ্ছে কয়েকশো তালিবান, তৈরি মাসুদরাও

কর্মক্ষেত্রে ফ্রেডি দারুওয়ালার পরবর্তী ফিল্মের কাজ সবে শেষ করেছেন ওয়ারিনা হুসেন ৷ চলতি বছরের শুরুর দিকে গোয়ায় সুপারন্যাচরাল থ্রিলার দ্য ইনকমপ্লিট ম্যানের শ্যুটিং-এ দেখা গিয়েছিল আফগান অভিনেত্রীকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.