ETV Bharat / sitara

যাদবপুরে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগে আত্মসমর্পণ অভিযুক্তের - অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ

ধর্ষণের অভিযোগ ওঠার পাঁচ দিনের মধ্যেই আত্মসমর্পণ যুবকের । তারপরই তাকে গ্রেপ্তার করে পুলিশ ।

োে্
োে্
author img

By

Published : Jul 13, 2020, 2:27 PM IST

Updated : Jul 13, 2020, 4:02 PM IST

কলকাতা : অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পাঁচ দিনের মধ্যেই আত্মসমর্পণ করল অভিযুক্ত যুবক । মধ্যমগ্রামের বিবেকানন্দ নগরের বাসিন্দা ওই যুবক দোষ স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে খবর । অভিযুক্ত যাদবপুর থানায় এসে আত্মসমর্পণ করে । তারপরই তাকে গ্রেপ্তার করে পুলিশ ।

কল্যাণীর বাসিন্দা ওই যুবতি টেলিভিশনে বেশ কিছু কাজ করেছেন । 2009 সালে মধ্যমগ্রামের এক যুবকের সঙ্গে আলাপ হয় তাঁর । তখন তাঁদের মধ্যে কথাবার্তা হত । পরে তাঁদের মধ্যে আর কোনও যোগাযোগ ছিল না । 2017 সালে ফের ঘনিষ্ঠতা শুরু হয় । সেই সময় ওই যুবক অভিনেত্রীকে প্রেমের প্রস্তাব দেয় বলে জানা গেছে । অভিযোগ, এরপর থেকে ওই যুবক ব্যবসার নামে তাঁর কাছ থেকে টাকা চাইতে শুরু করে । তখন মাঝেমধ্যেই গল্ফগ্রিনে অভিনেত্রীর ভাড়া ফ্ল্যাটে আসত সে ।

অভিযোগ, সেই সময় তাঁকে মারধর করতেন ওই যুবক । ফলে সম্পর্ক ভেঙে যায় । এবছর ওই যুবক অভিনেত্রীর কাছে ক্ষমা চায় । ধীরে ধীরে ফের সম্পর্ক স্বাভাবিক হয় । এর মাঝে আবার ওই যুবক টাকার জন্য চাপ দেওয়া শুরু করে বলে অভিযোগ । আর 8 জুলাই যাদবপুর থানায় ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয় । অভিযোগপত্রে অভিনেত্রী লিখেছেন, 5 জুলাই ফ্ল্যাটে টাকা নিতে এসে তাকে জোর করে ধর্ষণ করে ওই যুবক । তার ভিডিয়োও করে রাখে।

অভিযোগের সূত্র ধরে ভারতীয় দণ্ডবিধির 376 এবং 506 ধারায় মামলা শুরু করে পুলিশ । শুরু হয় অভিযুক্তের খোঁজ। এরই মাঝে গতরাতে যাদবপুর থানায় এসে আত্মসমর্পণ করে সুমন পাল নামে 32 বছরের ওই যুবক ।

কলকাতা : অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পাঁচ দিনের মধ্যেই আত্মসমর্পণ করল অভিযুক্ত যুবক । মধ্যমগ্রামের বিবেকানন্দ নগরের বাসিন্দা ওই যুবক দোষ স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে খবর । অভিযুক্ত যাদবপুর থানায় এসে আত্মসমর্পণ করে । তারপরই তাকে গ্রেপ্তার করে পুলিশ ।

কল্যাণীর বাসিন্দা ওই যুবতি টেলিভিশনে বেশ কিছু কাজ করেছেন । 2009 সালে মধ্যমগ্রামের এক যুবকের সঙ্গে আলাপ হয় তাঁর । তখন তাঁদের মধ্যে কথাবার্তা হত । পরে তাঁদের মধ্যে আর কোনও যোগাযোগ ছিল না । 2017 সালে ফের ঘনিষ্ঠতা শুরু হয় । সেই সময় ওই যুবক অভিনেত্রীকে প্রেমের প্রস্তাব দেয় বলে জানা গেছে । অভিযোগ, এরপর থেকে ওই যুবক ব্যবসার নামে তাঁর কাছ থেকে টাকা চাইতে শুরু করে । তখন মাঝেমধ্যেই গল্ফগ্রিনে অভিনেত্রীর ভাড়া ফ্ল্যাটে আসত সে ।

অভিযোগ, সেই সময় তাঁকে মারধর করতেন ওই যুবক । ফলে সম্পর্ক ভেঙে যায় । এবছর ওই যুবক অভিনেত্রীর কাছে ক্ষমা চায় । ধীরে ধীরে ফের সম্পর্ক স্বাভাবিক হয় । এর মাঝে আবার ওই যুবক টাকার জন্য চাপ দেওয়া শুরু করে বলে অভিযোগ । আর 8 জুলাই যাদবপুর থানায় ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয় । অভিযোগপত্রে অভিনেত্রী লিখেছেন, 5 জুলাই ফ্ল্যাটে টাকা নিতে এসে তাকে জোর করে ধর্ষণ করে ওই যুবক । তার ভিডিয়োও করে রাখে।

অভিযোগের সূত্র ধরে ভারতীয় দণ্ডবিধির 376 এবং 506 ধারায় মামলা শুরু করে পুলিশ । শুরু হয় অভিযুক্তের খোঁজ। এরই মাঝে গতরাতে যাদবপুর থানায় এসে আত্মসমর্পণ করে সুমন পাল নামে 32 বছরের ওই যুবক ।

Last Updated : Jul 13, 2020, 4:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.