ETV Bharat / sitara

Sonu Sood: 48-এ সোনু সুদ, কেক কেটে হল সেলিব্রেশন - Sonu Sood age

48-এ পড়লেন বলিউডের অভিনেতা সোনু সুদ (Sonu Sood) ৷ তাঁর বাড়িতে পরিবার, বন্ধুবান্ধব ও সহকর্মীদের সঙ্গে কেক কেটে হল জন্মদিনের সেলিব্রেশন ৷

actor sonu-sood-celebrates-48th-birthday
48-এ সোনু সুদ, কেক কেটে হল সেলিব্রেশন
author img

By

Published : Jul 30, 2021, 10:29 AM IST

নয়াদিল্লি, 30 জুলাই : রিল নয়, তিনি এখন রিয়েল লাইফ হিরো ৷ আক্ষরিক অর্থেই নায়ক ৷ গরিবের মসীহা ৷ জনদরদি ভাবমূর্তি তাঁকে অনেকের চোখেই ঈশ্বরের আসনে বসিয়েছে ৷ তাঁর অবদানকে কুর্নিশ জানিয়েছে গোটা দেশ ৷ সবার প্রিয় সেই মানুষটির আজ জন্মদিন ৷ 48-এ পড়লেন সোনু সুদ (Sonu Sood) ৷ বাড়িতেই পরিবার, বন্ধুবান্ধব ও সহকর্মীদের সঙ্গে কেক কেটে হল সেলিব্রেশন ৷

একটা নয়, চার-চারটে কেক ৷ একে একে সবকটা কাটলেন বার্থ ডে বয় সোনু ৷ খাইয়ে দিলেন উপস্থিত প্রিয়জনেদের ৷ আর ব্যাকগ্রাউন্ডে চলল হ্যাপি বার্থ ডে টু ইউ গান ৷ সোনুর পরনে ছিল সবুজ গেঞ্জি ও ডেনিম জিন্সের প্যান্ট ৷ হাসিমুখে পোজও দিলেন অভিনেতা ৷

আরও পড়ুন: সমালোচনা হোক তবু নিজের শর্তে বাঁচো, মহিলাদের ক্ষমতায়নে সরব নুসরত

1973 সালে আজকের দিনে পঞ্জাবের মোগায় সাদামাটা এক পরিবারে জন্ম সোনু সুদের ৷ বাবা কাপড়ের দোকান চালাতেন ৷ নাগপুর থেকে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পাশ করে সোনু অভিনয়ের টানে মুম্বই চলে যান ৷ নিজের জায়গা তৈরি করতে চালাতে হয় কঠিন সংগ্রাম ৷ তিনজনের সঙ্গে ঘর শেয়ার করে থাকতেন ৷ যাতায়াত করতেন ভিড় বাসে-ট্রেনে ৷ তবে বিয়েটা সেরে ফেলেন খুব তাড়াতাড়ি ৷ মাত্র 21 বছর বয়সে বান্ধবী সোনালির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন তিনি ৷

আরও পড়ুন: শিল্পা-রাজকে ₹3 লাখ জরিমানা সেবির, শার্লিন চোপড়াকে যৌন হেনস্থার অভিযোগ

সোনুর পর্দায় আত্মপ্রকাশ ঘটে তামিল ফিল্ম 'কালা ঝাগর'-এ ৷ তখন 1999 সাল ৷ এরপর কয়েকটি তামিল ও তেলুগু ফিল্মে অভিনয় করেন তিনি ৷ বলিউডে তাঁর অভিষেক হয় 2001 সালে, 'শহীদ-ই-আজম' ছবিতে ৷ এরপর একের পর এক তামিল, তেলুগু ও হিন্দি ছবিতে অভিনয় করেছেন সোনু সুদ ৷ বিভিন্ন ছবিতে তাঁকে খলনায়ক চরিত্রে দেখা গিয়েছে ৷

জন্মদিনে কেক কাটছেন সোনু

তবে পর্দার সেই খলনায়কই করোনা অতিমারির সময় দেশবাসীর কাছে হয়ে ওঠেন বাস্তবের নায়ক ৷ পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরতে পারছেন না ? কোনও কিশোরী ফোন না থাকায় অনলাইনে পড়াশোনা করতে পারছে না ? অক্সিজেনের অভাবে করোনা রোগীদের মৃত্যু হচ্ছে ? যখন যেখান থেকে মানুষের দুর্দশার খবর পেয়েছেন, নিজে সেখানে ছুটে গিয়েছেন সোনু সুদ ৷ বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত ৷ হাজার ব্যস্ততা, অসুস্থতা - কোনওকিছুই তাঁকে দমাতে পারেনি ৷ করোনায় আক্রান্ত হয়েও তাঁকে তাড়িয়ে বেড়িয়েছে মানুষের জন্য চিন্তা ৷ এ ভাবেই তিনি হয়ে উঠেছেন গরিবের মসীহা ৷ সবার মনের মানুষ ৷ জন্মদিনে এই প্রকৃত নায়ককে শুভেচ্ছা জানাতে তাঁর সোশ্যাল মিডিয়া বানভাসি হয়েছে ৷ আমাদের তরফেও তাঁর জন্য রইল জন্মদিনের শুভেচ্ছা ৷

নয়াদিল্লি, 30 জুলাই : রিল নয়, তিনি এখন রিয়েল লাইফ হিরো ৷ আক্ষরিক অর্থেই নায়ক ৷ গরিবের মসীহা ৷ জনদরদি ভাবমূর্তি তাঁকে অনেকের চোখেই ঈশ্বরের আসনে বসিয়েছে ৷ তাঁর অবদানকে কুর্নিশ জানিয়েছে গোটা দেশ ৷ সবার প্রিয় সেই মানুষটির আজ জন্মদিন ৷ 48-এ পড়লেন সোনু সুদ (Sonu Sood) ৷ বাড়িতেই পরিবার, বন্ধুবান্ধব ও সহকর্মীদের সঙ্গে কেক কেটে হল সেলিব্রেশন ৷

একটা নয়, চার-চারটে কেক ৷ একে একে সবকটা কাটলেন বার্থ ডে বয় সোনু ৷ খাইয়ে দিলেন উপস্থিত প্রিয়জনেদের ৷ আর ব্যাকগ্রাউন্ডে চলল হ্যাপি বার্থ ডে টু ইউ গান ৷ সোনুর পরনে ছিল সবুজ গেঞ্জি ও ডেনিম জিন্সের প্যান্ট ৷ হাসিমুখে পোজও দিলেন অভিনেতা ৷

আরও পড়ুন: সমালোচনা হোক তবু নিজের শর্তে বাঁচো, মহিলাদের ক্ষমতায়নে সরব নুসরত

1973 সালে আজকের দিনে পঞ্জাবের মোগায় সাদামাটা এক পরিবারে জন্ম সোনু সুদের ৷ বাবা কাপড়ের দোকান চালাতেন ৷ নাগপুর থেকে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পাশ করে সোনু অভিনয়ের টানে মুম্বই চলে যান ৷ নিজের জায়গা তৈরি করতে চালাতে হয় কঠিন সংগ্রাম ৷ তিনজনের সঙ্গে ঘর শেয়ার করে থাকতেন ৷ যাতায়াত করতেন ভিড় বাসে-ট্রেনে ৷ তবে বিয়েটা সেরে ফেলেন খুব তাড়াতাড়ি ৷ মাত্র 21 বছর বয়সে বান্ধবী সোনালির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন তিনি ৷

আরও পড়ুন: শিল্পা-রাজকে ₹3 লাখ জরিমানা সেবির, শার্লিন চোপড়াকে যৌন হেনস্থার অভিযোগ

সোনুর পর্দায় আত্মপ্রকাশ ঘটে তামিল ফিল্ম 'কালা ঝাগর'-এ ৷ তখন 1999 সাল ৷ এরপর কয়েকটি তামিল ও তেলুগু ফিল্মে অভিনয় করেন তিনি ৷ বলিউডে তাঁর অভিষেক হয় 2001 সালে, 'শহীদ-ই-আজম' ছবিতে ৷ এরপর একের পর এক তামিল, তেলুগু ও হিন্দি ছবিতে অভিনয় করেছেন সোনু সুদ ৷ বিভিন্ন ছবিতে তাঁকে খলনায়ক চরিত্রে দেখা গিয়েছে ৷

জন্মদিনে কেক কাটছেন সোনু

তবে পর্দার সেই খলনায়কই করোনা অতিমারির সময় দেশবাসীর কাছে হয়ে ওঠেন বাস্তবের নায়ক ৷ পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরতে পারছেন না ? কোনও কিশোরী ফোন না থাকায় অনলাইনে পড়াশোনা করতে পারছে না ? অক্সিজেনের অভাবে করোনা রোগীদের মৃত্যু হচ্ছে ? যখন যেখান থেকে মানুষের দুর্দশার খবর পেয়েছেন, নিজে সেখানে ছুটে গিয়েছেন সোনু সুদ ৷ বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত ৷ হাজার ব্যস্ততা, অসুস্থতা - কোনওকিছুই তাঁকে দমাতে পারেনি ৷ করোনায় আক্রান্ত হয়েও তাঁকে তাড়িয়ে বেড়িয়েছে মানুষের জন্য চিন্তা ৷ এ ভাবেই তিনি হয়ে উঠেছেন গরিবের মসীহা ৷ সবার মনের মানুষ ৷ জন্মদিনে এই প্রকৃত নায়ককে শুভেচ্ছা জানাতে তাঁর সোশ্যাল মিডিয়া বানভাসি হয়েছে ৷ আমাদের তরফেও তাঁর জন্য রইল জন্মদিনের শুভেচ্ছা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.