ETV Bharat / sitara

শহরে এলেন আয়ুষ্মান খুরানা - Ayushmann Khurrana in Kolkata

সামনেই মুক্তি পেতে চলেছে অভিনেতা আয়ুষ্মান খুরানার ছবি 'শুভ মঙ্গল জ়াদা সাবধান'। ছবির প্রচারে কলকাতায় এলেন অভিনেতা।

Ayushmann Khurrana in Kolkata
Ayushmann Khurrana in Kolkata
author img

By

Published : Jan 23, 2020, 7:55 PM IST

কলকাতা : কলকাতা শহরটা বি-টাউন সেলেবদের জন্য এক পছন্দের গন্তব্য পরিণত হয়েছে । আর হবে নাই কেন ? এই শহরকে শিক্ষা-সংস্কৃতির আখড়া বলা যেতে পারে । লোকেশনের জন্য হোক বা প্রোমোশন, অমিতাভ থেকে শুরু করে আমির, রানি মুখার্জি, অনুষ্কা শর্মা প্রত্যেকেই পা দিয়েছেন মহানগরীতে । এবার এলেন আয়ুষ্মান খুরানা ।

ভিক্টোরিয়া মেমোরিয়ালে আয়োজিত লিটারারি ফেস্টিভালে অংশগ্রহণ করলেন আয়ুষ্মান । প্রায় 40 মিনিট তিনি ছিলেন ইভেন্টে । তাঁকে দেখতে তখন উপচে পড়া ভিড় । আলোচনা শেষে তিনি হাত মেলালেন ভক্তদের সঙ্গে । ভক্তের আঁকা নিজের স্কেচে অটোগ্রাফও দিলেন আয়ুষ্মান ।

'শুভ মঙ্গল জ়াদা সাবধান' ছবির ট্রেলার ইতিমধ্যেই কাঁপিয়ে দিয়েছে দর্শককে । মজার মোড়কে সমকামীত্বের মতো এক জটিল বিষয়ের উপস্থাপনা করা হয়েছে ছবিতে । ট্রেলারটিই এত জনপ্রিয় হয়েছে যে, ট্রেলার সাকসেস পার্টির আয়োজন করা হয়েছে নির্মাতাদের তরফ থেকে ।

ছবিটি মুক্তি পাবে 21 ফেব্রুয়ারি । তবে এখন থেকেই মুখিয়ে রয়েছেন দর্শক...

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

কলকাতা : কলকাতা শহরটা বি-টাউন সেলেবদের জন্য এক পছন্দের গন্তব্য পরিণত হয়েছে । আর হবে নাই কেন ? এই শহরকে শিক্ষা-সংস্কৃতির আখড়া বলা যেতে পারে । লোকেশনের জন্য হোক বা প্রোমোশন, অমিতাভ থেকে শুরু করে আমির, রানি মুখার্জি, অনুষ্কা শর্মা প্রত্যেকেই পা দিয়েছেন মহানগরীতে । এবার এলেন আয়ুষ্মান খুরানা ।

ভিক্টোরিয়া মেমোরিয়ালে আয়োজিত লিটারারি ফেস্টিভালে অংশগ্রহণ করলেন আয়ুষ্মান । প্রায় 40 মিনিট তিনি ছিলেন ইভেন্টে । তাঁকে দেখতে তখন উপচে পড়া ভিড় । আলোচনা শেষে তিনি হাত মেলালেন ভক্তদের সঙ্গে । ভক্তের আঁকা নিজের স্কেচে অটোগ্রাফও দিলেন আয়ুষ্মান ।

'শুভ মঙ্গল জ়াদা সাবধান' ছবির ট্রেলার ইতিমধ্যেই কাঁপিয়ে দিয়েছে দর্শককে । মজার মোড়কে সমকামীত্বের মতো এক জটিল বিষয়ের উপস্থাপনা করা হয়েছে ছবিতে । ট্রেলারটিই এত জনপ্রিয় হয়েছে যে, ট্রেলার সাকসেস পার্টির আয়োজন করা হয়েছে নির্মাতাদের তরফ থেকে ।

ছবিটি মুক্তি পাবে 21 ফেব্রুয়ারি । তবে এখন থেকেই মুখিয়ে রয়েছেন দর্শক...

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
Intro:সামনেই মুক্তি পেতে চলেছে অভিনেতা আয়ুষ্মান খুরানার ছবি 'শুভ মঙ্গল জাদা সাবধান'। ছবির প্রচারে কলকাতায় এলেন 'ড্রিম গার্ল' ছবির অভিনেতা। এমনকী, কলকাতা লিটারারি ফেস্টিভ্যালে অংশ নিলেন তিনি। সেখানেও তার আসন্ন ছবি নিয়ে নানা কথা বললেন আয়ুষ্মান।


Body:প্রায় ৪০ মিনিট আয়ুষ্মান কাটালেন নগরীর প্রাণকেন্দ্র ভিক্টোরিয়া মেমোরিয়ালে আয়োজিত এই লিটমিটে। এদিকে প্রিয় অভিনেতা শহরে এসেছে বলে দর্শকদের ভিড়ও উপচে পড়ে। আলোচনার পর আয়ুষ্মান হাত মেলান তাঁর ভক্তদের সঙ্গে। তাদের মধ্যে একজন আয়ুষ্মানের স্কেচ এঁকে এনেছিলেন দেখে নিজে থেকেই সেই স্কেচে অটোগ্রাফ দেন আয়ুষ্মান। আয়ুষ্মানময় হয়ে ওঠে সন্ধ্যা।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.