কলকাতা : কলকাতা শহরটা বি-টাউন সেলেবদের জন্য এক পছন্দের গন্তব্য পরিণত হয়েছে । আর হবে নাই কেন ? এই শহরকে শিক্ষা-সংস্কৃতির আখড়া বলা যেতে পারে । লোকেশনের জন্য হোক বা প্রোমোশন, অমিতাভ থেকে শুরু করে আমির, রানি মুখার্জি, অনুষ্কা শর্মা প্রত্যেকেই পা দিয়েছেন মহানগরীতে । এবার এলেন আয়ুষ্মান খুরানা ।
ভিক্টোরিয়া মেমোরিয়ালে আয়োজিত লিটারারি ফেস্টিভালে অংশগ্রহণ করলেন আয়ুষ্মান । প্রায় 40 মিনিট তিনি ছিলেন ইভেন্টে । তাঁকে দেখতে তখন উপচে পড়া ভিড় । আলোচনা শেষে তিনি হাত মেলালেন ভক্তদের সঙ্গে । ভক্তের আঁকা নিজের স্কেচে অটোগ্রাফও দিলেন আয়ুষ্মান ।
'শুভ মঙ্গল জ়াদা সাবধান' ছবির ট্রেলার ইতিমধ্যেই কাঁপিয়ে দিয়েছে দর্শককে । মজার মোড়কে সমকামীত্বের মতো এক জটিল বিষয়ের উপস্থাপনা করা হয়েছে ছবিতে । ট্রেলারটিই এত জনপ্রিয় হয়েছে যে, ট্রেলার সাকসেস পার্টির আয়োজন করা হয়েছে নির্মাতাদের তরফ থেকে ।
ছবিটি মুক্তি পাবে 21 ফেব্রুয়ারি । তবে এখন থেকেই মুখিয়ে রয়েছেন দর্শক...
- " class="align-text-top noRightClick twitterSection" data="">